
যুক্তরাজ্য ভিত্তিক এনজিও অক্সফামের কার্যালয়ে তল্লাশি চালিয়েছে ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই। বিদেশি তহবিল বিধির বিধান লঙ্ঘনের অভিযোগে সংস্থাটি ও এর কর্মকর্তাদের বিরুদ্ধে মামলাও করেছে সিবিআই। অক্সফামের কর্মকর্তারা বুধবার (১৯ এপ্রিল) সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
সংস্থাটির বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া অভিযোগ অনুসারে, অক্সফাম ইন্ডিয়া ২০১৩ এবং ২০১৬ সালের মধ্যে নির্ধারিত ব্যাঙ্ক অ্যাকাউন্টের পরিবর্তে তাদের বৈদেশিক অনুদান ব্যবহারের অ্যাকাউন্টে সরাসরি প্রায় দেড় কোটি রুপি পেয়েছে।
অভিযোগে আরও বলা হয়, অক্সফাম ইন্ডিয়া ১৭ দশমিক ৭১ লাখ রুপি পাচার করেছে। ২০১৯–২০ অর্থবছরে সেন্টার ফর পলিসি রিসার্চে (সিপিআর) এই অর্থ পাঠিয়েছে তারা। এটি ফরেন কন্ট্রিবিউশন (রেগুলেশন) অ্যাক্ট (এফসিআরএ), ২০১০–এর লঙ্ঘন।
সিবিআই বলছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগের ভিত্তিতেই তারা কাজ করছে।
উল্লেখ্য, গত বছরের জানুয়ারিতে অক্সফাম ইন্ডিয়ার এফসিআরএ লাইসেন্স স্থগিত করে সরকার।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, অক্সফাম ইন্ডিয়া অন্যান্য অ্যাসোসিয়েশন বা লাভজনক পরামর্শদাতা সংস্থাগুলোতে তহবিল স্থানান্তর করে এফসিআরএকে বাইপাস করার পরিকল্পনা করছে। সিবিআই জানিয়েছে, তারা গত বছর অভিযানের সময় অক্সফাম কার্যালয় থেকে বেশ কয়েকটি ই–মেইল বাজেয়াপ্ত করেছে।
অক্সফাম ইন্ডিয়া মূলত অক্সফামের বৈশ্বিক কার্যক্রমের একটি অংশ। এই সংস্থা দারিদ্র্য, অসমতা, লৈঙ্গিক ন্যায়বিচার এবং জলবায়ু পরিবর্তনের মতো বিষয় নিয়ে কাজ করে।
বেসরকারি সংস্থাটি তহবিল নিয়ে ভারতে কোনো ধরনের অন্যায় করার অভিযোগ অস্বীকার করেছে। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, তদন্তের বিষয়ে তাঁরা কর্তৃপক্ষকে সহযোগিতা করছেন।
অক্সফাম ইন্ডিয়ার বিরুদ্ধে সিবিআই এমন এক সময় মামলা করল যখন বেশ কয়েকটি এনজিও তাদের বিদেশি তহবিল এবং কার্যকলাপের জন্য তদন্তের মুখে পড়েছে। সরকারের পক্ষ থেকে নিবর্তনমূলক পদক্ষেপের শিকার হয়েছে। সরকার বলছে, যারা বিদেশি তহবিলের অপব্যবহার করে বা আইন লঙ্ঘন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে বিরোধী ভিন্নমতের পক্ষগুলোকে হয়রানি এবং নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ নাগরিক সমাজের।

যুক্তরাজ্য ভিত্তিক এনজিও অক্সফামের কার্যালয়ে তল্লাশি চালিয়েছে ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই। বিদেশি তহবিল বিধির বিধান লঙ্ঘনের অভিযোগে সংস্থাটি ও এর কর্মকর্তাদের বিরুদ্ধে মামলাও করেছে সিবিআই। অক্সফামের কর্মকর্তারা বুধবার (১৯ এপ্রিল) সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
সংস্থাটির বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া অভিযোগ অনুসারে, অক্সফাম ইন্ডিয়া ২০১৩ এবং ২০১৬ সালের মধ্যে নির্ধারিত ব্যাঙ্ক অ্যাকাউন্টের পরিবর্তে তাদের বৈদেশিক অনুদান ব্যবহারের অ্যাকাউন্টে সরাসরি প্রায় দেড় কোটি রুপি পেয়েছে।
অভিযোগে আরও বলা হয়, অক্সফাম ইন্ডিয়া ১৭ দশমিক ৭১ লাখ রুপি পাচার করেছে। ২০১৯–২০ অর্থবছরে সেন্টার ফর পলিসি রিসার্চে (সিপিআর) এই অর্থ পাঠিয়েছে তারা। এটি ফরেন কন্ট্রিবিউশন (রেগুলেশন) অ্যাক্ট (এফসিআরএ), ২০১০–এর লঙ্ঘন।
সিবিআই বলছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগের ভিত্তিতেই তারা কাজ করছে।
উল্লেখ্য, গত বছরের জানুয়ারিতে অক্সফাম ইন্ডিয়ার এফসিআরএ লাইসেন্স স্থগিত করে সরকার।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, অক্সফাম ইন্ডিয়া অন্যান্য অ্যাসোসিয়েশন বা লাভজনক পরামর্শদাতা সংস্থাগুলোতে তহবিল স্থানান্তর করে এফসিআরএকে বাইপাস করার পরিকল্পনা করছে। সিবিআই জানিয়েছে, তারা গত বছর অভিযানের সময় অক্সফাম কার্যালয় থেকে বেশ কয়েকটি ই–মেইল বাজেয়াপ্ত করেছে।
অক্সফাম ইন্ডিয়া মূলত অক্সফামের বৈশ্বিক কার্যক্রমের একটি অংশ। এই সংস্থা দারিদ্র্য, অসমতা, লৈঙ্গিক ন্যায়বিচার এবং জলবায়ু পরিবর্তনের মতো বিষয় নিয়ে কাজ করে।
বেসরকারি সংস্থাটি তহবিল নিয়ে ভারতে কোনো ধরনের অন্যায় করার অভিযোগ অস্বীকার করেছে। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, তদন্তের বিষয়ে তাঁরা কর্তৃপক্ষকে সহযোগিতা করছেন।
অক্সফাম ইন্ডিয়ার বিরুদ্ধে সিবিআই এমন এক সময় মামলা করল যখন বেশ কয়েকটি এনজিও তাদের বিদেশি তহবিল এবং কার্যকলাপের জন্য তদন্তের মুখে পড়েছে। সরকারের পক্ষ থেকে নিবর্তনমূলক পদক্ষেপের শিকার হয়েছে। সরকার বলছে, যারা বিদেশি তহবিলের অপব্যবহার করে বা আইন লঙ্ঘন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে বিরোধী ভিন্নমতের পক্ষগুলোকে হয়রানি এবং নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ নাগরিক সমাজের।

ভেনেজুয়েলায় নাটকীয় সামরিক অভিযানের রেশ কাটতে না কাটতেই এবার গ্রিনল্যান্ড নিয়ে নজিরবিহীন কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান প্রভাব রুখতে উত্তর আটলান্টিক মহাসাগরের এই বিশাল দ্বীপটির ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ মালিকানা প্রয়োজন বলে দাবি করেছে
১৬ মিনিট আগে
২০২৪ সালের পর ফের ইউক্রেনে ওরেশনিক হামলা চালাল রাশিয়া। ইউক্রেনকে আতঙ্কিত করতে এবং যুদ্ধ বন্ধের আলোচনার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে পশ্চিমাদের কাছে রাশিয়ার সামরিক শক্তির বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘ওরেশনিক’ হাইপারসনিক মিসাইল উৎক্ষেপণ করেছেন বলে মনে করছেন বিশ্লেষকে
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে বিক্ষোভকারীরা সহিংস কার্যক্রম চালাচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। বিক্ষোভকারীদের ‘দাঙ্গাবাজ’ অভিহিত করে তিনি বলেন, তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতেই এসব কর্মকাণ্ডে লিপ্ত।
৪ ঘণ্টা আগে
ইরানে গত রাতের দেশজুড়ে বিক্ষোভ চলাকালে রাষ্ট্রীয় দমনপীড়ন ও সহিংসতার মাত্রা খুবই তীব্র ছিল বলে জানিয়েছে বিবিসি পারসিয়ান। বিভিন্ন শহর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সংবাদ সংস্থাটি বলছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে অনেক বিক্ষোভকারী নিহত ও আহত হয়েছেন।
১৪ ঘণ্টা আগে