
ভারতের প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসের সভাপতি নির্বাচন জমে উঠেছে। গান্ধী পরিবারের অত্যন্ত বিশ্বস্ত নেতা রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকেই সম্ভাব্য সভাপতি হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। তাঁর প্রতিদ্বন্দ্বী হতে পারেন কংগ্রেসের আরেক প্রবীণ নেতা শশী থারুর। তবে এ দুই নেতার বাইরেও আজ নতুন করে কংগ্রেসের সর্বোচ্চ পদ নিয়ে নতুন টুইস্ট হাজির করেছেন দলের সাবেক সাধারণ সম্পাদক ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং। তিনি ইঙ্গিত দিয়েছেন, তিনিও তো লড়তে পারেন দলের প্রেসিডেন্ট পদে।
কংগ্রেসের বর্তমান প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাতের পর থেকেই শশীর দলীয় প্রেসিডেন্টের পদে লড়ার বিষয়টি অনেকটা নিশ্চিত। কিন্তু দলীয় প্রধানের পদে লড়ার বিষয়ে নতুন করে ভাবতে হচ্ছে অশোক গেহলটকে। কারণ আর কিছুই নয়, কংগ্রেসের নতুন নিয়ম। নিয়মানুসারে কোনো ব্যক্তি একই সঙ্গে দলীয় ও রাষ্ট্রীয় পদে থাকতে পারবেন না।
তাই দলীয় প্রধান দলে অশোক গেহলটকে রাজস্থানের মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হবে। আর সে ক্ষেত্রে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হতে পারেন তাঁর ঘোরতর বিরোধী কংগ্রেস নেতা শচীন পাইলট। তাই কংগ্রেসের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে তাঁকে এক নয় দুই ফ্রন্টে লড়তে হবে। শশী থারুর তো বটেই, শচীন পাইলটও এখন তাঁর মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর, গতকাল মঙ্গলবার রাতে রাজস্থানের বিধায়কদের এক বৈঠকে গেহলট বলে দিয়েছেন, তিনি কংগ্রেস সভাপতি পদে লড়ার জন্য মনোনয়নপত্র পেশ করবেন। তিনি দূরে যাচ্ছেন না। দিল্লি তাঁকে যেতে হতেই পারে, তার মানে এই নয় যে তিনি রাজস্থান ছেড়ে দেবেন। তিনি বলেন, ‘আমি কোথাও যাচ্ছি না। চিন্তার কোনো কারণ নেই।’ সর্বশেষ গেহলট জানিয়েছেন, প্রয়োজনে এক কেন, তিন পদের দায়িত্ব সামলাতেও প্রস্তুত তিনি।
গেহলট গতকাল সন্ধ্যায় সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেন। এরপর যান রাহুলের কাছে, যেখানে পদযাত্রা করছেন তিনি। গেহলট রাহুলকে শেষবারের মতো দলের সভাপতি হওয়ার জন্য অনুরোধ করার কথা। মুখ্যমন্ত্রীর বিষয়টি নিয়েও কথা বলবেন। শচীন ইতিমধ্যে রাহুলের সঙ্গে পদযাত্রায় অংশ নিয়েছেন। এবার তিনিও সোনিয়ার সঙ্গে দেখা করবেন। শেষ পর্যন্ত কী হয়, তা জানার জন্য অবশ্য আগামী অক্টোবর অবধি অপেক্ষা করতে হবে।

ভারতের প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসের সভাপতি নির্বাচন জমে উঠেছে। গান্ধী পরিবারের অত্যন্ত বিশ্বস্ত নেতা রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকেই সম্ভাব্য সভাপতি হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। তাঁর প্রতিদ্বন্দ্বী হতে পারেন কংগ্রেসের আরেক প্রবীণ নেতা শশী থারুর। তবে এ দুই নেতার বাইরেও আজ নতুন করে কংগ্রেসের সর্বোচ্চ পদ নিয়ে নতুন টুইস্ট হাজির করেছেন দলের সাবেক সাধারণ সম্পাদক ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং। তিনি ইঙ্গিত দিয়েছেন, তিনিও তো লড়তে পারেন দলের প্রেসিডেন্ট পদে।
কংগ্রেসের বর্তমান প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাতের পর থেকেই শশীর দলীয় প্রেসিডেন্টের পদে লড়ার বিষয়টি অনেকটা নিশ্চিত। কিন্তু দলীয় প্রধানের পদে লড়ার বিষয়ে নতুন করে ভাবতে হচ্ছে অশোক গেহলটকে। কারণ আর কিছুই নয়, কংগ্রেসের নতুন নিয়ম। নিয়মানুসারে কোনো ব্যক্তি একই সঙ্গে দলীয় ও রাষ্ট্রীয় পদে থাকতে পারবেন না।
তাই দলীয় প্রধান দলে অশোক গেহলটকে রাজস্থানের মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হবে। আর সে ক্ষেত্রে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হতে পারেন তাঁর ঘোরতর বিরোধী কংগ্রেস নেতা শচীন পাইলট। তাই কংগ্রেসের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে তাঁকে এক নয় দুই ফ্রন্টে লড়তে হবে। শশী থারুর তো বটেই, শচীন পাইলটও এখন তাঁর মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর, গতকাল মঙ্গলবার রাতে রাজস্থানের বিধায়কদের এক বৈঠকে গেহলট বলে দিয়েছেন, তিনি কংগ্রেস সভাপতি পদে লড়ার জন্য মনোনয়নপত্র পেশ করবেন। তিনি দূরে যাচ্ছেন না। দিল্লি তাঁকে যেতে হতেই পারে, তার মানে এই নয় যে তিনি রাজস্থান ছেড়ে দেবেন। তিনি বলেন, ‘আমি কোথাও যাচ্ছি না। চিন্তার কোনো কারণ নেই।’ সর্বশেষ গেহলট জানিয়েছেন, প্রয়োজনে এক কেন, তিন পদের দায়িত্ব সামলাতেও প্রস্তুত তিনি।
গেহলট গতকাল সন্ধ্যায় সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেন। এরপর যান রাহুলের কাছে, যেখানে পদযাত্রা করছেন তিনি। গেহলট রাহুলকে শেষবারের মতো দলের সভাপতি হওয়ার জন্য অনুরোধ করার কথা। মুখ্যমন্ত্রীর বিষয়টি নিয়েও কথা বলবেন। শচীন ইতিমধ্যে রাহুলের সঙ্গে পদযাত্রায় অংশ নিয়েছেন। এবার তিনিও সোনিয়ার সঙ্গে দেখা করবেন। শেষ পর্যন্ত কী হয়, তা জানার জন্য অবশ্য আগামী অক্টোবর অবধি অপেক্ষা করতে হবে।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘যদি কোনো দেশ গ্রিনল্যান্ড ইস্যুতে আমাদের সঙ্গে একমত না হয়, তবে আমি তাদের ওপর শুল্ক বসাতে পারি। কারণ জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন।’ তবে কোন কোন দেশের ওপর এই শুল্ক আরোপ হতে পারে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
১ ঘণ্টা আগে
ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি দাবি করেছেন, দেশটিতে চলমান গণজাগরণ এখন একটি পূর্ণাঙ্গ বিপ্লবে রূপ নিয়েছে। আজ শুক্রবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের পতন হবেই—প্রশ্নটি এখন ‘হবে কি না’ তা নয়, বরং ‘কখন হবে’ তা নিয়ে।
১ ঘণ্টা আগে
গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনায় বলা হয়েছিল—অবিলম্বে সব ধরনের সামরিক হামলা বন্ধ করতে হবে; ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে; গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সুনির্দিষ্ট সীমা নির্ধারণ করতে হবে; পূর্ণমাত্রায় মানবিক সহায়তা...
৫ ঘণ্টা আগে
এনডিটিভি জানিয়েছে, সীতামাড়ির ঝাঝিহাট গ্রামে সপ্তম শ্রেণির ছাত্র রিতেশ কুমার (ডাকনাম গোলু) সকালে যখন কোচিং ক্লাসে যাচ্ছিল, সে সময় এক দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই ছাত্র। খবর পেয়ে রিতেশের পরিবার ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যায়।
৭ ঘণ্টা আগে