কলকাতা প্রতিনিধি

ভারতের ত্রিপুরা রাজ্যের তৃণমূল নেতা মুজিবুল ইসলাম মজুমদার (৫৮) মারা গেছেন। দীর্ঘদিন ধরে কলকাতায় তাঁর চিকিৎসা চলছিল। আজ বুধবার সকালে তিনি মারা যান। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
মুজিবুলের বাবা মনসুর আলি ছিলেন ত্রিপুরার অত্যন্ত জনপ্রিয় মন্ত্রী। তাঁর দাদা গত বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রার্থী হয়েছিলেন। কিন্তু হেরে যান। আজীবন কংগ্রেসি মুজিবুল সম্প্রতি যোগ দিয়েছিলেন তৃণমূলে।
গত ২৮ আগস্ট আগরতলায় নিজের বাড়িতে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন কর্মসূচি ছিল তাঁর। তৃণমূলের অভিযোগ, সেই কর্মসূচি শুরুর আগে তিনি এবং ছাত্র নেতা শুভঙ্কর মজুমদার বিজেপি আশ্রিত দুর্বৃত্তদের হামলায় মারাত্মক জখম হন। দুজনকেই চিকিৎসার জন্য কলকাতায় আনা হয়। শুভঙ্কর সুস্থ হলেও দীর্ঘ চার মাসেরও বেশি সময় হাসপাতালে থেকেও ঘরে ফেরা হলো না মুজিবুলের। আজ তিনি কলকাতায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মুজিবুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি।
তৃণমূল সাংসদ ও চিকিৎসক শান্তনু সেনের অভিযোগ, ত্রিপুরায় বিজেপির গুন্ডাদের হাতে জখম হলেও সেখানে তাঁর চিকিৎসা হয়নি। কলকাতাতেই তাঁর চিকিৎসা চলছিল। কিন্তু হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
ত্রিপুরায় তৃণমূলের আহ্বায়ক সুবল ভৌমিকেরও অভিযোগ, বিজেপি কতটা হিংস্র মুজিবুলের হত্যাকাণ্ড সেটাই প্রমাণ করে। তাঁর সাফ কথা, বিজেপির আক্রমণেই মারা গেছেন মুজিবুল।
তবে এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। দলের মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যের মতে, যেকোনো মৃত্যুই দুঃখজনক। তবে বিজেপির কোনো কর্মকর্তাই মুজিবুলের হত্যার জন্য দায়ী নন।

ভারতের ত্রিপুরা রাজ্যের তৃণমূল নেতা মুজিবুল ইসলাম মজুমদার (৫৮) মারা গেছেন। দীর্ঘদিন ধরে কলকাতায় তাঁর চিকিৎসা চলছিল। আজ বুধবার সকালে তিনি মারা যান। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
মুজিবুলের বাবা মনসুর আলি ছিলেন ত্রিপুরার অত্যন্ত জনপ্রিয় মন্ত্রী। তাঁর দাদা গত বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রার্থী হয়েছিলেন। কিন্তু হেরে যান। আজীবন কংগ্রেসি মুজিবুল সম্প্রতি যোগ দিয়েছিলেন তৃণমূলে।
গত ২৮ আগস্ট আগরতলায় নিজের বাড়িতে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন কর্মসূচি ছিল তাঁর। তৃণমূলের অভিযোগ, সেই কর্মসূচি শুরুর আগে তিনি এবং ছাত্র নেতা শুভঙ্কর মজুমদার বিজেপি আশ্রিত দুর্বৃত্তদের হামলায় মারাত্মক জখম হন। দুজনকেই চিকিৎসার জন্য কলকাতায় আনা হয়। শুভঙ্কর সুস্থ হলেও দীর্ঘ চার মাসেরও বেশি সময় হাসপাতালে থেকেও ঘরে ফেরা হলো না মুজিবুলের। আজ তিনি কলকাতায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মুজিবুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি।
তৃণমূল সাংসদ ও চিকিৎসক শান্তনু সেনের অভিযোগ, ত্রিপুরায় বিজেপির গুন্ডাদের হাতে জখম হলেও সেখানে তাঁর চিকিৎসা হয়নি। কলকাতাতেই তাঁর চিকিৎসা চলছিল। কিন্তু হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
ত্রিপুরায় তৃণমূলের আহ্বায়ক সুবল ভৌমিকেরও অভিযোগ, বিজেপি কতটা হিংস্র মুজিবুলের হত্যাকাণ্ড সেটাই প্রমাণ করে। তাঁর সাফ কথা, বিজেপির আক্রমণেই মারা গেছেন মুজিবুল।
তবে এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। দলের মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যের মতে, যেকোনো মৃত্যুই দুঃখজনক। তবে বিজেপির কোনো কর্মকর্তাই মুজিবুলের হত্যার জন্য দায়ী নন।

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো শিগগির দেশে ফেরার ঘোষণা দিয়েছেন এবং যুক্তরাষ্ট্র-সমর্থিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের কর্তৃত্ব প্রত্যাখ্যান করেছেন। নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে জোরপূর্বক সরিয়ে নেওয়ার পর রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যে দেওয়া
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান চাপ ও শুল্ক হুমকির মধ্যেও রাশিয়ার অপরিশোধিত তেল আমদানিতে ভারত এখনো শক্ত অবস্থানে। সাম্প্রতিক ছয় মাসে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি উল্লেখযোগ্যভাবে কমে গেলেও মোট আমদানির প্রায় এক-চতুর্থাংশ এখনো রুশ তেল থেকেই আসছে।
৬ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের পর লাতিন আমেরিকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্য চ্যালেঞ্জ জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। এক কড়া বক্তব্যে তিনি বলেছেন, ‘এসে ধরুন আমাকে। আমি এখানেই আপনাদের জন্য
৭ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে ‘ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোর মতো অপহরণ করতে পারেন কি না’—এমন মন্তব্য করে তীব্র বিতর্ক ও সমালোচনার মুখে পড়েছেন ভারতের কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চবন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এই মন্তব্যকে অনেকেই ‘অবাস্তব’, ‘হাস্যকর’ ও ‘দেশের জন্য অপমানজনক’ বলে
৯ ঘণ্টা আগে