
লেবাননে ইসরায়েলি হামলায় দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর নাতি আব্বাস আহমেদ হালিল নিহত হয়েছেন। সিরিয়ার রেডিও চ্যানেল ভয়েস অব দ্য ক্যাপিটালের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গতকাল রোববার ভয়েস অব দ্য ক্যাপিটাল জানায়, গত শনিবার লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর নেকুরায় হামলা চলায় ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী বা আইডিএফ। সেই হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর নাতি আব্বাস আহমেদ হালিল নিহত হন। এ ছাড়া গোষ্ঠীটির আরও দুই সদস্য নিহত হয়েছে বলেও জানিয়েছে ভয়েস অব দ্য ক্যাপিটাল।
তবে হিজবুল্লাহ বা আইডিএফ এখনো আনুষ্ঠানিকভাবে আব্বাস আহমেদ হালিলের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেনি। আইডিএফ কেবল জানিয়েছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় ৩ হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছে। আইডিএফ একটি গাড়িকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছিল।
হিজবুল্লাহ সংলগ্ন সংবাদপত্র আল-মানারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের কিলা গ্রামে আকাশপথে হামলা চালিয়েছিল। একইদিনে আইডিএফ আতিরুন ও বালিদা গ্রামেও গোলাবর্ষণ করেছে বলে জানিয়েছে সংবাদপত্রটি। এই দুটি গ্রাম ইসরায়েলের সীমান্ত সংলগ্ন।
এর আগে, গত মাসের ২৭ তারিখে লেবাননে আবারও হামলা চালায় ইসরায়েল। এই হামলায় দুজন নিহত হয়। জবাবে ইসরায়েলি সেনা ঘাঁটি লক্ষ্য করে অন্তত ৬০টি রকেট ছুড়ে হিজবুল্লাহ।
গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই হামাসের সঙ্গে সংহতি প্রকাশ করে হিজবুল্লাহ। তবে কখনোই হামাসের পক্ষ হয়ে সরাসরি যুদ্ধে নামার ঘোষণা দেয়নি গোষ্ঠীটি। ঘোষণা না দিলেও হিজবুল্লাহ ও ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে নিয়মিতই।

লেবাননে ইসরায়েলি হামলায় দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর নাতি আব্বাস আহমেদ হালিল নিহত হয়েছেন। সিরিয়ার রেডিও চ্যানেল ভয়েস অব দ্য ক্যাপিটালের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গতকাল রোববার ভয়েস অব দ্য ক্যাপিটাল জানায়, গত শনিবার লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর নেকুরায় হামলা চলায় ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী বা আইডিএফ। সেই হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর নাতি আব্বাস আহমেদ হালিল নিহত হন। এ ছাড়া গোষ্ঠীটির আরও দুই সদস্য নিহত হয়েছে বলেও জানিয়েছে ভয়েস অব দ্য ক্যাপিটাল।
তবে হিজবুল্লাহ বা আইডিএফ এখনো আনুষ্ঠানিকভাবে আব্বাস আহমেদ হালিলের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেনি। আইডিএফ কেবল জানিয়েছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় ৩ হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছে। আইডিএফ একটি গাড়িকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছিল।
হিজবুল্লাহ সংলগ্ন সংবাদপত্র আল-মানারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের কিলা গ্রামে আকাশপথে হামলা চালিয়েছিল। একইদিনে আইডিএফ আতিরুন ও বালিদা গ্রামেও গোলাবর্ষণ করেছে বলে জানিয়েছে সংবাদপত্রটি। এই দুটি গ্রাম ইসরায়েলের সীমান্ত সংলগ্ন।
এর আগে, গত মাসের ২৭ তারিখে লেবাননে আবারও হামলা চালায় ইসরায়েল। এই হামলায় দুজন নিহত হয়। জবাবে ইসরায়েলি সেনা ঘাঁটি লক্ষ্য করে অন্তত ৬০টি রকেট ছুড়ে হিজবুল্লাহ।
গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই হামাসের সঙ্গে সংহতি প্রকাশ করে হিজবুল্লাহ। তবে কখনোই হামাসের পক্ষ হয়ে সরাসরি যুদ্ধে নামার ঘোষণা দেয়নি গোষ্ঠীটি। ঘোষণা না দিলেও হিজবুল্লাহ ও ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে নিয়মিতই।

ইরানের রাজধানী তেহরানের ফরেনসিক ডায়াগনস্টিক অ্যান্ড ল্যাবরেটরি সেন্টারের একটি ভিডিওতে বিপুলসংখ্যক মরদেহ দেখা যাওয়ার দাবি ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। গত কয়েক দিনে সামাজিক মাধ্যমে ওই কেন্দ্র থেকে ধারণ করা অন্তত ছয়টি ভিডিও প্রকাশিত হয়েছে।
১১ মিনিট আগে
জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) সোমবার (১২ জানুয়ারি) গাম্বিয়া অভিযোগ করেছে, মিয়ানমার পরিকল্পিতভাবে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ধ্বংসের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এবং তাদের জীবনকে এক ভয়াবহ দুঃস্বপ্নে রূপ দিয়েছে।
২ ঘণ্টা আগে
ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে এক ছাত্রীকে খুব কাছ থেকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে একটি মানবাধিকার সংগঠন। নিহত ওই শিক্ষার্থীর নাম রুবিনা আমিনিয়ান। বয়স ২৩ বছর। তিনি তেহরানের শারিয়াতি কলেজের শিক্ষার্থী ছিলেন এবং টেক্সটাইল ও ফ্যাশন ডিজাইন বিষয়ে পড়াশোনা করছিলেন।
৩ ঘণ্টা আগে
সার্জিও গোর ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সারা বিশ্ব ভ্রমণ করেছি এবং আমি হলফ করে বলতে পারি যে, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর বন্ধুত্ব অত্যন্ত গভীর ও অকৃত্রিম। আমাদের দুই দেশ শুধু অভিন্ন স্বার্থেই নয়, বরং সর্বোচ্চ পর্যায়ের এক দৃঢ় সম্পর্কের...
৩ ঘণ্টা আগে