অনলাইন ডেস্ক
গত বছর দীর্ঘদিনের স্বৈরশাসক বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে সরিয়ে সিরিয়ার নেতৃত্বে আসেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমাদ আল-শারাআ। নতুন অধ্যায়ে তিনি মানবাধিকার রক্ষার অঙ্গীকার করেন এবং ইউরোপ-আমেরিকার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের উদ্যোগ নেন। কিন্তু এসব প্রতিশ্রুতির পেছনে এক ভয়াবহ বাস্তবতা লুকিয়ে আছে। সিএনএন জানিয়েছে, একজন কুখ্যাত কমান্ডারকে তিনি সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্বে বসিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়—সাইফ বোলাদ আবু বকর নামের ওই কমান্ডারের নেতৃত্বাধীন হামজা ডিভিশনের বিরুদ্ধে অপহরণ, যৌন নির্যাতন ও নির্যাতনের অভিযোগে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।
সিএনএনের এক অনুসন্ধানী প্রতিবেদনে ভিডিও, ছবি এবং ভুক্তভোগীদের সাক্ষাৎকারের মাধ্যমে বোলাদের অধীনে সংঘটিত নারকীয় নির্যাতনের নতুন প্রমাণ তুলে ধরা হয়েছে। তিনি বর্তমানে সিরিয়ার সবচেয়ে জনবহুল প্রদেশ আলেপ্পোর একটি সামরিক ইউনিটের নেতৃত্ব দিচ্ছেন।
২৯ বছর বয়সী সিরীয় অধিকারকর্মী লনজিন আবদো বলেন, ‘এই নিয়োগ আমাদের যন্ত্রণার প্রতি এক নির্মম অবহেলা।’ হামজা ডিভিশনের হাতে তিনি ও তাঁর বোন দুজনই অপহরণ ও নির্যাতনের শিকার হন। দীর্ঘ তিন বছর ধরে একের পর এক গোপন বন্দিশালায় ঘুরে বেড়ানো তাঁদের জীবন ছিল ক্ষুধা, নিপীড়ন আর ভয়াবহ অপমানের এক দৃষ্টান্ত।
আবদোর ভাষ্যমতে, তাঁদের ধরে নিয়ে যাওয়া হয় ২০১৮ সালে আফরিন শহর থেকে। তুরস্ক-সমর্থিত সিরিয়ান ন্যাশনাল অ্যালায়েন্স (এসএনএ) ওই সময় কুর্দি অধ্যুষিত এলাকায় অভিযান চালাচ্ছিল। অপহৃত হওয়ার পর সাত মাস হুওয়ার কিলিসের ঘাঁটিতে এককভাবে বন্দী ছিলেন আবদো। পরে তাঁকে বিভিন্ন গোপন বন্দিশালায় স্থানান্তর করা হয়। এসব বন্দীশালায় ছিল তাঁর ছোট বোন, আরও কয়েক নারী এবং দুটি শিশু।
সাক্ষাৎকারে আবদো বলেন, ‘আমাদের খাবারে থাকত পোকা, টয়লেট ঘিঞ্জি আর অন্ধকার, গায়ে জোঁক, বিছানায় উকুন আর চিকিৎসাহীনতায় শিশুরা অসুস্থ হয়ে পড়ত।’ তাঁরা দিনে দিনে বেঁচে থাকার আশা হারিয়ে ফেলেছিল। অনেক নারী আত্মহত্যার চেষ্টাও করে।
একাধিক ভুক্তভোগী জানিয়েছেন, এই নির্যাতনের মূল হোতা সাইফ বোলাদ নিজেই বেশ কয়েকবার ওই বন্দীশালায় গিয়েছিলেন এবং অধীনস্থদের নির্যাতন চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছিলেন।
ইউরোপীয় ইউনিয়ন গত মে মাসে বোলাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে এবং তাঁকে আলাওয়ি সম্প্রদায়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে অভিযুক্ত করে।
এদিকে, নির্যাতনের শিকার আবদো বর্তমানে ফ্রান্সে অবস্থান করছেন। তিনি ‘লেলুন’ নামে একটি সংগঠন গড়ে তুলেছেন, যা অপহৃত সিরীয় নারীদের সহায়তা প্রদান করে। তাঁর সংগ্রাম থেমে নেই। তিনি চান, যারা নির্যাতনের নেতৃত্ব দিয়েছে, তারা যেন ন্যায়বিচারের মুখোমুখি হয়।
২০২০ সালের ডিসেম্বরে তিনি মুক্তি পান আবদো। মুক্তির পরও নির্যাতনের স্মৃতি তাঁকে তাড়া করে বেড়ায়। ২০২২ সালে জেলখানায় ধারণ করা ভিডিও ও চুলের ছবি পাঠিয়ে তাঁকে হুমকিও দেওয়া হয়েছিল।
সিরিয়ার নতুন সেনা কাঠামোতে আরও কয়েকজন অভিযুক্ত কমান্ডার আছেন—যেমন মোহাম্মদ হুসেইন আল-জাসিম (আবু আমশা) ও আহমাদ ইহসান ফায়াদ আল-হায়েস। তাঁরা এখন যথাক্রমে হামা ও সিরিয়ার পূর্বাঞ্চলে দায়িত্বপ্রাপ্ত। এদের বিরুদ্ধেও অপহরণ, চাঁদাবাজি ও হত্যার অভিযোগ আছে।
মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ ব্রায়ান কার্টার বলেছেন, ‘আল-শারাআ এমন এক রাজনৈতিক ভারসাম্য রক্ষা করতে চাচ্ছেন, যেখানে এই মিলিশিয়াগুলোকে বাইরে রাখলে নতুন সংঘর্ষের সম্ভাবনা তৈরি হতো।’
তবে যারা নির্যাতনের শিকার, তাঁদের কাছে এসব ব্যাখ্যার কোনো মূল্য নেই। আবদো বলেন, ‘এই সব নির্যাতনকারী যখন ক্ষমতায় আসে, তখন আমাদের মনে হয়, আমাদের কষ্ট কেউই বুঝছে না। আমরা সেই দেশে আর ফিরতে পারি না, যেখানে আমাদের নির্যাতকেরা এখন শাসক হয়ে গেছে।’
প্যারিস সফরে গিয়ে আল-শারাআ সিরীয় অধিকারকর্মীদের সঙ্গে বৈঠক করলেও আবদোকে আমন্ত্রণ জানানো হয়নি। যদি সুযোগ পেতেন, তিনি প্রেসিডেন্টকে বলতেন—‘আপনি আমাদের হয়ে কথা বলার কথা, আমাদের অধিকারের রক্ষক হওয়ার কথা, অথচ আপনি উল্টো কাজ করছেন।’
গত বছর দীর্ঘদিনের স্বৈরশাসক বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে সরিয়ে সিরিয়ার নেতৃত্বে আসেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমাদ আল-শারাআ। নতুন অধ্যায়ে তিনি মানবাধিকার রক্ষার অঙ্গীকার করেন এবং ইউরোপ-আমেরিকার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের উদ্যোগ নেন। কিন্তু এসব প্রতিশ্রুতির পেছনে এক ভয়াবহ বাস্তবতা লুকিয়ে আছে। সিএনএন জানিয়েছে, একজন কুখ্যাত কমান্ডারকে তিনি সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্বে বসিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়—সাইফ বোলাদ আবু বকর নামের ওই কমান্ডারের নেতৃত্বাধীন হামজা ডিভিশনের বিরুদ্ধে অপহরণ, যৌন নির্যাতন ও নির্যাতনের অভিযোগে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।
সিএনএনের এক অনুসন্ধানী প্রতিবেদনে ভিডিও, ছবি এবং ভুক্তভোগীদের সাক্ষাৎকারের মাধ্যমে বোলাদের অধীনে সংঘটিত নারকীয় নির্যাতনের নতুন প্রমাণ তুলে ধরা হয়েছে। তিনি বর্তমানে সিরিয়ার সবচেয়ে জনবহুল প্রদেশ আলেপ্পোর একটি সামরিক ইউনিটের নেতৃত্ব দিচ্ছেন।
২৯ বছর বয়সী সিরীয় অধিকারকর্মী লনজিন আবদো বলেন, ‘এই নিয়োগ আমাদের যন্ত্রণার প্রতি এক নির্মম অবহেলা।’ হামজা ডিভিশনের হাতে তিনি ও তাঁর বোন দুজনই অপহরণ ও নির্যাতনের শিকার হন। দীর্ঘ তিন বছর ধরে একের পর এক গোপন বন্দিশালায় ঘুরে বেড়ানো তাঁদের জীবন ছিল ক্ষুধা, নিপীড়ন আর ভয়াবহ অপমানের এক দৃষ্টান্ত।
আবদোর ভাষ্যমতে, তাঁদের ধরে নিয়ে যাওয়া হয় ২০১৮ সালে আফরিন শহর থেকে। তুরস্ক-সমর্থিত সিরিয়ান ন্যাশনাল অ্যালায়েন্স (এসএনএ) ওই সময় কুর্দি অধ্যুষিত এলাকায় অভিযান চালাচ্ছিল। অপহৃত হওয়ার পর সাত মাস হুওয়ার কিলিসের ঘাঁটিতে এককভাবে বন্দী ছিলেন আবদো। পরে তাঁকে বিভিন্ন গোপন বন্দিশালায় স্থানান্তর করা হয়। এসব বন্দীশালায় ছিল তাঁর ছোট বোন, আরও কয়েক নারী এবং দুটি শিশু।
সাক্ষাৎকারে আবদো বলেন, ‘আমাদের খাবারে থাকত পোকা, টয়লেট ঘিঞ্জি আর অন্ধকার, গায়ে জোঁক, বিছানায় উকুন আর চিকিৎসাহীনতায় শিশুরা অসুস্থ হয়ে পড়ত।’ তাঁরা দিনে দিনে বেঁচে থাকার আশা হারিয়ে ফেলেছিল। অনেক নারী আত্মহত্যার চেষ্টাও করে।
একাধিক ভুক্তভোগী জানিয়েছেন, এই নির্যাতনের মূল হোতা সাইফ বোলাদ নিজেই বেশ কয়েকবার ওই বন্দীশালায় গিয়েছিলেন এবং অধীনস্থদের নির্যাতন চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছিলেন।
ইউরোপীয় ইউনিয়ন গত মে মাসে বোলাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে এবং তাঁকে আলাওয়ি সম্প্রদায়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে অভিযুক্ত করে।
এদিকে, নির্যাতনের শিকার আবদো বর্তমানে ফ্রান্সে অবস্থান করছেন। তিনি ‘লেলুন’ নামে একটি সংগঠন গড়ে তুলেছেন, যা অপহৃত সিরীয় নারীদের সহায়তা প্রদান করে। তাঁর সংগ্রাম থেমে নেই। তিনি চান, যারা নির্যাতনের নেতৃত্ব দিয়েছে, তারা যেন ন্যায়বিচারের মুখোমুখি হয়।
২০২০ সালের ডিসেম্বরে তিনি মুক্তি পান আবদো। মুক্তির পরও নির্যাতনের স্মৃতি তাঁকে তাড়া করে বেড়ায়। ২০২২ সালে জেলখানায় ধারণ করা ভিডিও ও চুলের ছবি পাঠিয়ে তাঁকে হুমকিও দেওয়া হয়েছিল।
সিরিয়ার নতুন সেনা কাঠামোতে আরও কয়েকজন অভিযুক্ত কমান্ডার আছেন—যেমন মোহাম্মদ হুসেইন আল-জাসিম (আবু আমশা) ও আহমাদ ইহসান ফায়াদ আল-হায়েস। তাঁরা এখন যথাক্রমে হামা ও সিরিয়ার পূর্বাঞ্চলে দায়িত্বপ্রাপ্ত। এদের বিরুদ্ধেও অপহরণ, চাঁদাবাজি ও হত্যার অভিযোগ আছে।
মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ ব্রায়ান কার্টার বলেছেন, ‘আল-শারাআ এমন এক রাজনৈতিক ভারসাম্য রক্ষা করতে চাচ্ছেন, যেখানে এই মিলিশিয়াগুলোকে বাইরে রাখলে নতুন সংঘর্ষের সম্ভাবনা তৈরি হতো।’
তবে যারা নির্যাতনের শিকার, তাঁদের কাছে এসব ব্যাখ্যার কোনো মূল্য নেই। আবদো বলেন, ‘এই সব নির্যাতনকারী যখন ক্ষমতায় আসে, তখন আমাদের মনে হয়, আমাদের কষ্ট কেউই বুঝছে না। আমরা সেই দেশে আর ফিরতে পারি না, যেখানে আমাদের নির্যাতকেরা এখন শাসক হয়ে গেছে।’
প্যারিস সফরে গিয়ে আল-শারাআ সিরীয় অধিকারকর্মীদের সঙ্গে বৈঠক করলেও আবদোকে আমন্ত্রণ জানানো হয়নি। যদি সুযোগ পেতেন, তিনি প্রেসিডেন্টকে বলতেন—‘আপনি আমাদের হয়ে কথা বলার কথা, আমাদের অধিকারের রক্ষক হওয়ার কথা, অথচ আপনি উল্টো কাজ করছেন।’
২০২৫ সালের প্রথম পাঁচ মাসেই ভারতীয় নাগরিকেরা অনলাইন প্রতারণায় প্রায় ৮২০ মিলিয়ন ডলার (প্রায় ৯ হাজার ৯৭০ কোটি টাকা) হারিয়েছেন বলে জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিবেদনের বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।
৪৩ মিনিট আগেদক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের গভীর অরণ্যে একটি গুহায় বহু বছর ধরে দুই ছোট কন্যাসন্তানকে নিয়ে বসবাস করছিলেন এক রুশ নারী। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ওই নারীর ভারতে ভ্রমণের নথি অনেক আগে মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে।
২ ঘণ্টা আগেনাকামোতো ২০০৮ সালে বিটকয়েনের শ্বেতপত্র প্রকাশ করেন এবং ২০০৯ সালে প্রথম বিটকয়েন ব্লক মাইন করেন। কিন্তু ২০১১ সালের পর তিনি ইন্টারনেট থেকে হঠাৎ উধাও হয়ে যান। তাঁর পরিচয় আজও রহস্যে ঘেরা। কেউ জানে না তিনি একা একজন ব্যক্তি, নাকি একাধিক ব্যক্তির একটি দল।
২ ঘণ্টা আগেএক অভূতপূর্ব তথ্য ফাঁসের ঘটনায় ব্রিটিশ সেনাবাহিনী হাজার হাজার আফগান নাগরিকের জীবনকে বিপন্ন করে তুলেছিল। এই তথ্য ফাঁসের পর বিষয়টি আড়াল করতে যুক্তরাজ্য সরকার একটি কঠোর ও দীর্ঘস্থায়ী সুপার ইনজাংশনও ব্যবহার করে।
৩ ঘণ্টা আগে