Ajker Patrika

মাদক মামলায় নির্দোষ শাহরুখের ছেলে আরিয়ান 

কলকাতা প্রতিনিধি
আপডেট : ২৭ মে ২০২২, ১৭: ৪৮
মাদক মামলায় নির্দোষ শাহরুখের ছেলে আরিয়ান 

পর্যাপ্ত প্রমাণের অভাবে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে। ভারতের মাদক নিয়ন্ত্রণ সংস্থা নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) শুক্রবার আদালতে পেশ করা চার্জশিট থেকে আরিয়ানের নাম বাদ দেয়। 

এক বিবৃতিতে এনসিবির জ্যেষ্ঠ অফিসার সঞ্জয় সিং এক বিবৃতিতে জানিয়েছেন, প্রমোদতরিতে মাদক সেবনের অভিযোগে করা মামলার আসামিদের মধ্যে ১৪ জনের বিরুদ্ধে মাদক গ্রহণের প্রমাণ মিলেছে। তাই এনসিবির দেওয়া চার্জশিটে তাঁদের নাম থাকছে। 

এনসিবির ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, আরিয়ানের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। তাই ৬০০ পৃষ্ঠার চার্জশিটে নামও উল্লেখ করা হয়নি শাহরুখপুত্র আরিয়ান খানের। 

উল্লেখ্য, গত বছরের ২ অক্টোবর বলিউডের সুপারস্টার শাহরুখের ছেলেকে মুম্বাইয়ের কাছে আরব সাগরে একটি প্রমোদতরি থেকে মাদক গ্রহণের অভিযোগে গ্রেপ্তার করে এনসিবি। তাঁকে গ্রেপ্তারে গোটা দেশে হইচই পড়ে যায়। মহারাষ্ট্র সরকারের একাধিক মন্ত্রী এর পেছনে রাজনীতির গন্ধও খুঁজে পান। 

গ্রেপ্তারের পর টানা ২০ দিন কারাবাসের পর মুক্তি পান আরিয়ান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

ছেড়ে দিলে কী আর করার: মোস্তাফিজ

ভেনেজুয়েলায় নজিরবিহীন সামরিক আগ্রাসন চালিয়ে মাদুরো ও তাঁর স্ত্রীকে ‘ধরে নিয়ে গেল’ যুক্তরাষ্ট্র

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র—নিশ্চিত করল ভেনেজুয়েলা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত