Ajker Patrika

রাফাহে ইসরায়েলি হামলায় নিহত ১০, বেশির ভাগই শিশু

আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ১১: ৪৮
রাফাহে ইসরায়েলি হামলায় নিহত ১০, বেশির ভাগই শিশু

অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে প্রায় সাত মাস ধরে অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আন্তর্জাতিক মহলের হুঁশিয়ারির পরও গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফাহে অভিযান চালাতে দৃঢ়প্রতিজ্ঞ দেশটি। গত শুক্রবারও ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ছয়জনই শিশু বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

গাজার সিভিল ডিফেন্সের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল শনিবার রাফাহর পশ্চিমাঞ্চলীয় তাল আস-সুলতান এলাকায় ভয়াবহ হামলায় নিহতদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। আল-নাজ্জার হাসপাতালের মর্গে সাদা কাফনে ঢাকা শিশুদের লাশ জড়িয়ে ধরে স্বজনদের আহাজারি করতে দেখা যায়। 

শোকার্ত এক বৃদ্ধা নাতির লাশ জড়িয়ে ধরে বলেন, ‘আমার স্নেহের হামজা। তোমার চুল কী সুন্দর দেখাচ্ছে।’ 

নিহতদের মধ্যে আবদেল–ফাত্তাহ সোভি রাদওয়ান, তাঁর স্ত্রী নাজলা আহমেদ আওয়েদাহ এবং তাঁদের তিন সন্তান রয়েছে বলে জানিয়েছেন তাঁর শ্যালক আহমেদ বারহুম। এই হামলায় বারহুম তাঁর স্ত্রী রাওয়ান রাদওয়ান এবং তাদের পাঁচ বছরের মেয়ে আলাকে হারিয়েছেন।

শিশু আলার মৃতদেহ কোলে নিয়ে কান্নারত বারহুম বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, ‘এই পৃথিবী মানবিক মূল্যবোধ নৈতিকতাবিহীন হয়ে পড়েছে। তারা বাস্তুচ্যুত নারী ও শিশুদের আশ্রয় নেওয়া বাড়িতে বোমা হামলা চালায়। এতে শুধু নারী ও শিশু নিহত হয়েছে।’

আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ বলেন, আল-নাজ্জার হাসপাতাল থেকে মৃতদেহ শেষ দাফন পর্যন্ত স্থানান্তরের দৃশ্য ছিল হৃদয়বিদারক। ‘রক্তে ভেজা সাদা চাদরে মোড়া অধিকাংশই ছিল শিশু...’। হাসপাতালের এক চিকিৎসক বলেছেন, রক্তস্নাত শিশুদের গায়ে গভীর ক্ষত ছিল। 

হানি মাহমুদ আরও বলেন, ‘তাদের শরীর এমনভাবে পুড়ে গিয়েছিল যে জীবিত অবস্থায় হাসপাতালে আনা হলেও তাদের বাঁচানো সম্ভব হতো না। বর্তমান পরিস্থিতিতে কোনোভাবেই এমন আঘাতের চিকিৎসা সম্ভব না।’

আল জাজিরার সংবাদদাতারা জানিয়েছেন, গতকাল শনিবারও ইসরায়েলি সামরিক বাহিনী শহরটিতে হামলা অব্যাহত রেখেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

এলাকার খবর
Loading...