আজকের পত্রিকা ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে নেপালে তরুণদের নেতৃত্বে সহিংস বিক্ষোভের জেরে ভারত-নেপাল সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিবেশী এই হিমালয়ের দেশটিতে জনরোষের মুখে গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করেন।
বিক্ষোভের ঢেউ যাতে ভারতের ভূখণ্ডে না ছড়ায়, তা নিশ্চিত করতে দেশটির সীমান্ত রক্ষাকারী বাহিনী সশস্ত্র সীমা বলের (এসএসবি) সঙ্গে রাজ্য পুলিশকে যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
ভারতের এক সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, নেপালের উত্তেজনার পরিপ্রেক্ষিতে ভারত-নেপাল সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। সশস্ত্র সীমা বল পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।
ভারত ও নেপালের মধ্যে ১ হাজার ৭৫১ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে; যা উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, বিহার, সিকিম ও পশ্চিমবঙ্গ রাজ্যজুড়ে বিস্তৃত। ১৯৫০ সালের শান্তি ও মৈত্রী চুক্তির মাধ্যমে দুই দেশের নাগরিক ও পণ্যের অবাধ চলাচল আনুষ্ঠানিকভাবে স্বীকৃত হয়েছিল।
তবে বর্তমানে উচ্চ সতর্কতার কারণে সীমান্ত পারাপারে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, উত্তর প্রদেশের লাখিমপুর খেরি জেলার গৌরিফাঁটা সীমান্তে ভারতীয় নিরাপত্তা বাহিনী নেপালিদের ভারতে প্রবেশ করতে দিচ্ছে না। তবে ভারতের নাগরিকেরা দেশে ফিরতে পারছেন। একইভাবে নেপালও ভারতীয়দের প্রবেশে বাধা দিচ্ছে। যদিও ভারতে থাকা নেপালের নাগরিকদের দেশে ফেরার অনুমতি দেওয়া হচ্ছে।
পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার পানিটাঙ্কি সীমান্ত শহর থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, দুই দেশের মধ্যে বাণিজ্য আংশিকভাবে বন্ধ থাকায় পণ্যবাহী ট্রাক আটকে আছে।
ওই এলাকার পুলিশ সুপার (এসপি) প্রবীণ প্রকাশ বলেন, ‘এখানে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা হয়েছে এবং বাহিনী মোতায়েন আছে। আমরা সতর্ক অবস্থায় আছি এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’
একই সতর্কতা উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, বিহারসহ ভারতের অন্যান্য নেপাল সীমান্তবর্তী এলাকায়ও জারি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে নেপালে তরুণদের নেতৃত্বে সহিংস বিক্ষোভের জেরে ভারত-নেপাল সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিবেশী এই হিমালয়ের দেশটিতে জনরোষের মুখে গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করেন।
বিক্ষোভের ঢেউ যাতে ভারতের ভূখণ্ডে না ছড়ায়, তা নিশ্চিত করতে দেশটির সীমান্ত রক্ষাকারী বাহিনী সশস্ত্র সীমা বলের (এসএসবি) সঙ্গে রাজ্য পুলিশকে যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
ভারতের এক সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, নেপালের উত্তেজনার পরিপ্রেক্ষিতে ভারত-নেপাল সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। সশস্ত্র সীমা বল পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।
ভারত ও নেপালের মধ্যে ১ হাজার ৭৫১ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে; যা উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, বিহার, সিকিম ও পশ্চিমবঙ্গ রাজ্যজুড়ে বিস্তৃত। ১৯৫০ সালের শান্তি ও মৈত্রী চুক্তির মাধ্যমে দুই দেশের নাগরিক ও পণ্যের অবাধ চলাচল আনুষ্ঠানিকভাবে স্বীকৃত হয়েছিল।
তবে বর্তমানে উচ্চ সতর্কতার কারণে সীমান্ত পারাপারে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, উত্তর প্রদেশের লাখিমপুর খেরি জেলার গৌরিফাঁটা সীমান্তে ভারতীয় নিরাপত্তা বাহিনী নেপালিদের ভারতে প্রবেশ করতে দিচ্ছে না। তবে ভারতের নাগরিকেরা দেশে ফিরতে পারছেন। একইভাবে নেপালও ভারতীয়দের প্রবেশে বাধা দিচ্ছে। যদিও ভারতে থাকা নেপালের নাগরিকদের দেশে ফেরার অনুমতি দেওয়া হচ্ছে।
পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার পানিটাঙ্কি সীমান্ত শহর থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, দুই দেশের মধ্যে বাণিজ্য আংশিকভাবে বন্ধ থাকায় পণ্যবাহী ট্রাক আটকে আছে।
ওই এলাকার পুলিশ সুপার (এসপি) প্রবীণ প্রকাশ বলেন, ‘এখানে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা হয়েছে এবং বাহিনী মোতায়েন আছে। আমরা সতর্ক অবস্থায় আছি এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’
একই সতর্কতা উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, বিহারসহ ভারতের অন্যান্য নেপাল সীমান্তবর্তী এলাকায়ও জারি করা হয়েছে।

ইন্টারনেট সেন্সরশিপ পর্যবেক্ষণকারী সংস্থা ফিল্টারওয়াচের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে ইন্টারনেট ব্যবহার আর সাধারণ নাগরিক অধিকার নয়, বরং সরকারের দেওয়া ‘বিশেষ সুযোগ’ হিসেবে গণ্য হবে। ফিল্টারওয়াচের প্রধান আমির রাশিদি জানান, নতুন পরিকল্পনা অনুযায়ী, যাঁদের নিরাপত্তা ছাড়পত্র আছে বা যাঁরা সরকারি যাচাই
২ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত করার পরিকল্পনায় বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর শুল্কের খড়্গ চালিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্কসহ উত্তর ইউরোপ ও পশ্চিম ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের অভিযানের কয়েক মাস আগেই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছিল ট্রাম্প প্রশাসন। অভিযানের পরও এই যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত একাধিক ব্যক্তি।
৫ ঘণ্টা আগে
আল-জাজিরার তেহরান প্রতিনিধি রেসুল সেরদার জানান, খামেনির বক্তব্যে আগের অবস্থান পুনর্ব্যক্ত হলেও একটি গুরুত্বপূর্ণ ও নতুন তথ্য উঠে এসেছে। সেটা হলো, প্রাণহানির সংখ্যা। তিনি বলেন, ‘এই প্রথম খামেনি নিহতের সংখ্যা নিয়ে ইঙ্গিত দিলেন। তিনি বলেছেন, সহিংস বিক্ষোভকারীরা হাজার হাজার মানুষকে হত্যা করেছে।’
৬ ঘণ্টা আগে