
গত জুন মাস থেকেই জেলে বন্দী ভারতের আলোচিত অধিকারকর্মী তিস্তা শীতলাবাদ। ২০০২ সালে গুজরাট দাঙ্গার বিষয়ে শীতলাবাদের বিরুদ্ধে জালিয়াতির আশ্রয় নিয়েছেন এবং ভুল তথ্য ছড়িয়েছেন এই অভিযোগে তাঁকে আটক করা হয়েছিল। অবশেষে অন্তর্বর্তী জামিন পেয়েছেন তিনি। ভারতের সুপ্রিম কোর্ট তাঁর জামিন মঞ্জুর করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০০২ সালে গুজরাট দাঙ্গার পর তিস্তা শীতলাবাদ ‘গুজরাট সরকারকে অস্থিতিশীল’ করার চেষ্টা করেছিলেন এমন অভিযোগ এনে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন তিনি। এর আগে, গত ৩ আগস্ট শীতলাবাদ গুজরাট হাইকোর্টে গিয়েছিলেন জামিনের জন্য। সেসময় গুজরাট হাইকোর্ট ৬ সপ্তাহ পর বিষয়টির শুনানির দিন ধার্য করেছিলেন। আজ শুক্রবার সুপ্রিম কোর্ট এই বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং নিয়মিত জামিনের বিষয়ে গুজরাট হাইকোর্টে শুনানি শুরুর নির্দেশ দেন।
ভারতের প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের বেঞ্চ গুজরাট হাইকোর্টের বিষয়টি আমলে নিয়ে মন্তব্য করেন, ‘বিষয়টি বিচারাধীন থাকার সময় হাইকোর্টের তাঁর অন্তর্বর্তী জামিনের আবেদনটি বিবেচনা করা উচিত ছিল। এই বিষয়টি আমলে নিতে হবে যে—এই সময়ের মধ্যে জনাবা শীতলাবাদকে ৭ দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তারপরও তাঁকে বিচার বিভাগের হেফাজতে আটক করে রাখা হয়েছে।’
এর আগে, গত জুনের শেষ দিকে তিস্তাসহ আরও দুজনের বিরুদ্ধে একই অভিযোগ আনা হয়। অভিযোগপত্রে শীতলাবাদের পাশাপাশি সাবেক পুলিশ কর্মকর্তা আরবি শ্রীকুমার ও সঞ্জয় ভাটের নামও ছিল। এই দুজনের বিরুদ্ধে আরও অভিযোগ তাঁরা গুজরাট পুলিশকে দাঙ্গা রুখতে বাঁধা দিয়েছিলেন।
এদিকে, শীতলাবাদকে গ্রেপ্তারে আগে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিস্তা শীতলাবাদ গুজরাট দাঙ্গার বিষয়ে ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইমেজ ধূলিসাৎ করতে চেষ্টা করছেন। অমিত শাহের বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার হন তিস্তা শীতলাবাদ।
অমিত শাহ বলেছিলেন, ‘আমি বিচারের রায় খুবই সতর্কভাবে পড়েছি। রায়ে স্পষ্টভাবে তিস্তা শীতলাবাদের নাম উল্লেখ করা হয়েছে। তাঁর এনজিওর নামও উল্লেখ করা হয়েছে—এই মুহূর্তে আমি তাঁর এনজিওর নাম মনে করতে পারছি না। তাঁরা পুলিশকে দাঙ্গার বিষয়ে ভিত্তিহীন তথ্য দিয়েছিল।’

গত জুন মাস থেকেই জেলে বন্দী ভারতের আলোচিত অধিকারকর্মী তিস্তা শীতলাবাদ। ২০০২ সালে গুজরাট দাঙ্গার বিষয়ে শীতলাবাদের বিরুদ্ধে জালিয়াতির আশ্রয় নিয়েছেন এবং ভুল তথ্য ছড়িয়েছেন এই অভিযোগে তাঁকে আটক করা হয়েছিল। অবশেষে অন্তর্বর্তী জামিন পেয়েছেন তিনি। ভারতের সুপ্রিম কোর্ট তাঁর জামিন মঞ্জুর করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০০২ সালে গুজরাট দাঙ্গার পর তিস্তা শীতলাবাদ ‘গুজরাট সরকারকে অস্থিতিশীল’ করার চেষ্টা করেছিলেন এমন অভিযোগ এনে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন তিনি। এর আগে, গত ৩ আগস্ট শীতলাবাদ গুজরাট হাইকোর্টে গিয়েছিলেন জামিনের জন্য। সেসময় গুজরাট হাইকোর্ট ৬ সপ্তাহ পর বিষয়টির শুনানির দিন ধার্য করেছিলেন। আজ শুক্রবার সুপ্রিম কোর্ট এই বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং নিয়মিত জামিনের বিষয়ে গুজরাট হাইকোর্টে শুনানি শুরুর নির্দেশ দেন।
ভারতের প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের বেঞ্চ গুজরাট হাইকোর্টের বিষয়টি আমলে নিয়ে মন্তব্য করেন, ‘বিষয়টি বিচারাধীন থাকার সময় হাইকোর্টের তাঁর অন্তর্বর্তী জামিনের আবেদনটি বিবেচনা করা উচিত ছিল। এই বিষয়টি আমলে নিতে হবে যে—এই সময়ের মধ্যে জনাবা শীতলাবাদকে ৭ দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তারপরও তাঁকে বিচার বিভাগের হেফাজতে আটক করে রাখা হয়েছে।’
এর আগে, গত জুনের শেষ দিকে তিস্তাসহ আরও দুজনের বিরুদ্ধে একই অভিযোগ আনা হয়। অভিযোগপত্রে শীতলাবাদের পাশাপাশি সাবেক পুলিশ কর্মকর্তা আরবি শ্রীকুমার ও সঞ্জয় ভাটের নামও ছিল। এই দুজনের বিরুদ্ধে আরও অভিযোগ তাঁরা গুজরাট পুলিশকে দাঙ্গা রুখতে বাঁধা দিয়েছিলেন।
এদিকে, শীতলাবাদকে গ্রেপ্তারে আগে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিস্তা শীতলাবাদ গুজরাট দাঙ্গার বিষয়ে ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইমেজ ধূলিসাৎ করতে চেষ্টা করছেন। অমিত শাহের বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার হন তিস্তা শীতলাবাদ।
অমিত শাহ বলেছিলেন, ‘আমি বিচারের রায় খুবই সতর্কভাবে পড়েছি। রায়ে স্পষ্টভাবে তিস্তা শীতলাবাদের নাম উল্লেখ করা হয়েছে। তাঁর এনজিওর নামও উল্লেখ করা হয়েছে—এই মুহূর্তে আমি তাঁর এনজিওর নাম মনে করতে পারছি না। তাঁরা পুলিশকে দাঙ্গার বিষয়ে ভিত্তিহীন তথ্য দিয়েছিল।’

চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘যেহেতু আপনার দেশ (নরওয়ে) আমাকে আটটির বেশি যুদ্ধ থামানোর পরও নোবেল দেয়নি, তাই আমি আর শান্তির তোয়াক্কা করি না। এখন আমি তা-ই করব, যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো ও সঠিক।’
৬ মিনিট আগে
আজ সোমবার এক সংবাদ সম্মেলনে তাকাইচি বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে আমি প্রধানমন্ত্রী হিসেবে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ বাজি রাখছি। জনগণ সরাসরি বিচার করুক—তারা আমাকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চায় কি না।’
২৪ মিনিট আগে
চলতি মাসের শুরুতে জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে মসজিদসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে চার পাতার একটি ফরম বিতরণ করা হয়। এর শিরোনাম ছিল—‘মসজিদের প্রোফাইলিং’। কিন্তু ভারত সরকারের এই উদ্যোগ কাশ্মীরের মুসলিম-অধ্যুষিত অঞ্চলগুলোর মানুষের মধ্যে তৈরি করেছে একধরনের উদ্বেগ।
১ ঘণ্টা আগে
ভারতে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় এবার নজিরবিহীন বিতর্কের সৃষ্টি হলো। খোদ নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র (নাতির ছেলে) চন্দ্র বসুকে নাগরিকত্বের প্রমাণ যাচাইয়ের জন্য ‘এসআইআর’ শুনানিতে তলব করেছে নির্বাচন কমিশন। এই নোটিস পাওয়া মাত্রই তীব্র বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক এই বিজেপি নেতা।
৪ ঘণ্টা আগে