কলকাতা প্রতিনিধি

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সর্বশেষ আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যটিতে এখন পর্যন্ত চলতি মৌসুমে বন্যা এবং ভূমিধসে অন্তত ৭৪ জনের মৃত্যু হলো। আসামের ৩৫টি জেলার মধ্যে ৩৩ জেলাই বন্যাকবলিত। এসব জেলার অন্তত ৪২ লাখ মানুষ পানিবন্দী হয়ে রয়েছে।
আসাম সরকারের হিসাব অনুসারে, গত ২৪ ঘণ্টায় ৩ শিশু, ২ পুলিশ সদস্যসহ অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এই ১২ জনের মধ্যে বাঙালি অধ্যুষিত বরাক উপত্যকায় ভূমিধসেই মৃত্যু হয়েছে তিনজনের। এ ছাড়া আজ সোমবার সকালে হোজাইতে এক ব্যক্তি পানিতে ডুবে প্রাণ হারান। এদিকে, শিগগিরই বন্যা এবং বৃষ্টি পরিস্থিতির উন্নতির কোনো সম্ভাবনা নেই। আসাম সরকারের আবহাওয়া দপ্তরের অনুমান, আগামী বুধবার পর্যন্ত চলবে বৃষ্টি।
এদিকে, পানিবন্দী ব্যক্তিদের উদ্ধারে নামানো হয়েছে সেনাবাহিনীকে। আসামের দুই প্রধান নদী ব্রহ্মপুত্র ও বরাকের পানি বহু জায়গায়ই বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর বন্যার সঙ্গে সঙ্গে যুক্ত হয়েছে প্রবল বর্ষণ। আর এই বর্ষণে বিভিন্ন স্থানে ঘটছে ভূমিধসের ঘটনা।
আসামের নগাঁও জেলায় বন্যার্তদের উদ্ধারে গিয়ে রোববার রাতে দুর্ঘটনার কবলে পড়েন আসাম পুলিশের সাব ইন্সপেক্টর সমুজ্জ্বল কাকোতি এবং কনস্টেবল রাজীব বড়দলৈ। সোমবার তাঁদের মরদেহ উদ্ধার হয়। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন আসাম রাজ্য পুলিশের স্পেশাল ইনস্ট্রাক্টর জেনারেল জিপি সিং।
আসামের প্রতিবেশী মেঘালয়েও ধসে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে চলতি মৌসুমে। মণিপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ভূমিধসে বিপর্যস্ত অরুণাচল প্রদেশও। সিকিমেও একাধিক ভূমিধসের ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে উত্তর-পূর্বাঞ্চলের সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থাও বিপর্যস্ত।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সর্বশেষ আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যটিতে এখন পর্যন্ত চলতি মৌসুমে বন্যা এবং ভূমিধসে অন্তত ৭৪ জনের মৃত্যু হলো। আসামের ৩৫টি জেলার মধ্যে ৩৩ জেলাই বন্যাকবলিত। এসব জেলার অন্তত ৪২ লাখ মানুষ পানিবন্দী হয়ে রয়েছে।
আসাম সরকারের হিসাব অনুসারে, গত ২৪ ঘণ্টায় ৩ শিশু, ২ পুলিশ সদস্যসহ অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এই ১২ জনের মধ্যে বাঙালি অধ্যুষিত বরাক উপত্যকায় ভূমিধসেই মৃত্যু হয়েছে তিনজনের। এ ছাড়া আজ সোমবার সকালে হোজাইতে এক ব্যক্তি পানিতে ডুবে প্রাণ হারান। এদিকে, শিগগিরই বন্যা এবং বৃষ্টি পরিস্থিতির উন্নতির কোনো সম্ভাবনা নেই। আসাম সরকারের আবহাওয়া দপ্তরের অনুমান, আগামী বুধবার পর্যন্ত চলবে বৃষ্টি।
এদিকে, পানিবন্দী ব্যক্তিদের উদ্ধারে নামানো হয়েছে সেনাবাহিনীকে। আসামের দুই প্রধান নদী ব্রহ্মপুত্র ও বরাকের পানি বহু জায়গায়ই বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর বন্যার সঙ্গে সঙ্গে যুক্ত হয়েছে প্রবল বর্ষণ। আর এই বর্ষণে বিভিন্ন স্থানে ঘটছে ভূমিধসের ঘটনা।
আসামের নগাঁও জেলায় বন্যার্তদের উদ্ধারে গিয়ে রোববার রাতে দুর্ঘটনার কবলে পড়েন আসাম পুলিশের সাব ইন্সপেক্টর সমুজ্জ্বল কাকোতি এবং কনস্টেবল রাজীব বড়দলৈ। সোমবার তাঁদের মরদেহ উদ্ধার হয়। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন আসাম রাজ্য পুলিশের স্পেশাল ইনস্ট্রাক্টর জেনারেল জিপি সিং।
আসামের প্রতিবেশী মেঘালয়েও ধসে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে চলতি মৌসুমে। মণিপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ভূমিধসে বিপর্যস্ত অরুণাচল প্রদেশও। সিকিমেও একাধিক ভূমিধসের ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে উত্তর-পূর্বাঞ্চলের সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থাও বিপর্যস্ত।

চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘যেহেতু আপনার দেশ (নরওয়ে) আমাকে আটটির বেশি যুদ্ধ থামানোর পরও নোবেল দেয়নি, তাই আমি আর শান্তির তোয়াক্কা করি না। এখন আমি তা-ই করব, যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো ও সঠিক।’
৩৮ মিনিট আগে
আজ সোমবার এক সংবাদ সম্মেলনে তাকাইচি বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে আমি প্রধানমন্ত্রী হিসেবে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ বাজি রাখছি। জনগণ সরাসরি বিচার করুক—তারা আমাকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চায় কি না।’
১ ঘণ্টা আগে
চলতি মাসের শুরুতে জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে মসজিদসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে চার পাতার একটি ফরম বিতরণ করা হয়। এর শিরোনাম ছিল—‘মসজিদের প্রোফাইলিং’। কিন্তু ভারত সরকারের এই উদ্যোগ কাশ্মীরের মুসলিম-অধ্যুষিত অঞ্চলগুলোর মানুষের মধ্যে তৈরি করেছে একধরনের উদ্বেগ।
২ ঘণ্টা আগে
ভারতে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় এবার নজিরবিহীন বিতর্কের সৃষ্টি হলো। খোদ নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র (নাতির ছেলে) চন্দ্র বসুকে নাগরিকত্বের প্রমাণ যাচাইয়ের জন্য ‘এসআইআর’ শুনানিতে তলব করেছে নির্বাচন কমিশন। এই নোটিস পাওয়া মাত্রই তীব্র বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক এই বিজেপি নেতা।
৪ ঘণ্টা আগে