আজকের পত্রিকা ডেস্ক

ভারত-পাকিস্তানের মধ্যে সাড়ে তিন দিনের পাল্টাপাল্টি হামলার পর গত শনিবার যুদ্ধবিরতির ঘোষণা আসে। যুদ্ধবিরতির পর আজ সোমবার প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভারতীয় সময় রাত ৮টায় (বাংলাদেশ সময় ৮:৩০) জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি।
কাশ্মীর ইস্যু নিয়ে দীর্ঘদিনের অস্থিরতা গত ২২ এপ্রিল ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলার পর নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে। ওই হামলায় ২৫ পর্যটক ও একজন স্থানীয় গাইড নিহত হন। একটি সশস্ত্র গোষ্ঠী হামলার দায় স্বীকার করলেও পরে তারা অস্বীকার করে। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে; ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করে।
এরপর থেকে দেশ দুটি একের পর এক পদক্ষেপ নিতে শুরু করে। প্রথমে এটি কূটনৈতিক পর্যায়ে থাকলেও দ্রুত সামরিক সংঘাতের দিকে মোড় নেয়। তবে গত শনিবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত-পাকিস্তান।
পেহেলগাম হামলার পর দেশজুড়ে জনরোষ ছড়িয়ে পড়লে ভারত সরকার কূটনৈতিকভাবে কড়া প্রতিক্রিয়া জানায়। বন্ধ করে দেওয়া হয় ১৯৬০ সালের সিন্দু পানিচুক্তি, বাতিল করা হয় পাকিস্তানি নাগরিকদের ভিসা এবং বন্ধ করে দেওয়া হয় সীমান্তের আটারি-ওয়াঘা সমন্বিত চেকপোস্ট।
গত ৩০ এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিন বাহিনীর প্রধান, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে তিনি ভারতের সশস্ত্র বাহিনীকে পূর্ণ অভিযানের স্বাধীনতা দিয়েছিলেন।
পেহেলগাম হামলার পর ভারতের নিরাপত্তা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পর পর দুটি সর্বদলীয় বৈঠক করে কেন্দ্র সরকার। কিন্তু এসব বৈঠকের কোনোটিতেই উপস্থিত ছিলেন না নরেন্দ্র মোদি। বিষয়টি নিয়ে বিরোধী দলগুলো সমালোচনাও করে। তবে পরিস্থিতি ক্রমে খারাপ হতে থাকলে জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক শেষে গত ৭ মে সীমান্তের ওপারে পাকিস্তান ও পাকিস্তান–নিয়ন্ত্রিত কাশ্মীরে ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করার ঘোষণা দেয় ভারত।
সরকারি সূত্র জানিয়েছে, আজকের ভাষণে প্রধানমন্ত্রী মোদি অভিযান ও কূটনৈতিক পদক্ষেপের পেছনের বিবরণ, যুদ্ধবিরতির বাস্তবতা এবং ভারতের পরবর্তী কৌশল তুলে ধরতে পারেন।

ভারত-পাকিস্তানের মধ্যে সাড়ে তিন দিনের পাল্টাপাল্টি হামলার পর গত শনিবার যুদ্ধবিরতির ঘোষণা আসে। যুদ্ধবিরতির পর আজ সোমবার প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভারতীয় সময় রাত ৮টায় (বাংলাদেশ সময় ৮:৩০) জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি।
কাশ্মীর ইস্যু নিয়ে দীর্ঘদিনের অস্থিরতা গত ২২ এপ্রিল ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলার পর নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে। ওই হামলায় ২৫ পর্যটক ও একজন স্থানীয় গাইড নিহত হন। একটি সশস্ত্র গোষ্ঠী হামলার দায় স্বীকার করলেও পরে তারা অস্বীকার করে। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে; ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করে।
এরপর থেকে দেশ দুটি একের পর এক পদক্ষেপ নিতে শুরু করে। প্রথমে এটি কূটনৈতিক পর্যায়ে থাকলেও দ্রুত সামরিক সংঘাতের দিকে মোড় নেয়। তবে গত শনিবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত-পাকিস্তান।
পেহেলগাম হামলার পর দেশজুড়ে জনরোষ ছড়িয়ে পড়লে ভারত সরকার কূটনৈতিকভাবে কড়া প্রতিক্রিয়া জানায়। বন্ধ করে দেওয়া হয় ১৯৬০ সালের সিন্দু পানিচুক্তি, বাতিল করা হয় পাকিস্তানি নাগরিকদের ভিসা এবং বন্ধ করে দেওয়া হয় সীমান্তের আটারি-ওয়াঘা সমন্বিত চেকপোস্ট।
গত ৩০ এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিন বাহিনীর প্রধান, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে তিনি ভারতের সশস্ত্র বাহিনীকে পূর্ণ অভিযানের স্বাধীনতা দিয়েছিলেন।
পেহেলগাম হামলার পর ভারতের নিরাপত্তা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পর পর দুটি সর্বদলীয় বৈঠক করে কেন্দ্র সরকার। কিন্তু এসব বৈঠকের কোনোটিতেই উপস্থিত ছিলেন না নরেন্দ্র মোদি। বিষয়টি নিয়ে বিরোধী দলগুলো সমালোচনাও করে। তবে পরিস্থিতি ক্রমে খারাপ হতে থাকলে জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক শেষে গত ৭ মে সীমান্তের ওপারে পাকিস্তান ও পাকিস্তান–নিয়ন্ত্রিত কাশ্মীরে ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করার ঘোষণা দেয় ভারত।
সরকারি সূত্র জানিয়েছে, আজকের ভাষণে প্রধানমন্ত্রী মোদি অভিযান ও কূটনৈতিক পদক্ষেপের পেছনের বিবরণ, যুদ্ধবিরতির বাস্তবতা এবং ভারতের পরবর্তী কৌশল তুলে ধরতে পারেন।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘যদি কোনো দেশ গ্রিনল্যান্ড ইস্যুতে আমাদের সঙ্গে একমত না হয়, তবে আমি তাদের ওপর শুল্ক বসাতে পারি। কারণ জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন।’ তবে কোন কোন দেশের ওপর এই শুল্ক আরোপ হতে পারে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
২ মিনিট আগে
ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি দাবি করেছেন, দেশটিতে চলমান গণজাগরণ এখন একটি পূর্ণাঙ্গ বিপ্লবে রূপ নিয়েছে। আজ শুক্রবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের পতন হবেই—প্রশ্নটি এখন ‘হবে কি না’ তা নয়, বরং ‘কখন হবে’ তা নিয়ে।
১২ মিনিট আগে
গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনায় বলা হয়েছিল—অবিলম্বে সব ধরনের সামরিক হামলা বন্ধ করতে হবে; ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে; গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সুনির্দিষ্ট সীমা নির্ধারণ করতে হবে; পূর্ণমাত্রায় মানবিক সহায়তা...
৪ ঘণ্টা আগে
এনডিটিভি জানিয়েছে, সীতামাড়ির ঝাঝিহাট গ্রামে সপ্তম শ্রেণির ছাত্র রিতেশ কুমার (ডাকনাম গোলু) সকালে যখন কোচিং ক্লাসে যাচ্ছিল, সে সময় এক দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই ছাত্র। খবর পেয়ে রিতেশের পরিবার ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যায়।
৬ ঘণ্টা আগে