Ajker Patrika

দীর্ঘমেয়াদি অস্থিতিশীলতায় পড়তে যাচ্ছে পাকিস্তান

আপডেট : ২৫ মে ২০২২, ১৫: ৪১
দীর্ঘমেয়াদি অস্থিতিশীলতায় পড়তে যাচ্ছে পাকিস্তান

দীর্ঘমেয়াদি অস্থিতিশীলতায় পড়তে যাচ্ছে পাকিস্তান। ক্রমেই ঘনীভূত হচ্ছে দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট। বিশ্ববাজারের সঙ্গে পাল্লা দিতে গিয়ে ডলারের বিপরীতে দাম কমেছে পাকিস্তানি রুপির। অপরদিকে, দেশজুড়ে লংমার্চের ডাক দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের লংমার্চ ঠেকাতে এরই মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে সিন্ধু প্রদেশে। সারা দেশেই প্রস্তুত রাখা হয়েছে সেনাবাহিনীকে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায়। 

শাহবাজ শরীফের নেতৃত্বাধীন সরকারের আশঙ্কা ইমরান খান তাঁর বর্তমান অবস্থান পেশোয়ার থেকে যেকোনো মুহূর্তে ইসলামাবাদের দিকে লংমার্চ নিয়ে রওনা হতে পারেন। তবে লংমার্চ যেন সফল না হতে পারে সে কারণে বিরোধীদের ওপর ব্যাপক ধরপাকড় চালানো হচ্ছে বলে দাবি তেহরিক-ই-ইনসাফের নেতা-কর্মীদের। 

এদিকে, পাকিস্তানের বড় বড় শহর—খাইবার পাখতুনখাওয়া, কোয়েটা, শুক্কুর, লারকানা, হায়দারাবাদ এবং করাচিতে বিপুল পরিমাণ ইমরান খান সমর্থক জমায়েত হয়েছেন লংমার্চের জন্য। 

বিশ্লেষকদের আশঙ্কা, সরকার লংমার্চ দমনে কঠোর অবস্থানে যেতে পারে। এমনি সেনাবাহিনী লেলিয়ে দেওয়া হতে পারে বিরোধীদের ওপর। ফলে, দেশটিতে দীর্ঘমেয়াদি রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হতে পারে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

ট্রাম্পের বেপরোয়া ক্ষমতায় ওলট-পালট বিশ্ব, বন্ধু থেকে শত্রু আতঙ্কিত সবাই

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত