
গাজায় হামাস-ইসরায়েলের তুমুল যুদ্ধের মধ্যে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা একটি মার্কিন সামরিক ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে। মার্কিন কর্মকর্তা এবং ইরান-সমন্বিত হুথি বিদ্রোহীদের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, হুথি বাহিনী ইয়েমেনের উপকূলে একটি এমকিউ৯ ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। হুথি সামরিক বাহিনীর একজন মুখপাত্রও বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত মাসে ইসরায়েলের দিকে ছোড়া হুথিদের ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং বেশ কয়েকটি ড্রোনকে বাধা দেয় মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ।
ইসরায়েল-গাজা যুদ্ধকে ঘিরে আঞ্চলিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র বিমানবাহী রণতরি, মেরিন এবং সাহায্যকারী জাহাজসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম মধ্যপ্রাচ্যে স্থানান্তরিত করেছে। এ ছাড়া ইয়েমেন ও ইসরায়েলের মধ্যে অবস্থিত লোহিত সাগরে সামরিক জাহাজে সেনাও মোতায়েন করেছে এই বিশ্ব পরাশক্তি।
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ইরান সমর্থিত এবং ২০১৪ সাল থেকে দেশটির সরকারের সঙ্গে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধে লিপ্ত। ইয়েমেন সরকারের সমর্থক আবার মধ্যপ্রাচ্যে ইরানের প্রতিদ্বন্দ্বী সৌদি আরব। তবে বর্তমানে তারা দেশটির সরকারের সমকক্ষ হয়ে উঠেছে।
এই অঞ্চলে ইরান-সমর্থিত আরেকটি গ্রুপ লেবাননের হিজবুল্লাহ। সংগঠনটির ডেপুটি লিডার এই সপ্তাহে বিবিসিকে বলেছেন, গাজায় ইসরায়েলের বেসামরিক হত্যার ফলে যুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।
শেখ নাইম কাসেম বলেছিলেন, ‘অত্যন্ত গুরুতর এবং খুব বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে এই অঞ্চলে এবং কেউ তা থামাতে পারবে না।’
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র গতকাল বুধবারও বলেছে, এটি পূর্ব সিরিয়ার একটি স্থাপনায় হামলা চালিয়েছে, যা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস এবং সহযোগী গোষ্ঠীগুলো ব্যবহার করত।
পেন্টাগনের একজন কর্মকর্তা বলেছেন, এটি সাম্প্রতিক সপ্তাহে ইরাক ও সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর হামলার দ্বিতীয় জবাব।
মার্কিন প্রতিরক্ষামূলক প্রচেষ্টার বিষয়ে সাংবাদিকদের ডেপুটি পেন্টাগন প্রেস সেক্রেটারি সাবরিনা সিং বলেছেন, ‘যদিও হামলা-আক্রমণ বাড়ছে, তবে আমাদের উদ্দেশ্য হলো এই সংঘাত যেন ইসরায়েলের বাইরেও বিস্তৃত না হয় তা নিশ্চিত করা।’
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়ার মনিটর বলেছে, যুক্তরাষ্ট্রের এই হামলায় সিরিয়ায় ইরান-সমর্থিত গোষ্ঠীর নয়জন নিহত হয়েছেন। তবে এ পরিসংখ্যান—যা যাচাই করা যায়নি।

গাজায় হামাস-ইসরায়েলের তুমুল যুদ্ধের মধ্যে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা একটি মার্কিন সামরিক ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে। মার্কিন কর্মকর্তা এবং ইরান-সমন্বিত হুথি বিদ্রোহীদের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, হুথি বাহিনী ইয়েমেনের উপকূলে একটি এমকিউ৯ ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। হুথি সামরিক বাহিনীর একজন মুখপাত্রও বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত মাসে ইসরায়েলের দিকে ছোড়া হুথিদের ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং বেশ কয়েকটি ড্রোনকে বাধা দেয় মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ।
ইসরায়েল-গাজা যুদ্ধকে ঘিরে আঞ্চলিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র বিমানবাহী রণতরি, মেরিন এবং সাহায্যকারী জাহাজসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম মধ্যপ্রাচ্যে স্থানান্তরিত করেছে। এ ছাড়া ইয়েমেন ও ইসরায়েলের মধ্যে অবস্থিত লোহিত সাগরে সামরিক জাহাজে সেনাও মোতায়েন করেছে এই বিশ্ব পরাশক্তি।
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ইরান সমর্থিত এবং ২০১৪ সাল থেকে দেশটির সরকারের সঙ্গে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধে লিপ্ত। ইয়েমেন সরকারের সমর্থক আবার মধ্যপ্রাচ্যে ইরানের প্রতিদ্বন্দ্বী সৌদি আরব। তবে বর্তমানে তারা দেশটির সরকারের সমকক্ষ হয়ে উঠেছে।
এই অঞ্চলে ইরান-সমর্থিত আরেকটি গ্রুপ লেবাননের হিজবুল্লাহ। সংগঠনটির ডেপুটি লিডার এই সপ্তাহে বিবিসিকে বলেছেন, গাজায় ইসরায়েলের বেসামরিক হত্যার ফলে যুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।
শেখ নাইম কাসেম বলেছিলেন, ‘অত্যন্ত গুরুতর এবং খুব বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে এই অঞ্চলে এবং কেউ তা থামাতে পারবে না।’
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র গতকাল বুধবারও বলেছে, এটি পূর্ব সিরিয়ার একটি স্থাপনায় হামলা চালিয়েছে, যা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস এবং সহযোগী গোষ্ঠীগুলো ব্যবহার করত।
পেন্টাগনের একজন কর্মকর্তা বলেছেন, এটি সাম্প্রতিক সপ্তাহে ইরাক ও সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর হামলার দ্বিতীয় জবাব।
মার্কিন প্রতিরক্ষামূলক প্রচেষ্টার বিষয়ে সাংবাদিকদের ডেপুটি পেন্টাগন প্রেস সেক্রেটারি সাবরিনা সিং বলেছেন, ‘যদিও হামলা-আক্রমণ বাড়ছে, তবে আমাদের উদ্দেশ্য হলো এই সংঘাত যেন ইসরায়েলের বাইরেও বিস্তৃত না হয় তা নিশ্চিত করা।’
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়ার মনিটর বলেছে, যুক্তরাষ্ট্রের এই হামলায় সিরিয়ায় ইরান-সমর্থিত গোষ্ঠীর নয়জন নিহত হয়েছেন। তবে এ পরিসংখ্যান—যা যাচাই করা যায়নি।

পাকিস্তানের একটি বিশেষ সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি) দেশটির আটজন সুপরিচিত সাংবাদিক, ইউটিউবার ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্লেষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থনে অনলাইন কর্মকাণ্ডের মাধ্যমে সন্ত্রাসবাদে উসকানি দেওয়ার অভিযোগে আজ শুক্রবার (২ জানুয়ারি) তাঁদের
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে সাম্প্রতিক মাসগুলোতে অন্তত পাঁচজন মার্কিন নাগরিককে আটক করেছে ভেনেজুয়েলার নিরাপত্তা বাহিনী। বিষয়টি সম্পর্কে অবগত একজন মার্কিন কর্মকর্তা সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে
গত দুই দশক ধরে মার-এ-লাগোতে নববর্ষের এই আয়োজন ট্রাম্পের একটি ঐতিহ্যে পরিণত হয়েছে। অতীতে মারথা স্টুয়ার্ট, সেরেনা উইলিয়ামস এবং টাইগার উডসের মতো তারকারা এখানে অংশ নিয়েছেন।
৩ ঘণ্টা আগে
ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসেবে টানা আটবার স্বীকৃতি পেয়েছে মধ্যপ্রদেশের ইন্দোর। তবে এবার এই পরিচ্ছন্ন শহরেই পানীয় জলের ভয়াবহ দূষণে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।
৩ ঘণ্টা আগে