কলকাতা প্রতিনিধি

ভারতের রাজনীতিতে বাড়ছে ধর্মীয় প্রভাব। দেশটির রাজনীতিতে ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগানোর পাশাপাশি বাড়ছে বিভাজনের রাজনীতি। হিজাব, হালাল বিতর্ক কাটিয়ে উঠতে না উঠতেই এবার রাজধানী দিল্লিতে হিন্দুদের উৎসব রাম নবরাত্রি উপলক্ষে নির্দেশ দেওয়া হয়েছে মাংসের দোকান বন্ধ রাখতে। অপরদিকে, পাল্টা দাবি উঠেছে রমজান মাসে দিনের বেলায় খাবার হোটেল বন্ধ রাখার। মহারাষ্ট্রের মসজিদগুলোতে নামাজের সময় মাইক ব্যবহার বন্ধ রাখার দাবিতেও শুরু হয়েছে আন্দোলন। মধ্যপ্রদেশে কংগ্রেসও জনসমর্থন আদায়ে নরম হিন্দুত্ববাদের পথ বেছে নিয়েছে বলে অভিযোগ। এমনকি বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রদেশটিতে রাম নবমী পালন করছে কংগ্রেস।
পূর্ব দিল্লির মেয়র শ্যামসুন্দর আগরওয়াল ও দক্ষিণ দিল্লির মুকেশ সূর্যের দাবি, নবরাত্রির সময় দিল্লির ৯০ শতাংশ মানুষই নিরামিষ খান। তাই ১৪ এপ্রিল পর্যন্ত নবরাত্রির নয় দিন বন্ধ রাখতে হবে মাংসের দোকান। তাঁদের এই নির্দেশকে সমর্থন জানিয়েছে বিজেপি। দলের সাংসদ পরভেশ সাহিব সিং ভার্মার মতে, শুধু দিল্লিতে নয়, গোটা দেশেই চৈত্র মাসে নবরাত্রির নয় দিন মাংস বিক্রি বন্ধ রাখা হোক।
এদিকে এই দাবির পাল্টা দাবি হিসেবে ন্যাশনাল কনফারেন্স নেতা, জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার দাবি, রোজার সময় প্রকাশ্যে খাওয়া-দাওয়া বন্ধ করা হোক। বিশেষ করে মুসলিম প্রধান এলাকায় প্রকাশ্যে খাওয়াদাওয়ার ওপর নির্দেশিকা জারি করা জরুরি।
তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র মাংস বিতর্ক প্রসঙ্গে বলেন, ‘নিজের পছন্দ মতো খাওয়া বা পরা ভারতবাসীর সাংবিধানিক অধিকার। বিজেপি সেই অধিকার খর্ব করছে।’
এদিকে, মহারাষ্ট্র নির্মাণ পার্টির নেতা রাজ ঠাকরের দাবি, মসজিদ থেকে মাইকে আজান বন্ধ করতে হবে। নইলে মহারাষ্ট্র জুড়ে তাঁরা হিন্দু মন্দির থেকে পাল্টা হনুমান চালিশা পাঠ করবেন। তাঁর এই দাবির কড়া সমালোচনা করেছে কংগ্রেসসহ অন্যান্য দল।
উল্লেখ্য, কর্ণাটকে হিজাব পরে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশে নিষেধাজ্ঞা জারির পর এখন হালাল মাংস হিন্দুদের খেতে নিষেধ করছেন সেখানকার হিন্দুত্ববাদীরা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ধর্মীয় বিভাজনকে আরও স্পষ্ট করে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে রাজনৈতিক দলগুলি। নিজেদের অসাম্প্রদায়িক দল বলে দাবি করলেও হিন্দুপ্রধান এলাকায় কংগ্রেসকেও নরম হিন্দুত্ববাদের লাইন নিতে দেখা যাচ্ছে।

ভারতের রাজনীতিতে বাড়ছে ধর্মীয় প্রভাব। দেশটির রাজনীতিতে ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগানোর পাশাপাশি বাড়ছে বিভাজনের রাজনীতি। হিজাব, হালাল বিতর্ক কাটিয়ে উঠতে না উঠতেই এবার রাজধানী দিল্লিতে হিন্দুদের উৎসব রাম নবরাত্রি উপলক্ষে নির্দেশ দেওয়া হয়েছে মাংসের দোকান বন্ধ রাখতে। অপরদিকে, পাল্টা দাবি উঠেছে রমজান মাসে দিনের বেলায় খাবার হোটেল বন্ধ রাখার। মহারাষ্ট্রের মসজিদগুলোতে নামাজের সময় মাইক ব্যবহার বন্ধ রাখার দাবিতেও শুরু হয়েছে আন্দোলন। মধ্যপ্রদেশে কংগ্রেসও জনসমর্থন আদায়ে নরম হিন্দুত্ববাদের পথ বেছে নিয়েছে বলে অভিযোগ। এমনকি বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রদেশটিতে রাম নবমী পালন করছে কংগ্রেস।
পূর্ব দিল্লির মেয়র শ্যামসুন্দর আগরওয়াল ও দক্ষিণ দিল্লির মুকেশ সূর্যের দাবি, নবরাত্রির সময় দিল্লির ৯০ শতাংশ মানুষই নিরামিষ খান। তাই ১৪ এপ্রিল পর্যন্ত নবরাত্রির নয় দিন বন্ধ রাখতে হবে মাংসের দোকান। তাঁদের এই নির্দেশকে সমর্থন জানিয়েছে বিজেপি। দলের সাংসদ পরভেশ সাহিব সিং ভার্মার মতে, শুধু দিল্লিতে নয়, গোটা দেশেই চৈত্র মাসে নবরাত্রির নয় দিন মাংস বিক্রি বন্ধ রাখা হোক।
এদিকে এই দাবির পাল্টা দাবি হিসেবে ন্যাশনাল কনফারেন্স নেতা, জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার দাবি, রোজার সময় প্রকাশ্যে খাওয়া-দাওয়া বন্ধ করা হোক। বিশেষ করে মুসলিম প্রধান এলাকায় প্রকাশ্যে খাওয়াদাওয়ার ওপর নির্দেশিকা জারি করা জরুরি।
তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র মাংস বিতর্ক প্রসঙ্গে বলেন, ‘নিজের পছন্দ মতো খাওয়া বা পরা ভারতবাসীর সাংবিধানিক অধিকার। বিজেপি সেই অধিকার খর্ব করছে।’
এদিকে, মহারাষ্ট্র নির্মাণ পার্টির নেতা রাজ ঠাকরের দাবি, মসজিদ থেকে মাইকে আজান বন্ধ করতে হবে। নইলে মহারাষ্ট্র জুড়ে তাঁরা হিন্দু মন্দির থেকে পাল্টা হনুমান চালিশা পাঠ করবেন। তাঁর এই দাবির কড়া সমালোচনা করেছে কংগ্রেসসহ অন্যান্য দল।
উল্লেখ্য, কর্ণাটকে হিজাব পরে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশে নিষেধাজ্ঞা জারির পর এখন হালাল মাংস হিন্দুদের খেতে নিষেধ করছেন সেখানকার হিন্দুত্ববাদীরা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ধর্মীয় বিভাজনকে আরও স্পষ্ট করে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে রাজনৈতিক দলগুলি। নিজেদের অসাম্প্রদায়িক দল বলে দাবি করলেও হিন্দুপ্রধান এলাকায় কংগ্রেসকেও নরম হিন্দুত্ববাদের লাইন নিতে দেখা যাচ্ছে।

ইন্টারনেট সেন্সরশিপ পর্যবেক্ষণকারী সংস্থা ফিল্টারওয়াচের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে ইন্টারনেট ব্যবহার আর সাধারণ নাগরিক অধিকার নয়, বরং সরকারের দেওয়া ‘বিশেষ সুযোগ’ হিসেবে গণ্য হবে। ফিল্টারওয়াচের প্রধান আমির রাশিদি জানান, নতুন পরিকল্পনা অনুযায়ী, যাঁদের নিরাপত্তা ছাড়পত্র আছে বা যাঁরা সরকারি যাচাই
৭ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত করার পরিকল্পনায় বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর শুল্কের খড়্গ চালিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্কসহ উত্তর ইউরোপ ও পশ্চিম ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।
৮ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের অভিযানের কয়েক মাস আগেই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছিল ট্রাম্প প্রশাসন। অভিযানের পরও এই যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত একাধিক ব্যক্তি।
১০ ঘণ্টা আগে
আল-জাজিরার তেহরান প্রতিনিধি রেসুল সেরদার জানান, খামেনির বক্তব্যে আগের অবস্থান পুনর্ব্যক্ত হলেও একটি গুরুত্বপূর্ণ ও নতুন তথ্য উঠে এসেছে। সেটা হলো, প্রাণহানির সংখ্যা। তিনি বলেন, ‘এই প্রথম খামেনি নিহতের সংখ্যা নিয়ে ইঙ্গিত দিলেন। তিনি বলেছেন, সহিংস বিক্ষোভকারীরা হাজার হাজার মানুষকে হত্যা করেছে।’
১১ ঘণ্টা আগে