
সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাক্সে একজন প্রেমিকা খুঁজে দেওয়ার জন্য দিল্লি পুলিশের কাছে আবেদন জানিয়েছিলেন নিঃসঙ্গ এক যুবক। নিজের নিঃসঙ্গতাকে বোঝাতে ইংরেজিতে ‘সিঙ্গেল’ লিখতে গিয়ে বানান ভুলে তিনি আবার লিখে ফেলেছেন ‘সিগন্যাল’।
মজার বিষয় হলো—ভারতের দিল্লির ওই যুবকের আবেদনে সাড়া দিয়েছে রাজ্য পুলিশ। যুবকের টুইটটি শেয়ার করে দিল্লি পুলিশের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘স্যার, আমরা তাঁকে খুঁজে পেতে সাহায্য করতে পারি ঠিক তখনই যদি তিনি নিখোঁজ হন।’
অ্যাক্সের ওই পোস্টে কিছুটা কৌতুক করে নিঃসঙ্গ ওই যুবককে একটি পরামর্শও দিয়েছে দিল্লি পুলিশ। যুবকের উদ্দেশে তারা লিখেছে—আপনি যদি ‘সিগন্যাল’ হন, তবে আমরা আশা করবো আপনি লাল নয়, বরং সবুজ থাকুন!
বলা বাহুল্য, দিল্লি পুলিশের এমন সাড়া রীতিমতো ভাইরাল হয়ে গেছে অ্যাক্স মাধ্যমে। শেষ খবর পাওয়া পর্যন্ত দিল্লি পুলিশের ওই পোস্টটি পৌনে সাত লাখেরও বেশি ভিউ হয়েছে। পোস্টটির লাইক বাটন চেপেছেন ১৭ হাজারের বেশি মানুষ। আর প্রায় আড়াই হাজার মানুষ এই নিজেদের মতামত দিয়েছেন।
দিল্লি পুলিশের পোস্টে একজন মন্তব্য করেছেন, ‘সিঙ্গেলরা যে দুঃখী, এটা সত্য। তবে এর জন্য দিল্লি পুলিশের সাহায্য চাওয়া একটু বেশিই হয়ে গেছে। তারপরও অনুভূতি প্রকাশ করা গুরুত্বপূর্ণ। লোকটির জন্য শুভকামনা। তাঁকে বোঝার জন্য দিল্লি পুলিশকে ধন্যবাদ।’
আরেকজন লিখেছেন, ‘যদি ব্যক্তিটি সিঙ্গেল না লিখে সিগন্যাল লিখে থাকেন, তবে তিনি অনেকের কাছেই এখন লাল আলো হয়ে গেছেন।’
মন্তব্যকারীদের বেশির ভাগই পোস্টটি নিয়ে হাস্যরসে মেতে উঠেছিলেন। অনেকেই দিল্লি পুলিশের রসবোধের প্রশংসা করেছেন। কেউ কেউ আবার কাজ বা দিয়ে এসব বিষয় নিয়ে মেতে থাকার জন্য পুলিশের সমালোচনাও করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাক্সে একজন প্রেমিকা খুঁজে দেওয়ার জন্য দিল্লি পুলিশের কাছে আবেদন জানিয়েছিলেন নিঃসঙ্গ এক যুবক। নিজের নিঃসঙ্গতাকে বোঝাতে ইংরেজিতে ‘সিঙ্গেল’ লিখতে গিয়ে বানান ভুলে তিনি আবার লিখে ফেলেছেন ‘সিগন্যাল’।
মজার বিষয় হলো—ভারতের দিল্লির ওই যুবকের আবেদনে সাড়া দিয়েছে রাজ্য পুলিশ। যুবকের টুইটটি শেয়ার করে দিল্লি পুলিশের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘স্যার, আমরা তাঁকে খুঁজে পেতে সাহায্য করতে পারি ঠিক তখনই যদি তিনি নিখোঁজ হন।’
অ্যাক্সের ওই পোস্টে কিছুটা কৌতুক করে নিঃসঙ্গ ওই যুবককে একটি পরামর্শও দিয়েছে দিল্লি পুলিশ। যুবকের উদ্দেশে তারা লিখেছে—আপনি যদি ‘সিগন্যাল’ হন, তবে আমরা আশা করবো আপনি লাল নয়, বরং সবুজ থাকুন!
বলা বাহুল্য, দিল্লি পুলিশের এমন সাড়া রীতিমতো ভাইরাল হয়ে গেছে অ্যাক্স মাধ্যমে। শেষ খবর পাওয়া পর্যন্ত দিল্লি পুলিশের ওই পোস্টটি পৌনে সাত লাখেরও বেশি ভিউ হয়েছে। পোস্টটির লাইক বাটন চেপেছেন ১৭ হাজারের বেশি মানুষ। আর প্রায় আড়াই হাজার মানুষ এই নিজেদের মতামত দিয়েছেন।
দিল্লি পুলিশের পোস্টে একজন মন্তব্য করেছেন, ‘সিঙ্গেলরা যে দুঃখী, এটা সত্য। তবে এর জন্য দিল্লি পুলিশের সাহায্য চাওয়া একটু বেশিই হয়ে গেছে। তারপরও অনুভূতি প্রকাশ করা গুরুত্বপূর্ণ। লোকটির জন্য শুভকামনা। তাঁকে বোঝার জন্য দিল্লি পুলিশকে ধন্যবাদ।’
আরেকজন লিখেছেন, ‘যদি ব্যক্তিটি সিঙ্গেল না লিখে সিগন্যাল লিখে থাকেন, তবে তিনি অনেকের কাছেই এখন লাল আলো হয়ে গেছেন।’
মন্তব্যকারীদের বেশির ভাগই পোস্টটি নিয়ে হাস্যরসে মেতে উঠেছিলেন। অনেকেই দিল্লি পুলিশের রসবোধের প্রশংসা করেছেন। কেউ কেউ আবার কাজ বা দিয়ে এসব বিষয় নিয়ে মেতে থাকার জন্য পুলিশের সমালোচনাও করেছেন।

ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ চাবাহার বন্দর নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। ট্রাম্প প্রশাসনের কড়া নিষেধাজ্ঞা এবং ইরানের সঙ্গে ব্যবসা-বাণিজ্যে জড়িত দেশগুলোর ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকির মুখে চাবাহার প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে।
৪ ঘণ্টা আগে
ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকা গাজায় ‘শান্তি’ আনতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘বোর্ড অব পিস’ গঠন করেছেন। গাজায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অংশ ছিল এই ‘বোর্ড অব পিস’। গতকাল শুক্রবার এক বিবৃতির মাধ্যমে এই পর্ষদের সদস্যদের নাম ঘোষণা করেছে হোয়াইট হাউস।
৪ ঘণ্টা আগে
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘যদি কোনো দেশ গ্রিনল্যান্ড ইস্যুতে আমাদের সঙ্গে একমত না হয়, তবে আমি তাদের ওপর শুল্ক বসাতে পারি। কারণ, জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন।’ তবে কোন কোন দেশের ওপর এই শুল্ক আরোপ হতে পারে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
১৬ ঘণ্টা আগে
ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি দাবি করেছেন, দেশটিতে চলমান গণজাগরণ এখন একটি পূর্ণাঙ্গ বিপ্লবে রূপ নিয়েছে। আজ শুক্রবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের পতন হবেই—প্রশ্নটি এখন ‘হবে কি না’ তা নয়, বরং ‘কখন হবে’ তা নিয়ে।
১৬ ঘণ্টা আগে