
গ্রেপ্তার করা হয়েছে দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টির (এএপি) নেতা আমানতুল্লাহ খানকে। স্থানীয় সময় আজ শনিবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করে দেশটির দুর্নীতি দমন ব্যুরো। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে আমানতুল্লাহকে দুই বছরের পুরোনো একটি মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁর বাড়িতে তল্লাশি চালানোর পর তাঁকে গ্রেপ্তার করা হয়।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতি দমন ব্যুরো দুই বছর আগে দিল্লি ওয়াক্ফ বোর্ডে নিয়োগের বিষয়ে দায়ের করা একটি মামলায় জিজ্ঞাসাবাদ করা হয় আমানতুল্লাহকে। পরে তাঁর বাড়িতেও তল্লাশি চালানো হয়। তল্লাশি শেষেই তাঁকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন ব্যুরো। প্রতিষ্ঠানটির এই অভিযান এবং মামলাকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে আম আদমি পার্টি।
তল্লাশি শেষে পুলিশ দুটি অবৈধ পিস্তলের সঙ্গে ২৪ লাখ রুপি উদ্ধারের কথা জানিয়েছ দুর্নীতি দমন ব্যুরো। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, ‘দিল্লি ওয়াক্ফ বোর্ডের চেয়ারম্যান হিসেবে কাজ করার সময় আমানতুল্লাহ খান সমস্ত নিয়ম ও সরকারি নির্দেশনা লঙ্ঘন করে এবং দুর্নীতি ও পক্ষপাতিত্বের আশ্রয় নিয়ে ৩২ জনকে অবৈধভাবে নিয়োগ করেছিলেন। দিল্লি ওয়াক্ফ বোর্ডের তৎকালীন সিইও স্পষ্টভাবে এই বিষয়টি জানিয়েছিলেন এবং এই ধরনের অবৈধ নিয়োগের বিরুদ্ধে স্মারকলিপিও পেশ করেছিলেন।’
এদিকে, আমানতুল্লাহ খানের বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ অপরাধ সংশ্লিষ্ট কোনো আলামত খুঁজে পায়নি বলে দাবি করেছেন তাঁর স্ত্রী শাফিয়া খান। তিনি গতকাল শুক্রবার এক টুইট বার্তায় তিনি এই দাবি করেন। শাফিয়া খান তাঁর টুইট বার্তায় বলেন, ‘মিডিয়াকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হলেও এটি জনগণকে ত্রুটিপূর্ণ তথ্য প্রদান করে ভুল পথে পরিচালিত করছে।’

গ্রেপ্তার করা হয়েছে দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টির (এএপি) নেতা আমানতুল্লাহ খানকে। স্থানীয় সময় আজ শনিবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করে দেশটির দুর্নীতি দমন ব্যুরো। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে আমানতুল্লাহকে দুই বছরের পুরোনো একটি মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁর বাড়িতে তল্লাশি চালানোর পর তাঁকে গ্রেপ্তার করা হয়।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতি দমন ব্যুরো দুই বছর আগে দিল্লি ওয়াক্ফ বোর্ডে নিয়োগের বিষয়ে দায়ের করা একটি মামলায় জিজ্ঞাসাবাদ করা হয় আমানতুল্লাহকে। পরে তাঁর বাড়িতেও তল্লাশি চালানো হয়। তল্লাশি শেষেই তাঁকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন ব্যুরো। প্রতিষ্ঠানটির এই অভিযান এবং মামলাকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে আম আদমি পার্টি।
তল্লাশি শেষে পুলিশ দুটি অবৈধ পিস্তলের সঙ্গে ২৪ লাখ রুপি উদ্ধারের কথা জানিয়েছ দুর্নীতি দমন ব্যুরো। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, ‘দিল্লি ওয়াক্ফ বোর্ডের চেয়ারম্যান হিসেবে কাজ করার সময় আমানতুল্লাহ খান সমস্ত নিয়ম ও সরকারি নির্দেশনা লঙ্ঘন করে এবং দুর্নীতি ও পক্ষপাতিত্বের আশ্রয় নিয়ে ৩২ জনকে অবৈধভাবে নিয়োগ করেছিলেন। দিল্লি ওয়াক্ফ বোর্ডের তৎকালীন সিইও স্পষ্টভাবে এই বিষয়টি জানিয়েছিলেন এবং এই ধরনের অবৈধ নিয়োগের বিরুদ্ধে স্মারকলিপিও পেশ করেছিলেন।’
এদিকে, আমানতুল্লাহ খানের বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ অপরাধ সংশ্লিষ্ট কোনো আলামত খুঁজে পায়নি বলে দাবি করেছেন তাঁর স্ত্রী শাফিয়া খান। তিনি গতকাল শুক্রবার এক টুইট বার্তায় তিনি এই দাবি করেন। শাফিয়া খান তাঁর টুইট বার্তায় বলেন, ‘মিডিয়াকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হলেও এটি জনগণকে ত্রুটিপূর্ণ তথ্য প্রদান করে ভুল পথে পরিচালিত করছে।’

হাসান আলী প্রশ্ন করেন—কেন তাঁর বাবাকে দুই দেশের মধ্যে এভাবে ছোড়াছুড়ি করা হচ্ছে। তিনি বলেন, ‘আমার দেশ আমার বাবাকে বাংলাদেশি বলে ঘোষণা করেছে। কিন্তু বাংলাদেশ তাঁকে দুইবার ফেরত পাঠিয়েছে। তাহলে আমাদের দেশ কোনটা? আমাদের দেশ আছে কি?’
১ ঘণ্টা আগে
লোহিত সাগর অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সব চুক্তি বাতিল করেছে সোমালিয়া সরকার। গতকাল সোমবার মোগাদিসু সরকার এই ঘোষণা দিয়ে পারস্য উপসাগরীয় দেশটিকে তাদের সামরিক ঘাঁটি ও প্রধান বন্দর অবকাঠামো থেকে বহিষ্কার করেছে।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানে সামরিক হামলার হুমকি দেওয়া অব্যাহত রেখেছে। দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভের মুখে ইরানি সরকার যখন ক্রমবর্ধমান চাপের মুখে, তখন প্রশাসন জানিয়েছে যে সম্ভাব্য বিভিন্ন বিকল্পের মধ্যে ‘বিমান হামলা’ অন্যতম।
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে বাণিজ্য করা যেকোনো দেশের ওপর বাড়তি ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। দেশটিতে বিক্ষোভ সহিংসভাবে দমনের কারণে তেহরান সরকারের ওপর চাপ বাড়াতে তিনি এই পদক্ষেপ নিয়েছেন।
৩ ঘণ্টা আগে