কলকাতা প্রতিনিধি

ভারতের বিখ্যাত ভোট ইঞ্জিনিয়ার প্রশান্ত কিশোর (পিকে) কংগ্রেসে যোগ দেবেন না বলে এক টুইট বার্তায় জানিয়েছেন। আজ মঙ্গলবার এক টুইট বার্তায় পিকে জানান, কংগ্রেসের প্রয়োজন যোগ্য নেতৃত্ব এবং সমস্যা সমাধানে আন্তরিক প্রচেষ্টার। সেই সঙ্গে দলকে ঘুরে দাঁড়াতে আমূল সংস্কারের প্রয়োজন। ক্ষমতাসম্পন্ন কমিটির দায়িত্ব দিতে চেয়ে কংগ্রেস নেতৃত্ব তাঁকে সম্মান জানিয়েছে।
কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী থেকে শুরু করে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দফায় দফায় বৈঠক করেও প্রশান্ত কিশোর জানান, কংগ্রেসে তাঁর প্রয়োজন নেই। তাঁর এই ঘোষণার পর এখন দেখার বিষয় কংগ্রেস তাঁকে ভোট ইঞ্জিনিয়ার হিসেবে ব্যবহার করে কিনা।
গতকাল সোমবার কংগ্রেসের উচ্চ পর্যায়ের বৈঠকের পর রনদীর সিং সুরজেওয়ালা জানান, দলের চিন্তন কমিটির বৈঠকে ৪০০ প্রতিনিধির সামনে ঘোষিত হবে ২০২৪ সালের নির্বাচনের জন্য উচ্চক্ষমতা সম্পন্ন কমিটি। অনেকেই ধরে নিয়েছিলেন সেই কমিটিতে থাকবেন পিকে। কিন্তু পিকে থাকছেন না।
রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করেন, পশ্চিমবঙ্গে তৃণমূল, তেলেঙ্গানায় টিআরএসের মতো গোটা দেশে কংগ্রেসের পরামর্শদাতা হিসেবেই কাজ করতে চান পিকে। সেই সঙ্গে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিরোধীদের এক জোট করার কাজও করতে চান তিনি।
পিকেকে কংগ্রেস নেওয়া নিয়ে দলের মধ্যেও বিরোধ ছিল। অনেকেই তাঁর নেতৃত্ব মেনে নিতে প্রস্তুত ছিলেন না। আবার পিকের কংগ্রেসে যোগদানের সম্ভাবনা শুরু হতেই তৃণমূলও কটাক্ষ করতে শুরু করেছিল। তৃণমূল সাংসদ সুস্মিতা দেব সম্প্রতি মন্তব্য করেন, তৃণমূলে ভোট ইঞ্জিনিয়ারের অভাব নেই। মমতা ব্যানার্জি নিজেও ভালো বোঝেন নির্বাচন।
তবে টুইট বার্তায় সুরজেওয়ালাও এদিন তাঁর পরামর্শের প্রশংসা করেছেন। ফলে সম্পর্ককে এখনই তিক্ততার দিকে নিয়ে যেতে চান না কংগ্রেস বা পিকে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

ভারতের বিখ্যাত ভোট ইঞ্জিনিয়ার প্রশান্ত কিশোর (পিকে) কংগ্রেসে যোগ দেবেন না বলে এক টুইট বার্তায় জানিয়েছেন। আজ মঙ্গলবার এক টুইট বার্তায় পিকে জানান, কংগ্রেসের প্রয়োজন যোগ্য নেতৃত্ব এবং সমস্যা সমাধানে আন্তরিক প্রচেষ্টার। সেই সঙ্গে দলকে ঘুরে দাঁড়াতে আমূল সংস্কারের প্রয়োজন। ক্ষমতাসম্পন্ন কমিটির দায়িত্ব দিতে চেয়ে কংগ্রেস নেতৃত্ব তাঁকে সম্মান জানিয়েছে।
কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী থেকে শুরু করে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দফায় দফায় বৈঠক করেও প্রশান্ত কিশোর জানান, কংগ্রেসে তাঁর প্রয়োজন নেই। তাঁর এই ঘোষণার পর এখন দেখার বিষয় কংগ্রেস তাঁকে ভোট ইঞ্জিনিয়ার হিসেবে ব্যবহার করে কিনা।
গতকাল সোমবার কংগ্রেসের উচ্চ পর্যায়ের বৈঠকের পর রনদীর সিং সুরজেওয়ালা জানান, দলের চিন্তন কমিটির বৈঠকে ৪০০ প্রতিনিধির সামনে ঘোষিত হবে ২০২৪ সালের নির্বাচনের জন্য উচ্চক্ষমতা সম্পন্ন কমিটি। অনেকেই ধরে নিয়েছিলেন সেই কমিটিতে থাকবেন পিকে। কিন্তু পিকে থাকছেন না।
রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করেন, পশ্চিমবঙ্গে তৃণমূল, তেলেঙ্গানায় টিআরএসের মতো গোটা দেশে কংগ্রেসের পরামর্শদাতা হিসেবেই কাজ করতে চান পিকে। সেই সঙ্গে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিরোধীদের এক জোট করার কাজও করতে চান তিনি।
পিকেকে কংগ্রেস নেওয়া নিয়ে দলের মধ্যেও বিরোধ ছিল। অনেকেই তাঁর নেতৃত্ব মেনে নিতে প্রস্তুত ছিলেন না। আবার পিকের কংগ্রেসে যোগদানের সম্ভাবনা শুরু হতেই তৃণমূলও কটাক্ষ করতে শুরু করেছিল। তৃণমূল সাংসদ সুস্মিতা দেব সম্প্রতি মন্তব্য করেন, তৃণমূলে ভোট ইঞ্জিনিয়ারের অভাব নেই। মমতা ব্যানার্জি নিজেও ভালো বোঝেন নির্বাচন।
তবে টুইট বার্তায় সুরজেওয়ালাও এদিন তাঁর পরামর্শের প্রশংসা করেছেন। ফলে সম্পর্ককে এখনই তিক্ততার দিকে নিয়ে যেতে চান না কংগ্রেস বা পিকে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

ভারতে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় এবার নজিরবিহীন বিতর্কের সৃষ্টি হলো। খোদ নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র (নাতির ছেলে) চন্দ্র বসুকে নাগরিকত্বের প্রমাণ যাচাইয়ের জন্য ‘এসআইআর’ শুনানিতে তলব করেছে নির্বাচন কমিশন। এই নোটিস পাওয়া মাত্রই তীব্র বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক এই বিজেপি নেতা।
১ ঘণ্টা আগে
স্পেনের দক্ষিণাঞ্চলে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। এতে আরও বহু মানুষ আহত হয়েছেন। স্পেনের সিভিল গার্ড এ তথ্য জানিয়েছে। এটি গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে দেশটির সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর বিবিসির।
৩ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্র দায়মুক্তির মনোভাব নিয়ে কাজ করছে এবং আন্তর্জাতিক আইনের চেয়ে নিজ শক্তি ও ‘গায়ের জোরকেই’ বেশি গুরুত্ব দিচ্ছে। এমনটাই মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, ওয়াশিংটনের কাছে বহুপক্ষীয় সমাধান কার্যত অপ্রাসঙ্গিক বলে মনে হচ্ছে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি মোটেলে মাদক ও যৌনব্যবসার অভিযোগে এক ভারতীয় দম্পতিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, ফেডারেল ও স্থানীয় গোয়েন্দাদের যৌথ অভিযানে ওই অপরাধ চক্রের মূল আস্তানা হিসেবে পরিচিত মোটেলটিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৫ ঘণ্টা আগে