Ajker Patrika

গাজায় বিস্ফোরণে উড়ে গেল ইসরায়েলের সাঁজোয়া যান, ৭ সেনা নিহত

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৫ জুন ২০২৫, ০৯: ৫৯
গাজায় যুদ্ধরত ইসরায়েলি সেনারা। ছবি: সংগৃহীত
গাজায় যুদ্ধরত ইসরায়েলি সেনারা। ছবি: সংগৃহীত

ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, গাজা উপত্যকার খান ইউনিসে এক বিস্ফোরণের ঘটনায় কমব্যাট ইঞ্জিনিয়ারিং কোরের সাত সৈন্য নিহত হয়েছে। আজ বুধবার এক বিবৃতিতে আইডিএফ নিহতদের মধ্যে ছয়জনের নাম প্রকাশ করেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

নিহতরা হলো—লেফটেন্যান্ট মাতান শাই ইয়াশিনোভস্কি, স্টাফ সার্জেন্ট রোনেল বেন-মোশে, স্টাফ সার্জেন্ট নিভ রাডিয়া, সার্জেন্ট রোনেন শাপিরো, সার্জেন্ট শাহার মানোয়াভ ও সার্জেন্ট মায়ান বারুচ পার্লস্টাইন।

গতকাল মঙ্গলবার গাজার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। সে সময় একটি রিপোর্ট আসে, যেখানে বলা হয় ৬০৫তম ব্যাটালিয়নের সৈন্যদের বহনকারী একটি ‘পিউমা’ সাঁজোয়া যান বিস্ফোরণের শিকার হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, এক হামলাকারী ওই সাঁজোয়া যানে বিস্ফোরক স্থাপন করতে সক্ষম হয়।

বিস্ফোরণের পর আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী যৌথভাবে কাজ করে। একটি ডি-৯ বুলডোজারের মাধ্যমে যানটি বালু দিয়ে ঢেকে সেটিকে গাজা থেকে ইসরায়েলে ফিরিয়ে আনা হয়। এর আগে একই দিন বিকেল ৪টা ২৫ মিনিটে খান ইউনিসে আইডিএফের সেনাদের সঙ্গে হামাসের বন্দুকযুদ্ধ হয় বলে আইডিএফ জানায়।

সেই সংঘর্ষে ৬০৫তম ব্যাটালিয়নের একটি ইউনিট, যা ৫১তম ব্যাটালিয়নের কমব্যাট টিমের অংশ ছিল, তারা হামাসের অ্যান্টি-ট্যাংক হামলার শিকার হয়। এতে দুজন সেনা আহত হয়—এর মধ্যে একজনের অবস্থা গুরুতর, অন্যজনের অবস্থা সামান্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আপু’ বলায় খেপলেন ইউএনও

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত