
ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের এক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, ইসরায়েল প্রস্তাবিত যুদ্ধবিরতি ও বন্দী-জিম্মি বিনিময়ের বিষয়টি হামাসের সঙ্গে উল্লেখযোগ্য কোনো বিরোধ নেই। গতকাল রোববার নাম প্রকাশ না করার শর্তে হামাসের ওই নেতা বার্তা সংস্থা এএফপিকে এ কথা জানিয়েছেন।
হামাসের ওই নেতা বলেছেন, ইসরায়েল আর নতুন কোনো বাধা তৈরি না করলে বলা যায়, (যুদ্ধবিরতি ও বন্দী-জিম্মি বিনিময়ের আলোচনার বিষয়ে) পরিবেশ এখনো ইতিবাচক। এই বিষয়ে হামাস যেসব পর্যবেক্ষণ ও অনুসন্ধানী প্রশ্ন জমা দিয়েছিল সে বিষয়ে (ইসরায়েলের দেওয়া প্রস্তাবে) উল্লেখযোগ্য কোনো বড় বিরোধ নেই।
এদিকে রাফাহে ইসরায়েলের সামরিক অভিযান শুরু করার আগেই একটি চুক্তিতে আসার জন্য ইসরায়েল ও হামাসের ওপর চাপ বাড়ছে। অঞ্চলটিতে ইসরায়েলি আগ্রাসন এড়াতে জিম্মি প্রত্যাবর্তনের বিষয়ে চুক্তির বিষয়ে সর্বশেষ প্রস্তাব নিয়ে আলোচনার জন্য আজ সোমবার বিভিন্ন পক্ষ মিসরের রাজধানী কায়রোতে বৈঠকে বসবে আশা করা হচ্ছে।
অপরদিকে, গতকাল রোববার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ সম্মেলনে নতুন উদ্বেগের কথা জানিয়েছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে গাজা উপত্যকার রাফাহতে ইসরায়েল অভিযান চালাতে পারে।
ইকোনমিক ফোরামের এই সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনসহ বেশ কয়েকটি দেশের নেতারা অংশ নিচ্ছেন। সেখানে গাজা ইস্যুকে আলাদাভাবে গুরুত্বও দেওয়া হচ্ছে। সম্মেলনে অংশ নিয়ে মাহমুদ আব্বাস আরও বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাই, তারা ইসরায়েলকে রাফাহতে হামলা চালানো থেকে নিবৃত্ত করুক। যুক্তরাষ্ট্র একমাত্র দেশ, যারা ইসরায়েলকে এই অপরাধ করা থেকে থামাতে পারে।’ রাফাহতে হামলা চালানো হলে ফিলিস্তিনের ইতিহাসে তা সবচেয়ে বড় বিপর্যয় হবে বলেও মন্তব্য করেছেন আব্বাস।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের এক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, ইসরায়েল প্রস্তাবিত যুদ্ধবিরতি ও বন্দী-জিম্মি বিনিময়ের বিষয়টি হামাসের সঙ্গে উল্লেখযোগ্য কোনো বিরোধ নেই। গতকাল রোববার নাম প্রকাশ না করার শর্তে হামাসের ওই নেতা বার্তা সংস্থা এএফপিকে এ কথা জানিয়েছেন।
হামাসের ওই নেতা বলেছেন, ইসরায়েল আর নতুন কোনো বাধা তৈরি না করলে বলা যায়, (যুদ্ধবিরতি ও বন্দী-জিম্মি বিনিময়ের আলোচনার বিষয়ে) পরিবেশ এখনো ইতিবাচক। এই বিষয়ে হামাস যেসব পর্যবেক্ষণ ও অনুসন্ধানী প্রশ্ন জমা দিয়েছিল সে বিষয়ে (ইসরায়েলের দেওয়া প্রস্তাবে) উল্লেখযোগ্য কোনো বড় বিরোধ নেই।
এদিকে রাফাহে ইসরায়েলের সামরিক অভিযান শুরু করার আগেই একটি চুক্তিতে আসার জন্য ইসরায়েল ও হামাসের ওপর চাপ বাড়ছে। অঞ্চলটিতে ইসরায়েলি আগ্রাসন এড়াতে জিম্মি প্রত্যাবর্তনের বিষয়ে চুক্তির বিষয়ে সর্বশেষ প্রস্তাব নিয়ে আলোচনার জন্য আজ সোমবার বিভিন্ন পক্ষ মিসরের রাজধানী কায়রোতে বৈঠকে বসবে আশা করা হচ্ছে।
অপরদিকে, গতকাল রোববার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ সম্মেলনে নতুন উদ্বেগের কথা জানিয়েছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে গাজা উপত্যকার রাফাহতে ইসরায়েল অভিযান চালাতে পারে।
ইকোনমিক ফোরামের এই সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনসহ বেশ কয়েকটি দেশের নেতারা অংশ নিচ্ছেন। সেখানে গাজা ইস্যুকে আলাদাভাবে গুরুত্বও দেওয়া হচ্ছে। সম্মেলনে অংশ নিয়ে মাহমুদ আব্বাস আরও বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাই, তারা ইসরায়েলকে রাফাহতে হামলা চালানো থেকে নিবৃত্ত করুক। যুক্তরাষ্ট্র একমাত্র দেশ, যারা ইসরায়েলকে এই অপরাধ করা থেকে থামাতে পারে।’ রাফাহতে হামলা চালানো হলে ফিলিস্তিনের ইতিহাসে তা সবচেয়ে বড় বিপর্যয় হবে বলেও মন্তব্য করেছেন আব্বাস।

জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি করে।
২১ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করে ‘আলোচনায় বসতে’ চেয়েছে। তবে তিনি এও বলেছেন যে, আলোচনায় বসার আগেই একটা কিছু করে ফেলতে পারেন তিনি।
২৫ মিনিট আগে
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
৩ ঘণ্টা আগে