
ইসরায়েলের সীমান্তবর্তী শহর কিরয়াত শামোনায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় দুজন নিহত হয়েছেন। গতকাল বুধবার এই হামলা চালায় হিজবুল্লাহ। এদিকে, লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে ব্যাপক বিমান ও স্থল হামলা চালিয়েছে ইসরায়েল।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল লেবাননে স্থল অভিযান শুরুর পর এই প্রথম হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি প্রাণহানির ঘটনা ঘটল। এর আগে, ইসরায়েলি বন্দরনগরী হাইফাকে লক্ষ্য করে চালানো হিজবুল্লাহর হামলায় পাঁচজন গুরুতর আহত হয়েছিল।
হিজবুল্লাহ এই হামলার দায় স্বীকার করে জানিয়েছে, তারা গতকাল বুধবার বিকেলে ইসরায়েলের গ্যালিলি উপত্যকায় অবস্থিত কিরয়াত শামোনায় ‘শত্রুর অবস্থান’ লক্ষ্য করে হামলা চালিয়েছিল। ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, হিজবুল্লাহ আনুমানিক ২০টি রকেটের সাহায্যে এই হামলা চালিয়েছিল।
এই হামলায় নিহত হওয়া দুই ইসরায়েলি হলেন রেভিতাল ইয়াহুদ (৪৫) ও দাভির শারভিত (৪৩)। হিজবুল্লাহ যখন হামলা চালায়, তখন এই যুগল তাঁদের কুকুর নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন। ঠিক এই সময়ই হামলা শুরু হয়। ঠিক সময়মতো আশ্রয়কেন্দ্রে পৌঁছাতে না পেরে তারা হিজবুল্লাহর হামলায় নিহত হন।
এর আগে, চলতি বছরের জুলাইয়ে হিজবুল্লাহর হামলায় মাজদাল শামসের একটি পার্কে খেলতে থাকা ১২ শিশু এবং কিরয়াত শামোনার কাছে কিবুতজ হাগোশরিমে এক ব্যক্তি নিহত হন। গত বছরের ৮ অক্টোবর থেকে হিজবুল্লাহ হামাসের সমর্থনে ইসরায়েলে হামলা চালানো শুরু করার পর থেকে এখন পর্যন্ত ২৮ ইসরায়েলি বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
চলতি বছরের সেপ্টেম্বরের ২৩ তারিখে ইসরায়েল লেবাননে হিজবুল্লাহবিরোধী অভিযান শুরু করে। এর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলে ৩ হাজারের বেশি রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। তবে গত বছরের অক্টোবর থেকে শুরু করা হামলার কারণে ইসরায়েলের অন্তত ৬০ হাজার মানুষ নিজ বাড়ি থেকে সরে গেছে।
এদিকে, দক্ষিণ লেবাননে ইসরায়েল হিজবুল্লাহর সঙ্গে তীব্র সংঘর্ষে লিপ্ত হয়েছে। ইসরায়েলি পদাতিক ও গোলন্দাজ বাহিনী বিমানবাহিনীর সহায়তায় অভিযান পরিচালনা করছে। সর্বশেষ খবর অনুসারে, আইডিএফ জানিয়েছে, হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

ইসরায়েলের সীমান্তবর্তী শহর কিরয়াত শামোনায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় দুজন নিহত হয়েছেন। গতকাল বুধবার এই হামলা চালায় হিজবুল্লাহ। এদিকে, লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে ব্যাপক বিমান ও স্থল হামলা চালিয়েছে ইসরায়েল।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল লেবাননে স্থল অভিযান শুরুর পর এই প্রথম হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি প্রাণহানির ঘটনা ঘটল। এর আগে, ইসরায়েলি বন্দরনগরী হাইফাকে লক্ষ্য করে চালানো হিজবুল্লাহর হামলায় পাঁচজন গুরুতর আহত হয়েছিল।
হিজবুল্লাহ এই হামলার দায় স্বীকার করে জানিয়েছে, তারা গতকাল বুধবার বিকেলে ইসরায়েলের গ্যালিলি উপত্যকায় অবস্থিত কিরয়াত শামোনায় ‘শত্রুর অবস্থান’ লক্ষ্য করে হামলা চালিয়েছিল। ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, হিজবুল্লাহ আনুমানিক ২০টি রকেটের সাহায্যে এই হামলা চালিয়েছিল।
এই হামলায় নিহত হওয়া দুই ইসরায়েলি হলেন রেভিতাল ইয়াহুদ (৪৫) ও দাভির শারভিত (৪৩)। হিজবুল্লাহ যখন হামলা চালায়, তখন এই যুগল তাঁদের কুকুর নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন। ঠিক এই সময়ই হামলা শুরু হয়। ঠিক সময়মতো আশ্রয়কেন্দ্রে পৌঁছাতে না পেরে তারা হিজবুল্লাহর হামলায় নিহত হন।
এর আগে, চলতি বছরের জুলাইয়ে হিজবুল্লাহর হামলায় মাজদাল শামসের একটি পার্কে খেলতে থাকা ১২ শিশু এবং কিরয়াত শামোনার কাছে কিবুতজ হাগোশরিমে এক ব্যক্তি নিহত হন। গত বছরের ৮ অক্টোবর থেকে হিজবুল্লাহ হামাসের সমর্থনে ইসরায়েলে হামলা চালানো শুরু করার পর থেকে এখন পর্যন্ত ২৮ ইসরায়েলি বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
চলতি বছরের সেপ্টেম্বরের ২৩ তারিখে ইসরায়েল লেবাননে হিজবুল্লাহবিরোধী অভিযান শুরু করে। এর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলে ৩ হাজারের বেশি রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। তবে গত বছরের অক্টোবর থেকে শুরু করা হামলার কারণে ইসরায়েলের অন্তত ৬০ হাজার মানুষ নিজ বাড়ি থেকে সরে গেছে।
এদিকে, দক্ষিণ লেবাননে ইসরায়েল হিজবুল্লাহর সঙ্গে তীব্র সংঘর্ষে লিপ্ত হয়েছে। ইসরায়েলি পদাতিক ও গোলন্দাজ বাহিনী বিমানবাহিনীর সহায়তায় অভিযান পরিচালনা করছে। সর্বশেষ খবর অনুসারে, আইডিএফ জানিয়েছে, হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ চাবাহার বন্দর নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। ট্রাম্প প্রশাসনের কড়া নিষেধাজ্ঞা এবং ইরানের সঙ্গে ব্যবসা-বাণিজ্যে জড়িত দেশগুলোর ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকির মুখে চাবাহার প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে।
২ ঘণ্টা আগে
ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকা গাজায় ‘শান্তি’ আনতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘বোর্ড অব পিস’ গঠন করেছেন। গাজায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অংশ ছিল এই ‘বোর্ড অব পিস’। গতকাল শুক্রবার এক বিবৃতির মাধ্যমে এই পর্ষদের সদস্যদের নাম ঘোষণা করেছে হোয়াইট হাউস।
২ ঘণ্টা আগে
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘যদি কোনো দেশ গ্রিনল্যান্ড ইস্যুতে আমাদের সঙ্গে একমত না হয়, তবে আমি তাদের ওপর শুল্ক বসাতে পারি। কারণ, জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন।’ তবে কোন কোন দেশের ওপর এই শুল্ক আরোপ হতে পারে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
১৪ ঘণ্টা আগে
ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি দাবি করেছেন, দেশটিতে চলমান গণজাগরণ এখন একটি পূর্ণাঙ্গ বিপ্লবে রূপ নিয়েছে। আজ শুক্রবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের পতন হবেই—প্রশ্নটি এখন ‘হবে কি না’ তা নয়, বরং ‘কখন হবে’ তা নিয়ে।
১৪ ঘণ্টা আগে