Ajker Patrika

ইসরায়েলের হাইফায় আঘাত হানল বিধ্বংসী ইরানি ক্ষেপণাস্ত্র

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২০ জুন ২০২৫, ২১: ৪৩
ইসরায়েলের উত্তরাঞ্চলের হাইফা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত। ছবি: এক্সের ভিডিও থেকে
ইসরায়েলের উত্তরাঞ্চলের হাইফা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত। ছবি: এক্সের ভিডিও থেকে

আল জাজিরার খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ইসরায়েলের উত্তরাঞ্চলের হাইফা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

এর আগে বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যায় কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, ইসরায়েলের দিকে একযোগে বেশ কিছু ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তবে ইসরায়েলি সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানিয়েছে, এই হামলা প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

ইসরায়েলের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জায়, ইসরায়েলের বিভিন্ন শহরে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে। সাধারণ মানুষ দ্রুত বাংকার বা নিরাপদ এলাকায় ছুটছেন।

রয়টার্স জানায়, ইসরায়েলি সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র প্রতিহতের ঘোষণা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই জেরুজালেম ও তেলআবিবের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেনাবাহিনী জানিয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে তারা বিমানবাহিনীকেও ব্যবহার করছে।

এই হামলা ইরান-ইসরায়েল উত্তেজনার সর্বশেষ ধাপ, যা পুরো অঞ্চলে বড় ধরনের সংঘাতের ইঙ্গিত দিচ্ছে।

ভিডিওটি কিছুক্ষণ আগের বলে উল্লেখ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

ভোলায় তরুণকে আটকে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

তেলের দাম না দিয়ে পাম্পকর্মীকে গাড়িচাপায় হত্যা করে পালান সাবেক যুবদল নেতা, পরে আটক

এক মন্তব্যে আমাদের ক্ষতি হয়ে গেল, বলছেন বিসিবি পরিচালক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত