
ইসরায়েলি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ার দুজন সৈন্য নিহত হয়েছেন। এই হামলার পর দেশটির প্রধান বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সিরিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় রোববার দিবাগত রাত ২টার সময় দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশপাশের এলাকা লক্ষ্য করে ইসরায়েলের লেক টাইবেরিয়াসের দিক থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এতে দুজন সিরীয় সেনা নিহত হয়েছেন। এ ছাড়া আরও দুজন আহত হয়েছেন। বিমানবন্দরের কিছু অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। এ জন্য বিমানবন্দরের পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
এদিকে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, বিমানবন্দরে হামলার পাশাপাশি দামেস্কের দক্ষিণে একটি অস্ত্রের ডিপো লক্ষ্য করেও হামলা করেছে। এতে অন্তত চারজন নিহত হয়েছেন।
তবে এসব হামলার ব্যাপারে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এই হামলার পর এক বছরেরও কম সময়ের মধ্যে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম দ্বিতীয়বারের মতো বন্ধ করা হলো। এর আগে গত ১০ জুনে দামেস্ক বিমানবন্দরে হামলা করেছিল ইসরায়েলি বিমানবাহিনী। তখন রানওয়েসহ বেশ কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছিল। দুই সপ্তাহ পর বিমানবন্দরটি মেরামত করে পুনরায় চালু করা হয়েছিল।
এ ছাড়া গত সেপ্টেম্বরে আলেপ্পো শহরের আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলা করেছিল ইসরায়েলি বাহিনী। তখন কয়েক সপ্তাহ বন্ধ রাখা হয়েছিল বিমানবন্দরটি।
সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়া নিয়ন্ত্রিত অঞ্চলে শত শত বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তবে বেশির ভাগ হামলার কথা অস্বীকার করেছে তারা। কখনো কখনো ইসরায়েল বলেছে, তারা সিরিয়ার মিত্র ইরানের সশস্ত্র ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালায়। যেমন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীকে সমর্থন করার জন্য লেবাননের হিজবুল্লাহ হাজার হাজার যোদ্ধা পাঠিয়েছে, তাদের লক্ষ্য করে হামলা করেছে।

ইসরায়েলি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ার দুজন সৈন্য নিহত হয়েছেন। এই হামলার পর দেশটির প্রধান বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সিরিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় রোববার দিবাগত রাত ২টার সময় দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশপাশের এলাকা লক্ষ্য করে ইসরায়েলের লেক টাইবেরিয়াসের দিক থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এতে দুজন সিরীয় সেনা নিহত হয়েছেন। এ ছাড়া আরও দুজন আহত হয়েছেন। বিমানবন্দরের কিছু অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। এ জন্য বিমানবন্দরের পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
এদিকে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, বিমানবন্দরে হামলার পাশাপাশি দামেস্কের দক্ষিণে একটি অস্ত্রের ডিপো লক্ষ্য করেও হামলা করেছে। এতে অন্তত চারজন নিহত হয়েছেন।
তবে এসব হামলার ব্যাপারে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এই হামলার পর এক বছরেরও কম সময়ের মধ্যে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম দ্বিতীয়বারের মতো বন্ধ করা হলো। এর আগে গত ১০ জুনে দামেস্ক বিমানবন্দরে হামলা করেছিল ইসরায়েলি বিমানবাহিনী। তখন রানওয়েসহ বেশ কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছিল। দুই সপ্তাহ পর বিমানবন্দরটি মেরামত করে পুনরায় চালু করা হয়েছিল।
এ ছাড়া গত সেপ্টেম্বরে আলেপ্পো শহরের আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলা করেছিল ইসরায়েলি বাহিনী। তখন কয়েক সপ্তাহ বন্ধ রাখা হয়েছিল বিমানবন্দরটি।
সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়া নিয়ন্ত্রিত অঞ্চলে শত শত বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তবে বেশির ভাগ হামলার কথা অস্বীকার করেছে তারা। কখনো কখনো ইসরায়েল বলেছে, তারা সিরিয়ার মিত্র ইরানের সশস্ত্র ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালায়। যেমন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীকে সমর্থন করার জন্য লেবাননের হিজবুল্লাহ হাজার হাজার যোদ্ধা পাঠিয়েছে, তাদের লক্ষ্য করে হামলা করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘যেকোনো উপায়ে’ গ্রিনল্যান্ড দখলের অঙ্গীকারের পর গতকাল শুক্রবার ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন ক্যাপিটল হিলের আইনপ্রণেতাদের একটি দল। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, এ দলে ডেমোক্র্যাট ও রিপাবলিকান দুই পক্ষের আইনপ্রণেতারাই ছিলেন।
৯ মিনিট আগে
সিরিয়ার রাজনীতিতে কয়েক দশকের বৈষম্য ঘুচিয়ে কুর্দিদের মূলধারায় ফিরিয়ে নিতে বড় পদক্ষেপ নিয়েছেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। গতকাল শুক্রবার এক বিশেষ অধ্যাদেশে তিনি কুর্দিদের সিরিয়ার ‘অপরিহার্য ও আদি’ অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছেন।
১৩ মিনিট আগে
ধর্ষণ নিয়ে ভারতের মধ্যপ্রদেশের ভাণ্ডের এলাকার কংগ্রেস বিধায়ক ফুল সিং বারাইয়ার সাম্প্রতিক বক্তব্য ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক দল থেকে শুরু করে সামাজিক বিভিন্ন সংগঠন তাঁর বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে।
২৮ মিনিট আগে
ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ চাবাহার বন্দর নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। ট্রাম্প প্রশাসনের কড়া নিষেধাজ্ঞা এবং ইরানের সঙ্গে ব্যবসা-বাণিজ্যে জড়িত দেশগুলোর ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকির মুখে চাবাহার প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে।
৫ ঘণ্টা আগে