
ভারতের একটি হাসপাতাল থেকে সাত বছর বয়সী সন্তানের মৃতদেহ কাঁধে নিয়ে প্রায় ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাড়ি ফিরেছেন এক ব্যক্তি। ঘটনাটির ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি আজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
এনডিটিভি জানিয়েছে, মর্মান্তিক এ ঘটনা ঘটেছে ভারতের ছত্তিশগড়ে। সেখানকার সুরগুজা জেলার আমডালা গ্রামের ঈশ্বর দাসের সাত বছর বয়সী মেয়ে সুরেখা কয়েক দিন ধরে জ্বরে ভুগছিল। গতকাল শুক্রবার ঈশ্বর দাস তাকে লখনপুর কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানেই সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। এরপর মেয়ের মৃতদেহ বাড়িতে নেওয়ার ব্যবস্থা করতে না পেরে নিজের কাঁধে তুলে নেন এবং হেঁটেই বাড়ির পথে রওনা দেন। বাড়ি পৌঁছাতে তাঁকে ১০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়।
হাসপাতালের স্বাস্থ্য সহকারী ডা. বিনোদ ভার্গব বলেছেন, ‘অসুস্থ মেয়েটির অক্সিজেন লেভেল খুবই কম ছিল। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিতে শুরু করলেও অবস্থার দ্রুত অবনতি হয় এবং একসময় সে মারা যায়।’
চিকিৎসক বিনোদ ভার্গব আরও বলেন, ‘আমরা মৃতদেহ বহনকারী গাড়ি আনতে পাঠিয়েছিলাম। গাড়ি এসে পৌঁছায় ৯টা ২০ মিনিটে। কিন্তু তার আগেই মৃতদেহ নিয়ে হাসপাতাল ছেড়ে চলে যায় তার পরিবার।’
এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা স্থানীয় প্রশাসনের নজরে আসে। ছত্তিশগড়ের স্বাস্থ্যমন্ত্রী টি এস সিং দেও বলেন, ‘আমি ভিডিওটি দেখেছি, এটি সত্যিই খুবই মর্মান্তিক এবং বিব্রতকর।’ তিনি দ্রুত এ ঘটনার তদন্ত করার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্টদের।

ভারতের একটি হাসপাতাল থেকে সাত বছর বয়সী সন্তানের মৃতদেহ কাঁধে নিয়ে প্রায় ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাড়ি ফিরেছেন এক ব্যক্তি। ঘটনাটির ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি আজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
এনডিটিভি জানিয়েছে, মর্মান্তিক এ ঘটনা ঘটেছে ভারতের ছত্তিশগড়ে। সেখানকার সুরগুজা জেলার আমডালা গ্রামের ঈশ্বর দাসের সাত বছর বয়সী মেয়ে সুরেখা কয়েক দিন ধরে জ্বরে ভুগছিল। গতকাল শুক্রবার ঈশ্বর দাস তাকে লখনপুর কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানেই সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। এরপর মেয়ের মৃতদেহ বাড়িতে নেওয়ার ব্যবস্থা করতে না পেরে নিজের কাঁধে তুলে নেন এবং হেঁটেই বাড়ির পথে রওনা দেন। বাড়ি পৌঁছাতে তাঁকে ১০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়।
হাসপাতালের স্বাস্থ্য সহকারী ডা. বিনোদ ভার্গব বলেছেন, ‘অসুস্থ মেয়েটির অক্সিজেন লেভেল খুবই কম ছিল। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিতে শুরু করলেও অবস্থার দ্রুত অবনতি হয় এবং একসময় সে মারা যায়।’
চিকিৎসক বিনোদ ভার্গব আরও বলেন, ‘আমরা মৃতদেহ বহনকারী গাড়ি আনতে পাঠিয়েছিলাম। গাড়ি এসে পৌঁছায় ৯টা ২০ মিনিটে। কিন্তু তার আগেই মৃতদেহ নিয়ে হাসপাতাল ছেড়ে চলে যায় তার পরিবার।’
এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা স্থানীয় প্রশাসনের নজরে আসে। ছত্তিশগড়ের স্বাস্থ্যমন্ত্রী টি এস সিং দেও বলেন, ‘আমি ভিডিওটি দেখেছি, এটি সত্যিই খুবই মর্মান্তিক এবং বিব্রতকর।’ তিনি দ্রুত এ ঘটনার তদন্ত করার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্টদের।

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবার নিয়ম অনুযায়ী, মার্কিন নাগরিকের স্বামী বা স্ত্রী ‘ইমিডিয়েট রিলেটিভ’ বা নিকটাত্মীয় ক্যাটাগরিতে পড়েন এবং তাঁরা গ্রিন কার্ডের জন্য আবেদনের যোগ্য। তবে ৩০ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন অভিবাসন আইনজীবী ব্র্যাড বার্নস্টাইন সতর্ক করে দিয়ে বলেছেন, বর্তমান ট্রাম্প প্রশাস
৩৩ মিনিট আগে
রোলেক্স ঘড়ি, লুই ভিটন ব্যাগ কিংবা আইফোন—মহামূল্যবান ব্র্যান্ডের এসব পণ্য অনেকেরই কেনার সাধ্য নেই। তবে মানুষের আগ্রহের কারণে এসব পণ্যের ‘সেকেন্ড হ্যান্ড’ বাজারও জনপ্রিয় হয়ে উঠেছে। ব্যবহৃত বিলাসী পণ্য ক্রয়ের ক্ষেত্রে এখন ক্রেতাদের কাছে এক নতুন মানদণ্ড হয়ে উঠেছে ‘ইউজড ইন জাপান’।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শ্রদ্ধা জানাতে আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মিশন প্রাঙ্গণে রাখা শোক বইয়ে স্বাক্ষর করে তিনি বাংলাদেশের অন্যতম প্রভাবশালী এই রাজনৈতিক
২ ঘণ্টা আগে
গত বছরের নভেম্বরে ইউরোপের বাইরে ১৯টি দেশের নাগরিকদের সব ধরনের ভিসা আবেদন স্থগিত করে যুক্তরাষ্ট্র। এর মধ্যে গ্রিন কার্ড ও মার্কিন নাগরিকত্বের আবেদনও ছিল। জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার উদ্বেগ দেখিয়ে ট্রাম্প প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। তালিকায় আফ্রিকার একাধিক দেশও ছিল।
২ ঘণ্টা আগে