
সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রথমবারের মতো দেশটির অপেরা শো শুরু হয়েছে। বৃহস্পতিবার শুরু হওয়া এই অপেরা শো চলবে আগামী ৪ মে পর্যন্ত। এই আট দিনের মধ্যে মোট ১০টি অপেরা শো অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
সৌদি বার্তা সংস্থা এসপিএ-এর বরাত দিয়ে আজ শুক্রবার গালফ নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার রিয়াদের কিং ফাহাদ কালচারাল সেন্টারে এক ঘরোয়া প্রদর্শনীর মাধ্যমে প্রথমবারের মতো ‘জারকা আল ইয়ামামা’ শিরোনামে একটি অপেরা শো হয়। সৌদি আরবের আগেই গত ফেব্রুয়ারিতে লন্ডনে এই অপেরাটির আন্তর্জাতিক প্রিমিয়ার হয়েছিল।
‘জারকা আল ইয়ামামা’ প্রাক-ইসলামিক যুগের কিংবদন্তি দ্বারা অনুপ্রাণিত একটি অপেরা শো। এটি সৌদি থিয়েটার এবং পারফর্মিং আর্টস কমিশনের প্রথম প্রযোজনা। এতে দৃঢ় ইচ্ছাসম্পন্ন এক আরব নারীর গল্প উপস্থাপন করা হয়েছে। বিরল বিচক্ষণতার অধিকারী ওই নারীর দূর দৃষ্টির প্রতিভা ছিল। বলা হয়ে থাকে, ঈগলের চেয়েও ক্ষুরধার ছিল তাঁর দৃষ্টিশক্তি। আর চোখ ছিল নীল। আরবি ইয়ামামা শব্দটির অর্থ হলো ঘুঘু। ‘জারকা আল ইয়ামামা’ শব্দটি দিয়ে উপকথার সেই নারীকে নীল চোখের ঘুঘু হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
পুরস্কারপ্রাপ্ত সৌদি কবি সালেহ জামানান ঐতিহাসিক কাহিনি থেকে অনুপ্রাণিত হয়ে অপেরাটির চিত্রনাট্য তৈরি করেছেন। অপেরাটির প্রধান তিনটি ভূমিকায় অভিনয় করেছেন সৌদি শিল্পী খায়রান আল জাহরানি, সাওসান আলবাহিতি এবং রিমাজ ওকবি।
বিশ্ব-বিখ্যাত মেজো সোপ্রানো ডেম সারাহ কনোলি ‘জারকা আল ইয়ামামার’ টাইটেল রোলে কণ্ঠ দিয়েছেন। প্রযোজনাটিতে মঞ্চ পরিচালক ড্যানিয়েল ফিঞ্জি পাসকার মঞ্চায়নের বিশেষ প্রভাব রয়েছে।
এসপিএ বলেছে, এই কাজটি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সৌদি থিয়েটারকে উন্নত করার জন্য দেশটির কমিশনের আগ্রহকে ফুটিয়ে তুলেছে।
সৌদি আরব তার তেল-নির্ভর অর্থনীতিকে বৈচিত্র্যময় করতে দেশটিতে আরও বেশি-বিদেশি পর্যটককে আকর্ষণ করতে চাইছে। ‘ভিশন ২০৩০’ নামের একটি উচ্চাভিলাষী উন্নয়ন প্রকল্পের অংশ হিসাবে সৌদি আরব বিনোদন শিল্পকে বড় পরিসর দিতে চলেছে। এর ফলে দেশটিতে অনুষ্ঠিত হচ্ছে কনসার্ট, সিনেমা, থিয়েটার শো ছাড়াও আরও বিভিন্ন অনুষ্ঠান। এসব অনুষ্ঠান দেশটির সাধারণ মানুষ ছাড়াও প্রচুর বিদেশি দর্শকও টানছে।

সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রথমবারের মতো দেশটির অপেরা শো শুরু হয়েছে। বৃহস্পতিবার শুরু হওয়া এই অপেরা শো চলবে আগামী ৪ মে পর্যন্ত। এই আট দিনের মধ্যে মোট ১০টি অপেরা শো অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
সৌদি বার্তা সংস্থা এসপিএ-এর বরাত দিয়ে আজ শুক্রবার গালফ নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার রিয়াদের কিং ফাহাদ কালচারাল সেন্টারে এক ঘরোয়া প্রদর্শনীর মাধ্যমে প্রথমবারের মতো ‘জারকা আল ইয়ামামা’ শিরোনামে একটি অপেরা শো হয়। সৌদি আরবের আগেই গত ফেব্রুয়ারিতে লন্ডনে এই অপেরাটির আন্তর্জাতিক প্রিমিয়ার হয়েছিল।
‘জারকা আল ইয়ামামা’ প্রাক-ইসলামিক যুগের কিংবদন্তি দ্বারা অনুপ্রাণিত একটি অপেরা শো। এটি সৌদি থিয়েটার এবং পারফর্মিং আর্টস কমিশনের প্রথম প্রযোজনা। এতে দৃঢ় ইচ্ছাসম্পন্ন এক আরব নারীর গল্প উপস্থাপন করা হয়েছে। বিরল বিচক্ষণতার অধিকারী ওই নারীর দূর দৃষ্টির প্রতিভা ছিল। বলা হয়ে থাকে, ঈগলের চেয়েও ক্ষুরধার ছিল তাঁর দৃষ্টিশক্তি। আর চোখ ছিল নীল। আরবি ইয়ামামা শব্দটির অর্থ হলো ঘুঘু। ‘জারকা আল ইয়ামামা’ শব্দটি দিয়ে উপকথার সেই নারীকে নীল চোখের ঘুঘু হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
পুরস্কারপ্রাপ্ত সৌদি কবি সালেহ জামানান ঐতিহাসিক কাহিনি থেকে অনুপ্রাণিত হয়ে অপেরাটির চিত্রনাট্য তৈরি করেছেন। অপেরাটির প্রধান তিনটি ভূমিকায় অভিনয় করেছেন সৌদি শিল্পী খায়রান আল জাহরানি, সাওসান আলবাহিতি এবং রিমাজ ওকবি।
বিশ্ব-বিখ্যাত মেজো সোপ্রানো ডেম সারাহ কনোলি ‘জারকা আল ইয়ামামার’ টাইটেল রোলে কণ্ঠ দিয়েছেন। প্রযোজনাটিতে মঞ্চ পরিচালক ড্যানিয়েল ফিঞ্জি পাসকার মঞ্চায়নের বিশেষ প্রভাব রয়েছে।
এসপিএ বলেছে, এই কাজটি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সৌদি থিয়েটারকে উন্নত করার জন্য দেশটির কমিশনের আগ্রহকে ফুটিয়ে তুলেছে।
সৌদি আরব তার তেল-নির্ভর অর্থনীতিকে বৈচিত্র্যময় করতে দেশটিতে আরও বেশি-বিদেশি পর্যটককে আকর্ষণ করতে চাইছে। ‘ভিশন ২০৩০’ নামের একটি উচ্চাভিলাষী উন্নয়ন প্রকল্পের অংশ হিসাবে সৌদি আরব বিনোদন শিল্পকে বড় পরিসর দিতে চলেছে। এর ফলে দেশটিতে অনুষ্ঠিত হচ্ছে কনসার্ট, সিনেমা, থিয়েটার শো ছাড়াও আরও বিভিন্ন অনুষ্ঠান। এসব অনুষ্ঠান দেশটির সাধারণ মানুষ ছাড়াও প্রচুর বিদেশি দর্শকও টানছে।

ইন্টারনেট সেন্সরশিপ পর্যবেক্ষণকারী সংস্থা ফিল্টারওয়াচের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে ইন্টারনেট ব্যবহার আর সাধারণ নাগরিক অধিকার নয়, বরং সরকারের দেওয়া ‘বিশেষ সুযোগ’ হিসেবে গণ্য হবে। ফিল্টারওয়াচের প্রধান আমির রাশিদি জানান, নতুন পরিকল্পনা অনুযায়ী, যাঁদের নিরাপত্তা ছাড়পত্র আছে বা যাঁরা সরকারি যাচাই
৯ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত করার পরিকল্পনায় বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর শুল্কের খড়্গ চালিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্কসহ উত্তর ইউরোপ ও পশ্চিম ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।
৯ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের অভিযানের কয়েক মাস আগেই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছিল ট্রাম্প প্রশাসন। অভিযানের পরও এই যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত একাধিক ব্যক্তি।
১২ ঘণ্টা আগে
আল-জাজিরার তেহরান প্রতিনিধি রেসুল সেরদার জানান, খামেনির বক্তব্যে আগের অবস্থান পুনর্ব্যক্ত হলেও একটি গুরুত্বপূর্ণ ও নতুন তথ্য উঠে এসেছে। সেটা হলো, প্রাণহানির সংখ্যা। তিনি বলেন, ‘এই প্রথম খামেনি নিহতের সংখ্যা নিয়ে ইঙ্গিত দিলেন। তিনি বলেছেন, সহিংস বিক্ষোভকারীরা হাজার হাজার মানুষকে হত্যা করেছে।’
১৩ ঘণ্টা আগে