
ইসরায়েলি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ার দুজন সৈন্য নিহত হয়েছেন। এই হামলার পর দেশটির প্রধান বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সিরিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় রোববার দিবাগত রাত ২টার সময় দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশপাশের এলাকা লক্ষ্য করে ইসরায়েলের লেক টাইবেরিয়াসের দিক থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এতে দুজন সিরীয় সেনা নিহত হয়েছেন। এ ছাড়া আরও দুজন আহত হয়েছেন। বিমানবন্দরের কিছু অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। এ জন্য বিমানবন্দরের পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
এদিকে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, বিমানবন্দরে হামলার পাশাপাশি দামেস্কের দক্ষিণে একটি অস্ত্রের ডিপো লক্ষ্য করেও হামলা করেছে। এতে অন্তত চারজন নিহত হয়েছেন।
তবে এসব হামলার ব্যাপারে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এই হামলার পর এক বছরেরও কম সময়ের মধ্যে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম দ্বিতীয়বারের মতো বন্ধ করা হলো। এর আগে গত ১০ জুনে দামেস্ক বিমানবন্দরে হামলা করেছিল ইসরায়েলি বিমানবাহিনী। তখন রানওয়েসহ বেশ কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছিল। দুই সপ্তাহ পর বিমানবন্দরটি মেরামত করে পুনরায় চালু করা হয়েছিল।
এ ছাড়া গত সেপ্টেম্বরে আলেপ্পো শহরের আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলা করেছিল ইসরায়েলি বাহিনী। তখন কয়েক সপ্তাহ বন্ধ রাখা হয়েছিল বিমানবন্দরটি।
সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়া নিয়ন্ত্রিত অঞ্চলে শত শত বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তবে বেশির ভাগ হামলার কথা অস্বীকার করেছে তারা। কখনো কখনো ইসরায়েল বলেছে, তারা সিরিয়ার মিত্র ইরানের সশস্ত্র ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালায়। যেমন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীকে সমর্থন করার জন্য লেবাননের হিজবুল্লাহ হাজার হাজার যোদ্ধা পাঠিয়েছে, তাদের লক্ষ্য করে হামলা করেছে।

ইসরায়েলি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ার দুজন সৈন্য নিহত হয়েছেন। এই হামলার পর দেশটির প্রধান বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সিরিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় রোববার দিবাগত রাত ২টার সময় দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশপাশের এলাকা লক্ষ্য করে ইসরায়েলের লেক টাইবেরিয়াসের দিক থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এতে দুজন সিরীয় সেনা নিহত হয়েছেন। এ ছাড়া আরও দুজন আহত হয়েছেন। বিমানবন্দরের কিছু অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। এ জন্য বিমানবন্দরের পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
এদিকে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, বিমানবন্দরে হামলার পাশাপাশি দামেস্কের দক্ষিণে একটি অস্ত্রের ডিপো লক্ষ্য করেও হামলা করেছে। এতে অন্তত চারজন নিহত হয়েছেন।
তবে এসব হামলার ব্যাপারে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এই হামলার পর এক বছরেরও কম সময়ের মধ্যে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম দ্বিতীয়বারের মতো বন্ধ করা হলো। এর আগে গত ১০ জুনে দামেস্ক বিমানবন্দরে হামলা করেছিল ইসরায়েলি বিমানবাহিনী। তখন রানওয়েসহ বেশ কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছিল। দুই সপ্তাহ পর বিমানবন্দরটি মেরামত করে পুনরায় চালু করা হয়েছিল।
এ ছাড়া গত সেপ্টেম্বরে আলেপ্পো শহরের আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলা করেছিল ইসরায়েলি বাহিনী। তখন কয়েক সপ্তাহ বন্ধ রাখা হয়েছিল বিমানবন্দরটি।
সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়া নিয়ন্ত্রিত অঞ্চলে শত শত বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তবে বেশির ভাগ হামলার কথা অস্বীকার করেছে তারা। কখনো কখনো ইসরায়েল বলেছে, তারা সিরিয়ার মিত্র ইরানের সশস্ত্র ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালায়। যেমন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীকে সমর্থন করার জন্য লেবাননের হিজবুল্লাহ হাজার হাজার যোদ্ধা পাঠিয়েছে, তাদের লক্ষ্য করে হামলা করেছে।

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবার নিয়ম অনুযায়ী, মার্কিন নাগরিকের স্বামী বা স্ত্রী ‘ইমিডিয়েট রিলেটিভ’ বা নিকটাত্মীয় ক্যাটাগরিতে পড়েন এবং তাঁরা গ্রিন কার্ডের জন্য আবেদনের যোগ্য। তবে ৩০ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন অভিবাসন আইনজীবী ব্র্যাড বার্নস্টাইন সতর্ক করে দিয়ে বলেছেন, বর্তমান ট্রাম্প প্রশাস
২২ মিনিট আগে
রোলেক্স ঘড়ি, লুই ভিটন ব্যাগ কিংবা আইফোন—মহামূল্যবান ব্র্যান্ডের এসব পণ্য অনেকেরই কেনার সাধ্য নেই। তবে মানুষের আগ্রহের কারণে এসব পণ্যের ‘সেকেন্ড হ্যান্ড’ বাজারও জনপ্রিয় হয়ে উঠেছে। ব্যবহৃত বিলাসী পণ্য ক্রয়ের ক্ষেত্রে এখন ক্রেতাদের কাছে এক নতুন মানদণ্ড হয়ে উঠেছে ‘ইউজড ইন জাপান’।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শ্রদ্ধা জানাতে আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মিশন প্রাঙ্গণে রাখা শোক বইয়ে স্বাক্ষর করে তিনি বাংলাদেশের অন্যতম প্রভাবশালী এই রাজনৈতিক
২ ঘণ্টা আগে
গত বছরের নভেম্বরে ইউরোপের বাইরে ১৯টি দেশের নাগরিকদের সব ধরনের ভিসা আবেদন স্থগিত করে যুক্তরাষ্ট্র। এর মধ্যে গ্রিন কার্ড ও মার্কিন নাগরিকত্বের আবেদনও ছিল। জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার উদ্বেগ দেখিয়ে ট্রাম্প প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। তালিকায় আফ্রিকার একাধিক দেশও ছিল।
২ ঘণ্টা আগে