আজকের পত্রিকা ডেস্ক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার তরুণ উদ্যোক্তা ও আইসক্রিম দোকানের মালিক ছিলেন ২০ বছর বয়সী সাইফোল্লাহ মুসাল্লেত। সম্প্রতি ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারদের হাতে নির্মমভাবে নিহত হন তিনি। তাঁর শোকবিহ্বল পরিবারের আশা—এই তরুণ যেন ‘শুধু আরেকটি সংখ্যা’ হয়ে হারিয়ে না যান।
গত ১১ জুলাই পশ্চিম তীরের সিনজিল গ্রামে বসতভিটা রক্ষায় দাঁড়িয়েছিলেন সাইফোল্লাহ। তখন একদল ইসরায়েলি দখলদার তাঁকে ঘিরে ধরে নির্মমভাবে মারধর করে। পরিবারের দাবি, অ্যাম্বুলেন্স আসার পরও দখলদারেরা সাহায্যকারীদের আটকে রাখে। সাইফোল্লাহর ছোট ভাই অবশেষে নিজের কাঁধে ভাইয়ের নিথর দেহ বয়ে নিয়ে যান চিকিৎসকের কাছে।
আল-জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পোর্ট শার্লট এলাকায় সাইফোল্লাহর বেড়ে ওঠা। তবে পরিবারের সংস্কৃতি ও ভাষার সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলার জন্য কৈশোরের একটা লম্বা সময় কেটেছে পশ্চিম তীরে।
স্কুল শেষ করে তিনি ফিরে এসেছিলেন যুক্তরাষ্ট্রে। বাবা ও আত্মীয়দের সঙ্গে টাম্পায় খুলেছিলেন ‘আইস স্ক্রিমিন’ নামে একটি ডেজার্ট শপ। সেই দোকানে তাঁর নিখুঁত কাজ মুগ্ধ করত ফাতমাহ মুহাম্মদকে। ফাতমাহ একজন পেশাদার বেকার। সাইফোল্লাহ তিনি বলেন, ‘সে এমনভাবে কনাফে সাজাত, যেন নিজেই শিল্পী। ২০ বছর বয়সে যেখানে অন্যরা ভিডিও গেম খেলছে, সে তখন ব্যবসা বাড়ানোর পরিকল্পনা করছিল।’
সাইফোল্লাহর ফুফু সামেরার স্মরণে আছে—সাইফোল্লাহ সব সময় নিজে বিল দিতেন, নিজের হাতে খাবার নিয়ে আসতেন, পরিবারে সবার প্রতি ছিল গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। আরেক ফুফু কেটি সালামেহ জানান, শেষবার দেখা হয়েছিল গত মে মাসে এক পারিবারিক বিয়েতে। সাইফোল্লাহ তখন মজা করে বলেছিলেন, ‘আমিও বিয়ে করতে চাই। এবার ফিরেই একটা পাত্রী খুঁজে নেব।’
কিন্তু সেই যাত্রা হয়ে উঠল তাঁর জীবনের শেষ সফর। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, ‘ফিলিস্তিনি ও ইসরায়েলিদের সংঘর্ষের’ সময় সাইফোল্লাহর মৃত্যু হয়েছে। তবে পরিবার ও প্রত্যক্ষদর্শীরা স্পষ্ট জানিয়েছেন, তিনি ছিলেন একপাক্ষিক হামলার শিকার।
জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মতে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী ও দখলদারদের হাতে গাজার বাইরে অন্তত ৯৬৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।
সাইফোল্লাহর মৃত্যুতে যুক্তরাষ্ট্র এখনো কোনো স্বাধীন তদন্ত শুরু করেনি। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এই ঘটনায় ‘নিরপেক্ষ তদন্ত’ দাবি করলেও অভিযুক্তদের ছেড়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার তরুণ উদ্যোক্তা ও আইসক্রিম দোকানের মালিক ছিলেন ২০ বছর বয়সী সাইফোল্লাহ মুসাল্লেত। সম্প্রতি ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারদের হাতে নির্মমভাবে নিহত হন তিনি। তাঁর শোকবিহ্বল পরিবারের আশা—এই তরুণ যেন ‘শুধু আরেকটি সংখ্যা’ হয়ে হারিয়ে না যান।
গত ১১ জুলাই পশ্চিম তীরের সিনজিল গ্রামে বসতভিটা রক্ষায় দাঁড়িয়েছিলেন সাইফোল্লাহ। তখন একদল ইসরায়েলি দখলদার তাঁকে ঘিরে ধরে নির্মমভাবে মারধর করে। পরিবারের দাবি, অ্যাম্বুলেন্স আসার পরও দখলদারেরা সাহায্যকারীদের আটকে রাখে। সাইফোল্লাহর ছোট ভাই অবশেষে নিজের কাঁধে ভাইয়ের নিথর দেহ বয়ে নিয়ে যান চিকিৎসকের কাছে।
আল-জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পোর্ট শার্লট এলাকায় সাইফোল্লাহর বেড়ে ওঠা। তবে পরিবারের সংস্কৃতি ও ভাষার সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলার জন্য কৈশোরের একটা লম্বা সময় কেটেছে পশ্চিম তীরে।
স্কুল শেষ করে তিনি ফিরে এসেছিলেন যুক্তরাষ্ট্রে। বাবা ও আত্মীয়দের সঙ্গে টাম্পায় খুলেছিলেন ‘আইস স্ক্রিমিন’ নামে একটি ডেজার্ট শপ। সেই দোকানে তাঁর নিখুঁত কাজ মুগ্ধ করত ফাতমাহ মুহাম্মদকে। ফাতমাহ একজন পেশাদার বেকার। সাইফোল্লাহ তিনি বলেন, ‘সে এমনভাবে কনাফে সাজাত, যেন নিজেই শিল্পী। ২০ বছর বয়সে যেখানে অন্যরা ভিডিও গেম খেলছে, সে তখন ব্যবসা বাড়ানোর পরিকল্পনা করছিল।’
সাইফোল্লাহর ফুফু সামেরার স্মরণে আছে—সাইফোল্লাহ সব সময় নিজে বিল দিতেন, নিজের হাতে খাবার নিয়ে আসতেন, পরিবারে সবার প্রতি ছিল গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। আরেক ফুফু কেটি সালামেহ জানান, শেষবার দেখা হয়েছিল গত মে মাসে এক পারিবারিক বিয়েতে। সাইফোল্লাহ তখন মজা করে বলেছিলেন, ‘আমিও বিয়ে করতে চাই। এবার ফিরেই একটা পাত্রী খুঁজে নেব।’
কিন্তু সেই যাত্রা হয়ে উঠল তাঁর জীবনের শেষ সফর। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, ‘ফিলিস্তিনি ও ইসরায়েলিদের সংঘর্ষের’ সময় সাইফোল্লাহর মৃত্যু হয়েছে। তবে পরিবার ও প্রত্যক্ষদর্শীরা স্পষ্ট জানিয়েছেন, তিনি ছিলেন একপাক্ষিক হামলার শিকার।
জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মতে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী ও দখলদারদের হাতে গাজার বাইরে অন্তত ৯৬৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।
সাইফোল্লাহর মৃত্যুতে যুক্তরাষ্ট্র এখনো কোনো স্বাধীন তদন্ত শুরু করেনি। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এই ঘটনায় ‘নিরপেক্ষ তদন্ত’ দাবি করলেও অভিযুক্তদের ছেড়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই।

ইন্টারনেট সেন্সরশিপ পর্যবেক্ষণকারী সংস্থা ফিল্টারওয়াচের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে ইন্টারনেট ব্যবহার আর সাধারণ নাগরিক অধিকার নয়, বরং সরকারের দেওয়া ‘বিশেষ সুযোগ’ হিসেবে গণ্য হবে। ফিল্টারওয়াচের প্রধান আমির রাশিদি জানান, নতুন পরিকল্পনা অনুযায়ী, যাঁদের নিরাপত্তা ছাড়পত্র আছে বা যাঁরা সরকারি যাচাই
৫ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত করার পরিকল্পনায় বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর শুল্কের খড়্গ চালিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্কসহ উত্তর ইউরোপ ও পশ্চিম ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের অভিযানের কয়েক মাস আগেই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছিল ট্রাম্প প্রশাসন। অভিযানের পরও এই যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত একাধিক ব্যক্তি।
৮ ঘণ্টা আগে
আল-জাজিরার তেহরান প্রতিনিধি রেসুল সেরদার জানান, খামেনির বক্তব্যে আগের অবস্থান পুনর্ব্যক্ত হলেও একটি গুরুত্বপূর্ণ ও নতুন তথ্য উঠে এসেছে। সেটা হলো, প্রাণহানির সংখ্যা। তিনি বলেন, ‘এই প্রথম খামেনি নিহতের সংখ্যা নিয়ে ইঙ্গিত দিলেন। তিনি বলেছেন, সহিংস বিক্ষোভকারীরা হাজার হাজার মানুষকে হত্যা করেছে।’
৮ ঘণ্টা আগে