
ফিলিস্তিন রাষ্ট্রের একতরফা স্বীকৃতি প্রত্যাখ্যান করে মন্ত্রিসভায় একটি প্রস্তাব উত্থাপন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আজ রোববার নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়। এ প্রস্তাবে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতিকে ‘সন্ত্রাসের পুরস্কার’ বলে আখ্যা দেওয়া হয়েছে।
ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুসারে, প্রস্তাবটিতে ফিলিস্তিন রাষ্ট্র গঠনে ‘সুনির্দিষ্ট সময়সীমা’ প্রস্তাব করার মার্কিন পরিকল্পনার বিরোধিতা করা হয়েছে।
নেতানিয়াহু মন্ত্রীদের বলেন, একতরফাভাবে ইসরায়েলের ওপর ফিলিস্তিন রাষ্ট্র চাপিয়ে দেওয়ার প্রচেষ্টার বিষয়ে আন্তর্জাতিক মহলে সম্প্রতি শোনা মন্তব্যের আলোকে তিনি তাঁদের স্বাক্ষর করার জন্য একটি বিবৃতি এনেছেন।
গতকাল শনিবার তেল আবিবে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, ইসরায়েল ফিলিস্তিনের সঙ্গে রাষ্ট্রীয় চুক্তির বিষয়ে ‘আন্তর্জাতিক হুকুম’ মেনে নেবে না। শুধু পূর্বশর্ত ছাড়া সরাসরি আলোচনার মাধ্যমে এমন লক্ষ্যে পৌঁছানো যেতে পারে বলে দাবি করেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয় অনুসারে ওই প্রস্তাবে বলা হয়েছে, ফিলিস্তিনিদের সঙ্গে স্থায়ী সমঝোতার বিষয়ে আন্তর্জাতিক সব ‘হুকুম’ প্রত্যাখ্যান করছে ইসরায়েল। এ ধরনের সমঝোতা কোনো ধরনের পূর্বশর্ত ছাড়া কেবল পক্ষগুলোর মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমেই সম্ভব। ফিলিস্তিন রাষ্ট্রকে একতরফাভাবে স্বীকৃতির বিরোধিতা অব্যাহত রাখবে ইসরায়েল। গত ৭ অক্টোবরের হত্যাকাণ্ডের পর এ ধরনের স্বীকৃতি সন্ত্রাসবাদকে পুরস্কৃত করবে এবং ভবিষ্যতে যেকোনো শান্তি চুক্তিকে বাধাগ্রস্ত করবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের অনুরোধে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা করতে কায়রোতে প্রতিনিধি পাঠিয়েছিল ইসরায়েল। তবে হামাসের দাবিগুলোকে ‘অবাস্তব’ আখ্যা দিয়ে যুদ্ধবিরতির আলোচনা স্থগিত করেছেন নেতানিয়াহু।

ফিলিস্তিন রাষ্ট্রের একতরফা স্বীকৃতি প্রত্যাখ্যান করে মন্ত্রিসভায় একটি প্রস্তাব উত্থাপন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আজ রোববার নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়। এ প্রস্তাবে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতিকে ‘সন্ত্রাসের পুরস্কার’ বলে আখ্যা দেওয়া হয়েছে।
ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুসারে, প্রস্তাবটিতে ফিলিস্তিন রাষ্ট্র গঠনে ‘সুনির্দিষ্ট সময়সীমা’ প্রস্তাব করার মার্কিন পরিকল্পনার বিরোধিতা করা হয়েছে।
নেতানিয়াহু মন্ত্রীদের বলেন, একতরফাভাবে ইসরায়েলের ওপর ফিলিস্তিন রাষ্ট্র চাপিয়ে দেওয়ার প্রচেষ্টার বিষয়ে আন্তর্জাতিক মহলে সম্প্রতি শোনা মন্তব্যের আলোকে তিনি তাঁদের স্বাক্ষর করার জন্য একটি বিবৃতি এনেছেন।
গতকাল শনিবার তেল আবিবে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, ইসরায়েল ফিলিস্তিনের সঙ্গে রাষ্ট্রীয় চুক্তির বিষয়ে ‘আন্তর্জাতিক হুকুম’ মেনে নেবে না। শুধু পূর্বশর্ত ছাড়া সরাসরি আলোচনার মাধ্যমে এমন লক্ষ্যে পৌঁছানো যেতে পারে বলে দাবি করেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয় অনুসারে ওই প্রস্তাবে বলা হয়েছে, ফিলিস্তিনিদের সঙ্গে স্থায়ী সমঝোতার বিষয়ে আন্তর্জাতিক সব ‘হুকুম’ প্রত্যাখ্যান করছে ইসরায়েল। এ ধরনের সমঝোতা কোনো ধরনের পূর্বশর্ত ছাড়া কেবল পক্ষগুলোর মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমেই সম্ভব। ফিলিস্তিন রাষ্ট্রকে একতরফাভাবে স্বীকৃতির বিরোধিতা অব্যাহত রাখবে ইসরায়েল। গত ৭ অক্টোবরের হত্যাকাণ্ডের পর এ ধরনের স্বীকৃতি সন্ত্রাসবাদকে পুরস্কৃত করবে এবং ভবিষ্যতে যেকোনো শান্তি চুক্তিকে বাধাগ্রস্ত করবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের অনুরোধে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা করতে কায়রোতে প্রতিনিধি পাঠিয়েছিল ইসরায়েল। তবে হামাসের দাবিগুলোকে ‘অবাস্তব’ আখ্যা দিয়ে যুদ্ধবিরতির আলোচনা স্থগিত করেছেন নেতানিয়াহু।

ইন্টারনেট সেন্সরশিপ পর্যবেক্ষণকারী সংস্থা ফিল্টারওয়াচের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে ইন্টারনেট ব্যবহার আর সাধারণ নাগরিক অধিকার নয়, বরং সরকারের দেওয়া ‘বিশেষ সুযোগ’ হিসেবে গণ্য হবে। ফিল্টারওয়াচের প্রধান আমির রাশিদি জানান, নতুন পরিকল্পনা অনুযায়ী, যাঁদের নিরাপত্তা ছাড়পত্র আছে বা যাঁরা সরকারি যাচাই
৬ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত করার পরিকল্পনায় বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর শুল্কের খড়্গ চালিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্কসহ উত্তর ইউরোপ ও পশ্চিম ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।
৬ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের অভিযানের কয়েক মাস আগেই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছিল ট্রাম্প প্রশাসন। অভিযানের পরও এই যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত একাধিক ব্যক্তি।
৯ ঘণ্টা আগে
আল-জাজিরার তেহরান প্রতিনিধি রেসুল সেরদার জানান, খামেনির বক্তব্যে আগের অবস্থান পুনর্ব্যক্ত হলেও একটি গুরুত্বপূর্ণ ও নতুন তথ্য উঠে এসেছে। সেটা হলো, প্রাণহানির সংখ্যা। তিনি বলেন, ‘এই প্রথম খামেনি নিহতের সংখ্যা নিয়ে ইঙ্গিত দিলেন। তিনি বলেছেন, সহিংস বিক্ষোভকারীরা হাজার হাজার মানুষকে হত্যা করেছে।’
১০ ঘণ্টা আগে