কলকাতা প্রতিনিধি

ভারতের ত্রিপুরা রাজ্যের তৃণমূল নেতা মুজিবুল ইসলাম মজুমদার (৫৮) মারা গেছেন। দীর্ঘদিন ধরে কলকাতায় তাঁর চিকিৎসা চলছিল। আজ বুধবার সকালে তিনি মারা যান। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
মুজিবুলের বাবা মনসুর আলি ছিলেন ত্রিপুরার অত্যন্ত জনপ্রিয় মন্ত্রী। তাঁর দাদা গত বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রার্থী হয়েছিলেন। কিন্তু হেরে যান। আজীবন কংগ্রেসি মুজিবুল সম্প্রতি যোগ দিয়েছিলেন তৃণমূলে।
গত ২৮ আগস্ট আগরতলায় নিজের বাড়িতে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন কর্মসূচি ছিল তাঁর। তৃণমূলের অভিযোগ, সেই কর্মসূচি শুরুর আগে তিনি এবং ছাত্র নেতা শুভঙ্কর মজুমদার বিজেপি আশ্রিত দুর্বৃত্তদের হামলায় মারাত্মক জখম হন। দুজনকেই চিকিৎসার জন্য কলকাতায় আনা হয়। শুভঙ্কর সুস্থ হলেও দীর্ঘ চার মাসেরও বেশি সময় হাসপাতালে থেকেও ঘরে ফেরা হলো না মুজিবুলের। আজ তিনি কলকাতায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মুজিবুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি।
তৃণমূল সাংসদ ও চিকিৎসক শান্তনু সেনের অভিযোগ, ত্রিপুরায় বিজেপির গুন্ডাদের হাতে জখম হলেও সেখানে তাঁর চিকিৎসা হয়নি। কলকাতাতেই তাঁর চিকিৎসা চলছিল। কিন্তু হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
ত্রিপুরায় তৃণমূলের আহ্বায়ক সুবল ভৌমিকেরও অভিযোগ, বিজেপি কতটা হিংস্র মুজিবুলের হত্যাকাণ্ড সেটাই প্রমাণ করে। তাঁর সাফ কথা, বিজেপির আক্রমণেই মারা গেছেন মুজিবুল।
তবে এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। দলের মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যের মতে, যেকোনো মৃত্যুই দুঃখজনক। তবে বিজেপির কোনো কর্মকর্তাই মুজিবুলের হত্যার জন্য দায়ী নন।

ভারতের ত্রিপুরা রাজ্যের তৃণমূল নেতা মুজিবুল ইসলাম মজুমদার (৫৮) মারা গেছেন। দীর্ঘদিন ধরে কলকাতায় তাঁর চিকিৎসা চলছিল। আজ বুধবার সকালে তিনি মারা যান। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
মুজিবুলের বাবা মনসুর আলি ছিলেন ত্রিপুরার অত্যন্ত জনপ্রিয় মন্ত্রী। তাঁর দাদা গত বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রার্থী হয়েছিলেন। কিন্তু হেরে যান। আজীবন কংগ্রেসি মুজিবুল সম্প্রতি যোগ দিয়েছিলেন তৃণমূলে।
গত ২৮ আগস্ট আগরতলায় নিজের বাড়িতে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন কর্মসূচি ছিল তাঁর। তৃণমূলের অভিযোগ, সেই কর্মসূচি শুরুর আগে তিনি এবং ছাত্র নেতা শুভঙ্কর মজুমদার বিজেপি আশ্রিত দুর্বৃত্তদের হামলায় মারাত্মক জখম হন। দুজনকেই চিকিৎসার জন্য কলকাতায় আনা হয়। শুভঙ্কর সুস্থ হলেও দীর্ঘ চার মাসেরও বেশি সময় হাসপাতালে থেকেও ঘরে ফেরা হলো না মুজিবুলের। আজ তিনি কলকাতায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মুজিবুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি।
তৃণমূল সাংসদ ও চিকিৎসক শান্তনু সেনের অভিযোগ, ত্রিপুরায় বিজেপির গুন্ডাদের হাতে জখম হলেও সেখানে তাঁর চিকিৎসা হয়নি। কলকাতাতেই তাঁর চিকিৎসা চলছিল। কিন্তু হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
ত্রিপুরায় তৃণমূলের আহ্বায়ক সুবল ভৌমিকেরও অভিযোগ, বিজেপি কতটা হিংস্র মুজিবুলের হত্যাকাণ্ড সেটাই প্রমাণ করে। তাঁর সাফ কথা, বিজেপির আক্রমণেই মারা গেছেন মুজিবুল।
তবে এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। দলের মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যের মতে, যেকোনো মৃত্যুই দুঃখজনক। তবে বিজেপির কোনো কর্মকর্তাই মুজিবুলের হত্যার জন্য দায়ী নন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফরাসি মদ ও শ্যাম্পেনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। বিশ্বজুড়ে সংঘাত নিরসনের লক্ষ্যে তাঁর প্রস্তাবিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ যোগ দিতে চাপ দিতেই এই হুমকি দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, ফরাসি
৩৭ মিনিট আগে
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইয়েমেনের বন্দরনগরী মুকাল্লার কাছে এক বিমানঘাঁটিতে বিস্ফোরক মজুত করেছে এবং সেখানে একটি গোপন ভূগর্ভস্থ বন্দিশালা পরিচালনা করছে, এমন অভিযোগ করেছেন ইয়েমেন সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
৩ ঘণ্টা আগে
ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসের কাছে হস্তান্তরের পরিকল্পনাকে ‘চরম বোকামি’ এবং ‘জাতীয় নিরাপত্তার জন্য বিশাল হুমকি’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া পোস্টে ট্রাম্প এমন বার্তা দেন।
৩ ঘণ্টা আগে
সৌদি আরবের শ্রমবাজারে স্থানীয় নাগরিকদের অংশীদারত্ব বাড়াতে এবং বেকারত্ব হ্রাসে বড় ধরনের এক সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বিপণন ও বিক্রয় সংক্রান্ত ১৮টি বিশেষ পেশায় এখন থেকে অন্তত ৬০ শতাংশ সৌদি নাগরিক নিয়োগ দেওয়া বাধ্যতামূলক করেছে।
৩ ঘণ্টা আগে