
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার ভোটের আংশিক ফলাফলের ভিত্তিতে এ ঘোষণা দেয় দেশটির জাতীয় নির্বাচনী পরিষদ (সিএনই)। এর মধ্য দিয়ে ১১ বছর ধরে ক্ষমতায় থাকা মাদুরো তৃতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাচ্ছেন। তবে ভোট গণনায় ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছে দেশটির বিরোধী দলগুলোর জোট।
ভোটে কারচুপির আশঙ্কায় পর্যবেক্ষকদের কেন্দ্রগুলোকে কঠোর নজরদারিতে রাখতে আগেই নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছিল বিরোধী জোট। তবে গতকাল জোটের একজন মুখপাত্র অভিযোগ করেছেন, অনেক কেন্দ্র থেকে তাঁদের পর্যবেক্ষকদের বের করে দেওয়া হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ভেনেজুয়েলার জাতীয় নির্বাচনী পরিষদের প্রধান এলভিস আমোরোসো দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। গতকাল তৃতীয় দফায় মাদুরোর নির্বাচিত হওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, ৮০ শতাংশ ভোট গণনা করা হয়েছে। এর মধ্যে মাদুরো ৫১ দশমিক ২০ শতাংশ ভোট পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বিরোধী জোটের প্রার্থী এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়া পেয়েছেন ৪৪ দশমিক শূন্য ২ শতাংশ ভোট। তবে ভোটের ফলাফল চ্যালেঞ্জের কথা জানিয়েছে বিরোধী দলগুলোর জোট।
দীর্ঘ ২৫ বছর ধরে ভেনেজুয়েলার ক্ষমতায় আছে মাদুরোর দল সমাজতান্ত্রিক পিএসইউভি পার্টি। ২০১৩ সালে শ্যাভেজের মৃত্যুর পর ক্ষমতায় বসেন মাদুরো। রোববারের নির্বাচনের আগে গত বৃহস্পতিবার ছিল এবারের নির্বাচনী প্রচারের শেষ দিন। এদিন রাজধানী কারাকাসের রাস্তায় বিশাল নির্বাচনী সমাবেশের মাধ্যমে নিজেদের শক্তিমত্তার জানান দেয় পিএসইউভি পার্টি। সমাবেশে বিরোধীদের বিরুদ্ধে সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগ তোলেন মাদুরো। তাঁর দাবি, দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে তাঁর বিকল্প নেই। এ সময় সমাবেশে অংশগ্রহণকারী হাজার হাজার মানুষ তাঁর বক্তব্যের প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করেন। যদিও নির্বাচনপূর্ব বিভিন্ন জনমত জরিপে মাদুরোর চেয়ে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী গঞ্জালেজের এগিয়ে থাকার আভাস দেওয়া হয়েছিল।
গতকাল ঘোষিত ফল প্রত্যাখ্যান করে বিরোধী প্রার্থী এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়া বলেন, ‘পুরো দুনিয়াকে এটা জানাতে চাই, দেশের প্রতিটি রাজ্যে আমরা বিজয়ী হয়েছি।’ এ সময় ৭০ শতাংশ ভোটে জয়ী হওয়ার দাবি করেন তিনি।
এদিকে গতকাল ঘোষিত ফলাফল নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ঘোষিত ফলাফলে ভেনেজুয়েলার জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। তবে মাদুরোর মিত্র হিসেবে পরিচিত কিউবা বলেছে, ভোটে জনগণের মতামতের প্রতিফলন ঘটেছে এবং বিপ্লব বিজয়ী হয়েছে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার ভোটের আংশিক ফলাফলের ভিত্তিতে এ ঘোষণা দেয় দেশটির জাতীয় নির্বাচনী পরিষদ (সিএনই)। এর মধ্য দিয়ে ১১ বছর ধরে ক্ষমতায় থাকা মাদুরো তৃতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাচ্ছেন। তবে ভোট গণনায় ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছে দেশটির বিরোধী দলগুলোর জোট।
ভোটে কারচুপির আশঙ্কায় পর্যবেক্ষকদের কেন্দ্রগুলোকে কঠোর নজরদারিতে রাখতে আগেই নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছিল বিরোধী জোট। তবে গতকাল জোটের একজন মুখপাত্র অভিযোগ করেছেন, অনেক কেন্দ্র থেকে তাঁদের পর্যবেক্ষকদের বের করে দেওয়া হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ভেনেজুয়েলার জাতীয় নির্বাচনী পরিষদের প্রধান এলভিস আমোরোসো দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। গতকাল তৃতীয় দফায় মাদুরোর নির্বাচিত হওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, ৮০ শতাংশ ভোট গণনা করা হয়েছে। এর মধ্যে মাদুরো ৫১ দশমিক ২০ শতাংশ ভোট পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বিরোধী জোটের প্রার্থী এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়া পেয়েছেন ৪৪ দশমিক শূন্য ২ শতাংশ ভোট। তবে ভোটের ফলাফল চ্যালেঞ্জের কথা জানিয়েছে বিরোধী দলগুলোর জোট।
দীর্ঘ ২৫ বছর ধরে ভেনেজুয়েলার ক্ষমতায় আছে মাদুরোর দল সমাজতান্ত্রিক পিএসইউভি পার্টি। ২০১৩ সালে শ্যাভেজের মৃত্যুর পর ক্ষমতায় বসেন মাদুরো। রোববারের নির্বাচনের আগে গত বৃহস্পতিবার ছিল এবারের নির্বাচনী প্রচারের শেষ দিন। এদিন রাজধানী কারাকাসের রাস্তায় বিশাল নির্বাচনী সমাবেশের মাধ্যমে নিজেদের শক্তিমত্তার জানান দেয় পিএসইউভি পার্টি। সমাবেশে বিরোধীদের বিরুদ্ধে সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগ তোলেন মাদুরো। তাঁর দাবি, দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে তাঁর বিকল্প নেই। এ সময় সমাবেশে অংশগ্রহণকারী হাজার হাজার মানুষ তাঁর বক্তব্যের প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করেন। যদিও নির্বাচনপূর্ব বিভিন্ন জনমত জরিপে মাদুরোর চেয়ে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী গঞ্জালেজের এগিয়ে থাকার আভাস দেওয়া হয়েছিল।
গতকাল ঘোষিত ফল প্রত্যাখ্যান করে বিরোধী প্রার্থী এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়া বলেন, ‘পুরো দুনিয়াকে এটা জানাতে চাই, দেশের প্রতিটি রাজ্যে আমরা বিজয়ী হয়েছি।’ এ সময় ৭০ শতাংশ ভোটে জয়ী হওয়ার দাবি করেন তিনি।
এদিকে গতকাল ঘোষিত ফলাফল নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ঘোষিত ফলাফলে ভেনেজুয়েলার জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। তবে মাদুরোর মিত্র হিসেবে পরিচিত কিউবা বলেছে, ভোটে জনগণের মতামতের প্রতিফলন ঘটেছে এবং বিপ্লব বিজয়ী হয়েছে।

চীনা কিছু অনলাইন ব্যবহারকারী তাইওয়ানের নেতাদের ভেনেজুয়েলা ধাঁচের বজ্রগতির অভিযান চালিয়ে ধরে আনার আহ্বান জানিয়েছেন। তবে বিশ্লেষক, গবেষক ও নিরাপত্তা কর্মকর্তারা বলছেন—চীনের আধুনিকায়ন পথে সেনাবাহিনী এখনো সে পর্যায়ে প্রস্তুত নয়। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
৪১ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, গ্রিনল্যান্ডের প্রতিরক্ষা ব্যবস্থা বলতে ডেনমার্কের হাতে আছে মাত্র ‘দুটি কুকুরের স্লেজ।’ ইউরোপীয় ন্যাটো সদস্য দেশটির কাছ থেকে দ্বীপটির সার্বভৌমত্ব কেড়ে নেওয়ার আলোচনার মধ্যেই এই মন্তব্য করলেন তিনি। খবর মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের।
১ ঘণ্টা আগে
চীনের ওপর খনিজ সম্পদের নির্ভরতা কমিয়ে আনতে এবং স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে সমুদ্র অভিযান শুরু করেছে জাপান। আজ সোমবার জাপানের একটি জাহাজ টোকিও থেকে প্রায় ১ হাজার ৯০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত মিনামিতোরি দ্বীপের উদ্দেশে রওনা দিয়েছে। সমুদ্রের তলদেশ থেকে দুর্লভ খনিজ সমৃদ্ধ কাদা বা স্লাজ সংগ্রহ
১ ঘণ্টা আগে
নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ হিসেবে দেখানো হয়েছে—এমন একটি উইকিপিডিয়া পাতার স্ক্রিনশট শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল রোববার ট্রাম্প নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি এই ছবি শেয়ার করেন।
২ ঘণ্টা আগে