আজকের পত্রিকা ডেস্ক

গত বছর দীর্ঘদিনের স্বৈরশাসক বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে সরিয়ে সিরিয়ার নেতৃত্বে আসেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমাদ আল-শারাআ। নতুন অধ্যায়ে তিনি মানবাধিকার রক্ষার অঙ্গীকার করেন এবং ইউরোপ-আমেরিকার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের উদ্যোগ নেন। কিন্তু এসব প্রতিশ্রুতির পেছনে এক ভয়াবহ বাস্তবতা লুকিয়ে আছে। সিএনএন জানিয়েছে, একজন কুখ্যাত কমান্ডারকে তিনি সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্বে বসিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়—সাইফ বোলাদ আবু বকর নামের ওই কমান্ডারের নেতৃত্বাধীন হামজা ডিভিশনের বিরুদ্ধে অপহরণ, যৌন নির্যাতন ও নির্যাতনের অভিযোগে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।
সিএনএনের এক অনুসন্ধানী প্রতিবেদনে ভিডিও, ছবি এবং ভুক্তভোগীদের সাক্ষাৎকারের মাধ্যমে বোলাদের অধীনে সংঘটিত নারকীয় নির্যাতনের নতুন প্রমাণ তুলে ধরা হয়েছে। তিনি বর্তমানে সিরিয়ার সবচেয়ে জনবহুল প্রদেশ আলেপ্পোর একটি সামরিক ইউনিটের নেতৃত্ব দিচ্ছেন।
২৯ বছর বয়সী সিরীয় অধিকারকর্মী লনজিন আবদো বলেন, ‘এই নিয়োগ আমাদের যন্ত্রণার প্রতি এক নির্মম অবহেলা।’ হামজা ডিভিশনের হাতে তিনি ও তাঁর বোন দুজনই অপহরণ ও নির্যাতনের শিকার হন। দীর্ঘ তিন বছর ধরে একের পর এক গোপন বন্দিশালায় ঘুরে বেড়ানো তাঁদের জীবন ছিল ক্ষুধা, নিপীড়ন আর ভয়াবহ অপমানের এক দৃষ্টান্ত।
আবদোর ভাষ্যমতে, তাঁদের ধরে নিয়ে যাওয়া হয় ২০১৮ সালে আফরিন শহর থেকে। তুরস্ক-সমর্থিত সিরিয়ান ন্যাশনাল অ্যালায়েন্স (এসএনএ) ওই সময় কুর্দি অধ্যুষিত এলাকায় অভিযান চালাচ্ছিল। অপহৃত হওয়ার পর সাত মাস হুওয়ার কিলিসের ঘাঁটিতে এককভাবে বন্দী ছিলেন আবদো। পরে তাঁকে বিভিন্ন গোপন বন্দিশালায় স্থানান্তর করা হয়। এসব বন্দীশালায় ছিল তাঁর ছোট বোন, আরও কয়েক নারী এবং দুটি শিশু।
সাক্ষাৎকারে আবদো বলেন, ‘আমাদের খাবারে থাকত পোকা, টয়লেট ঘিঞ্জি আর অন্ধকার, গায়ে জোঁক, বিছানায় উকুন আর চিকিৎসাহীনতায় শিশুরা অসুস্থ হয়ে পড়ত।’ তাঁরা দিনে দিনে বেঁচে থাকার আশা হারিয়ে ফেলেছিল। অনেক নারী আত্মহত্যার চেষ্টাও করে।
একাধিক ভুক্তভোগী জানিয়েছেন, এই নির্যাতনের মূল হোতা সাইফ বোলাদ নিজেই বেশ কয়েকবার ওই বন্দীশালায় গিয়েছিলেন এবং অধীনস্থদের নির্যাতন চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছিলেন।
ইউরোপীয় ইউনিয়ন গত মে মাসে বোলাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে এবং তাঁকে আলাওয়ি সম্প্রদায়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে অভিযুক্ত করে।
এদিকে, নির্যাতনের শিকার আবদো বর্তমানে ফ্রান্সে অবস্থান করছেন। তিনি ‘লেলুন’ নামে একটি সংগঠন গড়ে তুলেছেন, যা অপহৃত সিরীয় নারীদের সহায়তা প্রদান করে। তাঁর সংগ্রাম থেমে নেই। তিনি চান, যারা নির্যাতনের নেতৃত্ব দিয়েছে, তারা যেন ন্যায়বিচারের মুখোমুখি হয়।
২০২০ সালের ডিসেম্বরে তিনি মুক্তি পান আবদো। মুক্তির পরও নির্যাতনের স্মৃতি তাঁকে তাড়া করে বেড়ায়। ২০২২ সালে জেলখানায় ধারণ করা ভিডিও ও চুলের ছবি পাঠিয়ে তাঁকে হুমকিও দেওয়া হয়েছিল।
সিরিয়ার নতুন সেনা কাঠামোতে আরও কয়েকজন অভিযুক্ত কমান্ডার আছেন—যেমন মোহাম্মদ হুসেইন আল-জাসিম (আবু আমশা) ও আহমাদ ইহসান ফায়াদ আল-হায়েস। তাঁরা এখন যথাক্রমে হামা ও সিরিয়ার পূর্বাঞ্চলে দায়িত্বপ্রাপ্ত। এদের বিরুদ্ধেও অপহরণ, চাঁদাবাজি ও হত্যার অভিযোগ আছে।

মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ ব্রায়ান কার্টার বলেছেন, ‘আল-শারাআ এমন এক রাজনৈতিক ভারসাম্য রক্ষা করতে চাচ্ছেন, যেখানে এই মিলিশিয়াগুলোকে বাইরে রাখলে নতুন সংঘর্ষের সম্ভাবনা তৈরি হতো।’
তবে যারা নির্যাতনের শিকার, তাঁদের কাছে এসব ব্যাখ্যার কোনো মূল্য নেই। আবদো বলেন, ‘এই সব নির্যাতনকারী যখন ক্ষমতায় আসে, তখন আমাদের মনে হয়, আমাদের কষ্ট কেউই বুঝছে না। আমরা সেই দেশে আর ফিরতে পারি না, যেখানে আমাদের নির্যাতকেরা এখন শাসক হয়ে গেছে।’
প্যারিস সফরে গিয়ে আল-শারাআ সিরীয় অধিকারকর্মীদের সঙ্গে বৈঠক করলেও আবদোকে আমন্ত্রণ জানানো হয়নি। যদি সুযোগ পেতেন, তিনি প্রেসিডেন্টকে বলতেন—‘আপনি আমাদের হয়ে কথা বলার কথা, আমাদের অধিকারের রক্ষক হওয়ার কথা, অথচ আপনি উল্টো কাজ করছেন।’

গত বছর দীর্ঘদিনের স্বৈরশাসক বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে সরিয়ে সিরিয়ার নেতৃত্বে আসেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমাদ আল-শারাআ। নতুন অধ্যায়ে তিনি মানবাধিকার রক্ষার অঙ্গীকার করেন এবং ইউরোপ-আমেরিকার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের উদ্যোগ নেন। কিন্তু এসব প্রতিশ্রুতির পেছনে এক ভয়াবহ বাস্তবতা লুকিয়ে আছে। সিএনএন জানিয়েছে, একজন কুখ্যাত কমান্ডারকে তিনি সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্বে বসিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়—সাইফ বোলাদ আবু বকর নামের ওই কমান্ডারের নেতৃত্বাধীন হামজা ডিভিশনের বিরুদ্ধে অপহরণ, যৌন নির্যাতন ও নির্যাতনের অভিযোগে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।
সিএনএনের এক অনুসন্ধানী প্রতিবেদনে ভিডিও, ছবি এবং ভুক্তভোগীদের সাক্ষাৎকারের মাধ্যমে বোলাদের অধীনে সংঘটিত নারকীয় নির্যাতনের নতুন প্রমাণ তুলে ধরা হয়েছে। তিনি বর্তমানে সিরিয়ার সবচেয়ে জনবহুল প্রদেশ আলেপ্পোর একটি সামরিক ইউনিটের নেতৃত্ব দিচ্ছেন।
২৯ বছর বয়সী সিরীয় অধিকারকর্মী লনজিন আবদো বলেন, ‘এই নিয়োগ আমাদের যন্ত্রণার প্রতি এক নির্মম অবহেলা।’ হামজা ডিভিশনের হাতে তিনি ও তাঁর বোন দুজনই অপহরণ ও নির্যাতনের শিকার হন। দীর্ঘ তিন বছর ধরে একের পর এক গোপন বন্দিশালায় ঘুরে বেড়ানো তাঁদের জীবন ছিল ক্ষুধা, নিপীড়ন আর ভয়াবহ অপমানের এক দৃষ্টান্ত।
আবদোর ভাষ্যমতে, তাঁদের ধরে নিয়ে যাওয়া হয় ২০১৮ সালে আফরিন শহর থেকে। তুরস্ক-সমর্থিত সিরিয়ান ন্যাশনাল অ্যালায়েন্স (এসএনএ) ওই সময় কুর্দি অধ্যুষিত এলাকায় অভিযান চালাচ্ছিল। অপহৃত হওয়ার পর সাত মাস হুওয়ার কিলিসের ঘাঁটিতে এককভাবে বন্দী ছিলেন আবদো। পরে তাঁকে বিভিন্ন গোপন বন্দিশালায় স্থানান্তর করা হয়। এসব বন্দীশালায় ছিল তাঁর ছোট বোন, আরও কয়েক নারী এবং দুটি শিশু।
সাক্ষাৎকারে আবদো বলেন, ‘আমাদের খাবারে থাকত পোকা, টয়লেট ঘিঞ্জি আর অন্ধকার, গায়ে জোঁক, বিছানায় উকুন আর চিকিৎসাহীনতায় শিশুরা অসুস্থ হয়ে পড়ত।’ তাঁরা দিনে দিনে বেঁচে থাকার আশা হারিয়ে ফেলেছিল। অনেক নারী আত্মহত্যার চেষ্টাও করে।
একাধিক ভুক্তভোগী জানিয়েছেন, এই নির্যাতনের মূল হোতা সাইফ বোলাদ নিজেই বেশ কয়েকবার ওই বন্দীশালায় গিয়েছিলেন এবং অধীনস্থদের নির্যাতন চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছিলেন।
ইউরোপীয় ইউনিয়ন গত মে মাসে বোলাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে এবং তাঁকে আলাওয়ি সম্প্রদায়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে অভিযুক্ত করে।
এদিকে, নির্যাতনের শিকার আবদো বর্তমানে ফ্রান্সে অবস্থান করছেন। তিনি ‘লেলুন’ নামে একটি সংগঠন গড়ে তুলেছেন, যা অপহৃত সিরীয় নারীদের সহায়তা প্রদান করে। তাঁর সংগ্রাম থেমে নেই। তিনি চান, যারা নির্যাতনের নেতৃত্ব দিয়েছে, তারা যেন ন্যায়বিচারের মুখোমুখি হয়।
২০২০ সালের ডিসেম্বরে তিনি মুক্তি পান আবদো। মুক্তির পরও নির্যাতনের স্মৃতি তাঁকে তাড়া করে বেড়ায়। ২০২২ সালে জেলখানায় ধারণ করা ভিডিও ও চুলের ছবি পাঠিয়ে তাঁকে হুমকিও দেওয়া হয়েছিল।
সিরিয়ার নতুন সেনা কাঠামোতে আরও কয়েকজন অভিযুক্ত কমান্ডার আছেন—যেমন মোহাম্মদ হুসেইন আল-জাসিম (আবু আমশা) ও আহমাদ ইহসান ফায়াদ আল-হায়েস। তাঁরা এখন যথাক্রমে হামা ও সিরিয়ার পূর্বাঞ্চলে দায়িত্বপ্রাপ্ত। এদের বিরুদ্ধেও অপহরণ, চাঁদাবাজি ও হত্যার অভিযোগ আছে।

মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ ব্রায়ান কার্টার বলেছেন, ‘আল-শারাআ এমন এক রাজনৈতিক ভারসাম্য রক্ষা করতে চাচ্ছেন, যেখানে এই মিলিশিয়াগুলোকে বাইরে রাখলে নতুন সংঘর্ষের সম্ভাবনা তৈরি হতো।’
তবে যারা নির্যাতনের শিকার, তাঁদের কাছে এসব ব্যাখ্যার কোনো মূল্য নেই। আবদো বলেন, ‘এই সব নির্যাতনকারী যখন ক্ষমতায় আসে, তখন আমাদের মনে হয়, আমাদের কষ্ট কেউই বুঝছে না। আমরা সেই দেশে আর ফিরতে পারি না, যেখানে আমাদের নির্যাতকেরা এখন শাসক হয়ে গেছে।’
প্যারিস সফরে গিয়ে আল-শারাআ সিরীয় অধিকারকর্মীদের সঙ্গে বৈঠক করলেও আবদোকে আমন্ত্রণ জানানো হয়নি। যদি সুযোগ পেতেন, তিনি প্রেসিডেন্টকে বলতেন—‘আপনি আমাদের হয়ে কথা বলার কথা, আমাদের অধিকারের রক্ষক হওয়ার কথা, অথচ আপনি উল্টো কাজ করছেন।’

বিশ্বমঞ্চে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলকে পৌঁছেছে ভারতের অর্থনীতি। দেশটির সরকারের বার্ষিক অর্থনৈতিক পর্যালোচনা অনুযায়ী, মোট দেশজ উৎপাদন (জিডিপি) বিবেচনায় ভারত জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। বর্তমানে ভারতের জিডিপির আকার দাঁড়িয়েছে প্রায় ৪.১৮ ট্রিলিয়ন মার্কিন ডলার।
১৬ মিনিট আগে
তলানিতে নামা জন্মহার টেনে তুলতে এবার এক বিচিত্র কৌশল নিয়েছে চীনা সরকার। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে দেশটিতে কনডমসহ সব ধরনের জন্মনিয়ন্ত্রণসামগ্রীর ওপর ১৩ শতাংশ বিক্রয় কর বা ভ্যাট কার্যকর করা হয়েছে। বিপরীতে, শিশুর যত্ন, বিবাহসংক্রান্ত ও বয়স্কদের সেবাকে ভ্যাটমুক্ত ঘোষণা করেছে বেইজিং।
২৮ মিনিট আগে
সুইজারল্যান্ডের অভিজাত স্কি রিসোর্ট ক্র্যান-মন্টানায় থার্টিফার্স্ট নাইটের এক জনাকীর্ণ বারে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১০০ জন। আজ বৃহস্পতিবার সুইজারল্যান্ড পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ–আইপিএলে বাংলাদেশে ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমানকে দলে ভেড়ানোর কারণে বলিউড অভিনেতা ও কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানকে গাদ্দার বা দেশদ্রোহী বলে আখ্যা দিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক নেতা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে