
ভারতের ইতিহাস, নিউটনের মহাকর্ষ, আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব বা E=MC^2 সবই গুলিয়ে ফেলছে বিজেপি আর আরএসএসের লোকেরা। এবার ভারতীয়দের নৃতাত্ত্বিক পরিচয় নিয়ে নতুন তত্ত্ব দিলেন ভারতীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভগত। ৪০ হাজার বছর ধরে নাকি সব ভারতীয়র ডিএনএ একই রকম আছে।
গত শনিবার ধর্মশালাতে সাবেক সেবকদের এক অনুষ্ঠানে বক্তৃতাকালে এমন মন্তব্য করেন ভগত।
বক্তৃতায় মোহন ভগত বলেন, ‘কেন্দ্র সরকারের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ওপর সংঘের কোনো নিয়ন্ত্রণ নেই।’
তিনি জোর দিয়ে বলেন, ‘তাঁদের আলাদা নেতাকর্মী, নীতি এবং কর্মপদ্ধতি আছে। চিন্তা-ভাবনা ও সংস্কৃতি সংঘের এবং এটা কার্যকর। সরকারের প্রধান লোকেরা সংঘকে ধারণ করেন। সম্পর্কটা স্রেফ এ রকম। মিডিয়া যেরকম বলে, সরাসরি দূর নিয়ন্ত্রণ আছে, এমন কিছু নেই, এমন কোনো নিয়ন্ত্রণ নেই।’
হেলিকপ্টার দুর্ঘটনায় প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করে সংঘের অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করা হয়। শনিবার সন্ধ্যায় সংঘের প্রায় এক হাজার সাবেক কর্মীর সম্মেলেন মোহন ভগত তাঁদের আরও বেশি করে সংঘকে জানার পরামর্শ দেন।
সমাবেশে বক্তৃতাদান কালে ভগত বলেন, ‘সরকারগুলো আমাদের বিরুদ্ধে ছিল। সব সময়ই বিরোধিতা ছিল। সব বাধা অতিক্রম করে ৯৬ বছর ধরে কাজ করে যাচ্ছে সংঘ। কারণ বহু স্বেচ্ছাসেবী সার্বক্ষণিক প্রস্তুত থেকেছেন, তাঁরা অলস সময় কাটাননি। সমাজের জন্য যখনই কাজ করার দরকার পড়েছে, তাঁরা এসে হাজির হয়েছেন। স্বয়ংসেবকেরা প্রমাণ করেছেন, তাঁরা শুধু পার্লামেন্টই চালাতে পারেন না, তাঁরা সমাজের মানুষকে সঙ্গে নেন, তাঁরা স্বাধীন এবং সার্বভৌম।’
আরএসএস প্রধান জোর দিয়ে বলেন, ‘সংঘ সমাজের জন্য নিরচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে, কিন্তু কোনো প্রচার নেই, আর্থিক শক্তি নেই, না আছে কোনো সরকারি সহযোগিতা।’
এ সময় তিনি বলেন, ‘ভারতীয়দের ডিএনএ একই রকম।’ ভগত বলেন, ‘৪০ হাজার বছর আগে ভারতীয়দের সবার ডিএনএ একই রকম ছিল, যেমনটি এখনো একই রকম রয়েছে। আমাদের পূর্বপুরুষ এক। কারণ এই মহান পূর্বপুরুষদের কারণেই আমাদের দেশ মহিমান্বিত হয়েছে। আমাদের সংস্কৃতি প্রবাহমান।’

ভারতের ইতিহাস, নিউটনের মহাকর্ষ, আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব বা E=MC^2 সবই গুলিয়ে ফেলছে বিজেপি আর আরএসএসের লোকেরা। এবার ভারতীয়দের নৃতাত্ত্বিক পরিচয় নিয়ে নতুন তত্ত্ব দিলেন ভারতীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভগত। ৪০ হাজার বছর ধরে নাকি সব ভারতীয়র ডিএনএ একই রকম আছে।
গত শনিবার ধর্মশালাতে সাবেক সেবকদের এক অনুষ্ঠানে বক্তৃতাকালে এমন মন্তব্য করেন ভগত।
বক্তৃতায় মোহন ভগত বলেন, ‘কেন্দ্র সরকারের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ওপর সংঘের কোনো নিয়ন্ত্রণ নেই।’
তিনি জোর দিয়ে বলেন, ‘তাঁদের আলাদা নেতাকর্মী, নীতি এবং কর্মপদ্ধতি আছে। চিন্তা-ভাবনা ও সংস্কৃতি সংঘের এবং এটা কার্যকর। সরকারের প্রধান লোকেরা সংঘকে ধারণ করেন। সম্পর্কটা স্রেফ এ রকম। মিডিয়া যেরকম বলে, সরাসরি দূর নিয়ন্ত্রণ আছে, এমন কিছু নেই, এমন কোনো নিয়ন্ত্রণ নেই।’
হেলিকপ্টার দুর্ঘটনায় প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করে সংঘের অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করা হয়। শনিবার সন্ধ্যায় সংঘের প্রায় এক হাজার সাবেক কর্মীর সম্মেলেন মোহন ভগত তাঁদের আরও বেশি করে সংঘকে জানার পরামর্শ দেন।
সমাবেশে বক্তৃতাদান কালে ভগত বলেন, ‘সরকারগুলো আমাদের বিরুদ্ধে ছিল। সব সময়ই বিরোধিতা ছিল। সব বাধা অতিক্রম করে ৯৬ বছর ধরে কাজ করে যাচ্ছে সংঘ। কারণ বহু স্বেচ্ছাসেবী সার্বক্ষণিক প্রস্তুত থেকেছেন, তাঁরা অলস সময় কাটাননি। সমাজের জন্য যখনই কাজ করার দরকার পড়েছে, তাঁরা এসে হাজির হয়েছেন। স্বয়ংসেবকেরা প্রমাণ করেছেন, তাঁরা শুধু পার্লামেন্টই চালাতে পারেন না, তাঁরা সমাজের মানুষকে সঙ্গে নেন, তাঁরা স্বাধীন এবং সার্বভৌম।’
আরএসএস প্রধান জোর দিয়ে বলেন, ‘সংঘ সমাজের জন্য নিরচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে, কিন্তু কোনো প্রচার নেই, আর্থিক শক্তি নেই, না আছে কোনো সরকারি সহযোগিতা।’
এ সময় তিনি বলেন, ‘ভারতীয়দের ডিএনএ একই রকম।’ ভগত বলেন, ‘৪০ হাজার বছর আগে ভারতীয়দের সবার ডিএনএ একই রকম ছিল, যেমনটি এখনো একই রকম রয়েছে। আমাদের পূর্বপুরুষ এক। কারণ এই মহান পূর্বপুরুষদের কারণেই আমাদের দেশ মহিমান্বিত হয়েছে। আমাদের সংস্কৃতি প্রবাহমান।’

মিনেসোটায় মার্কিন সরকারের অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলাস্কাভিত্তিক সেনাবাহিনীর ১১তম এয়ারবোর্ন ডিভিশনের দুটি পদাতিক ব্যাটালিয়নকে ‘প্রিপেয়ার-টু-ডিপ্লয়’ বা মোতায়েনের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
রয়টার্স নয়াদিল্লির একটি জ্যেষ্ঠ সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, ভারতকে এই বৈশ্বিক শান্তি উদ্যোগের অংশ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ভারত এই জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেবে কি না, তা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া জানায়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
২ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ড দখলে বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই পদক্ষেপের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
৫ ঘণ্টা আগে
চীনের প্রস্তাবিত এই দূতাবাস হবে ইউরোপে তাদের বৃহত্তম কূটনৈতিক মিশন। তবে এই প্রকল্পের নকশা নিয়ে নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। ২০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই কমপ্লেক্স লন্ডনের প্রধান আর্থিক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ ডেটা কেব্লের খুব কাছে অবস্থিত। বিরোধীদের দাবি, এটি কেবল
৭ ঘণ্টা আগে