Ajker Patrika

কিউবায় হোটেলে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

আপডেট : ০৮ জুন ২০২৪, ১৭: ১৫
কিউবায় হোটেলে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

কিউবার রাজধানী হাভানার একটি হোটেলে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। স্থানীয় সময় শুক্রবার সকালের দিকে হোটেল সারাতোগায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়, সকাল ১১টার দিকে বিস্ফোরণ পাঁচ তারকা হোটেল সারাতোগায় বিস্ফোরণ ঘটে। গ্যাস লিক হয়ে বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণে হোটেলটি ধ্বংসস্তূপে পরিণত হয়। তাৎক্ষণিকভাবে পুলিশ এবং ফায়ার সার্ভিসের উদ্ধারকারীরা জীবিতদের উদ্ধারে অভিযান শুরু করে। 

কিউবার প্রেসিডেন্ট অফিস থেকে একটি টুইট বার্তায় আটজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। 

টুইট বার্তায় বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে গ্যাস লিক থেকে বিস্ফোরণ ঘটেছে। এখনো ১৩ জন নিখোঁজ রয়েছে। 

এএফপি সাংবাদিকেরা ঘটনাস্থলে উদ্ধারকারীদের হোটেলের ধ্বংসাবশেষ থেকে উদ্ধার কাজ চালাতে দেখেছেন। 

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ছাড়া বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী। 

সারাতোগা হোটেলের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী হোটেলটিতে ৯৬টি রুম, দুটি বার, দুটি রেস্টুরেন্ট, একটি স্পা ও একটি জিম ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রায়ত্ত ও বহুজাতিক ১০টি লাভজনক কোম্পানি শেয়ারবাজারে আনার সিদ্ধান্ত

জকসুতে ভিপি, জিএস ও এজিএস হলেন শিবির-সমর্থিত প্রার্থীরা

সাবেক উপদেষ্টার বিরুদ্ধে মুরাদনগরে ঝাড়ুমিছিল

ভেনেজুয়েলার বিনিময়ে ২০১৯ সালেই ট্রাম্পের কাছে ইউক্রেন চেয়েছিল রাশিয়া

জাতীয় সংসদ নির্বাচনে কোটিপতি প্রার্থী ৫০১ জন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত