Ajker Patrika

ভারতে ফের করোনায় আক্রান্ত ও মৃত্যু বাড়ছে

আপডেট : ২৮ জুলাই ২০২১, ১৩: ১৭
ভারতে ফের করোনায় আক্রান্ত ও মৃত্যু বাড়ছে

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৬৫৪ জন মানুষ; যা আগের দিনের তুলনায় প্রায় ১৪ হাজার বেশি। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৪০ জন; যা আগের দিনের তুলনায় ২২৫ জন বেশি। গত এক দিনে ভারতে সুস্থ হয়েছেন ৪১ হাজার ৬৭৮ জন।  

আজ বুধবার (২৮ জুলাই) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারতে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ১৪ লাখ ৮৪ হাজার ৬০৫। আর মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৪ লাখ ২২ হাজার ৫৪ জনে দাঁড়িয়েছে।

ভারতে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে কেরালায়। রাজ্যটিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২২ হাজার ১২৯ জন। এ ছাড়া মহারাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ২৫৮, তামিলনাডুতে ১ হাজার ৭৬৭ ও কর্ণাটকে ১ হাজার ৫০১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। 

উল্লেখ্য, ২০১৯ সালের শেষদিকে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণখেলাপিতে আটকে যেতে পারেন কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল

তরুণ অফিসাররা র‍্যাব থেকে এমন চরিত্র নিয়ে ফিরত যেন পেশাদার খুনি: ইকবাল করিম ভূঁইয়া

আইসিসিকে নতুন করে চিঠিতে কী লিখেছে বিসিবি

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ইরানে যাচ্ছে রাশিয়ার কার্গো বিমান—ব্রিটিশ এমপির দাবি ঘিরে জল্পনা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত