আজকের পত্রিকা ডেস্ক

ভারতের উত্তরপ্রদেশের মথুরা জেলার গোবর্ধন পর্বতের পবিত্র পরিক্রমা পথ সংলগ্ন অন্যৌর গ্রামে গত রবি ও সোমবার—এই দুই দিনে এক ডজনের বেশি বানর মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, তাদের শরীরে এয়ারগানের ক্ষতের চিহ্ন রয়েছে।
মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট জানিয়েছে, এই ঘটনায় ধর্মীয় সংগঠনগুলোর মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। তাদের মতে, এই হত্যাকাণ্ড ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।
গোবর্ধন থানার ইনচার্জ রবি ত্যাগী জানিয়েছেন, এই ঘটনায় স্থানীয় একটি আশ্রমের পরিচালক জানকী দাস মহারাজ এবং আশ্রমে থাকা এক ইউক্রেনীয় নাগরিক ব্রজ সুন্দর দাসের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ব্রজ সুন্দর দাস নিজেকে একজন সাধু বলে পরিচয় দিয়েছেন।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ব্রজ সুন্দর দাস স্বীকার করেছেন, তিনি প্রথমে গুলতি ব্যবহার করে বানরদের তাড়ানোর চেষ্টা করেছিলেন। কিন্তু কাজ না হওয়ায় পরে তিনি এয়ারগান ব্যবহার শুরু করেন। তার দাবি, তিনি বুঝতে পারেননি এটি প্রাণঘাতী হতে পারে।
স্থানীয় লোকজন ও ধর্মীয় সংগঠনগুলোর অভিযোগ, বানরদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুলি করা হয়েছে। অভিযোগকারী মাধব সিংহ ও বিভিন্ন হিন্দু সংগঠন অভিযুক্ত ইউক্রেনীয় নাগরিকের অবিলম্বে গ্রেপ্তার দাবি করেছেন।
ঘটনাস্থল থেকে উদ্ধার করা এয়ারগানটি জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এয়ারগানের প্রকৃতি ও শক্তি সম্পর্কে যাচাই করার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ঘটনার পর বিশ্ব হিন্দু পরিষদ ও স্থানীয় গরু রক্ষা কমিটিসহ বিভিন্ন ধর্মীয় সংগঠন অন্যৌর গ্রামে প্রতিবাদ কর্মসূচি পালন করে। তাদের মতে, এই ঘটনা শুধু আইন লঙ্ঘন নয়, এটি ধর্মীয় সহিষ্ণুতার ওপর সরাসরি আঘাত।
মৃত বানরগুলোর ময়নাতদন্ত করেছে পশু চিকিৎসকদের একটি দল। রিপোর্ট তিন দিনের মধ্যে পাওয়ার কথা রয়েছে। রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ভারতের উত্তরপ্রদেশের মথুরা জেলার গোবর্ধন পর্বতের পবিত্র পরিক্রমা পথ সংলগ্ন অন্যৌর গ্রামে গত রবি ও সোমবার—এই দুই দিনে এক ডজনের বেশি বানর মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, তাদের শরীরে এয়ারগানের ক্ষতের চিহ্ন রয়েছে।
মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট জানিয়েছে, এই ঘটনায় ধর্মীয় সংগঠনগুলোর মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। তাদের মতে, এই হত্যাকাণ্ড ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।
গোবর্ধন থানার ইনচার্জ রবি ত্যাগী জানিয়েছেন, এই ঘটনায় স্থানীয় একটি আশ্রমের পরিচালক জানকী দাস মহারাজ এবং আশ্রমে থাকা এক ইউক্রেনীয় নাগরিক ব্রজ সুন্দর দাসের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ব্রজ সুন্দর দাস নিজেকে একজন সাধু বলে পরিচয় দিয়েছেন।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ব্রজ সুন্দর দাস স্বীকার করেছেন, তিনি প্রথমে গুলতি ব্যবহার করে বানরদের তাড়ানোর চেষ্টা করেছিলেন। কিন্তু কাজ না হওয়ায় পরে তিনি এয়ারগান ব্যবহার শুরু করেন। তার দাবি, তিনি বুঝতে পারেননি এটি প্রাণঘাতী হতে পারে।
স্থানীয় লোকজন ও ধর্মীয় সংগঠনগুলোর অভিযোগ, বানরদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুলি করা হয়েছে। অভিযোগকারী মাধব সিংহ ও বিভিন্ন হিন্দু সংগঠন অভিযুক্ত ইউক্রেনীয় নাগরিকের অবিলম্বে গ্রেপ্তার দাবি করেছেন।
ঘটনাস্থল থেকে উদ্ধার করা এয়ারগানটি জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এয়ারগানের প্রকৃতি ও শক্তি সম্পর্কে যাচাই করার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ঘটনার পর বিশ্ব হিন্দু পরিষদ ও স্থানীয় গরু রক্ষা কমিটিসহ বিভিন্ন ধর্মীয় সংগঠন অন্যৌর গ্রামে প্রতিবাদ কর্মসূচি পালন করে। তাদের মতে, এই ঘটনা শুধু আইন লঙ্ঘন নয়, এটি ধর্মীয় সহিষ্ণুতার ওপর সরাসরি আঘাত।
মৃত বানরগুলোর ময়নাতদন্ত করেছে পশু চিকিৎসকদের একটি দল। রিপোর্ট তিন দিনের মধ্যে পাওয়ার কথা রয়েছে। রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ইন্দোনেশিয়ার উদ্ধারকারীরা নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করেছেন। ধারণা করা হচ্ছে, মেঘাচ্ছন্ন আবহাওয়ায় সুলাওয়েসি দ্বীপের পাহাড়ি অঞ্চলে পৌঁছানোর সময় বিমানটি বিধ্বস্ত হয়। ওই বিমানে মোট ১১ জন আরোহী ছিলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১৮ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা শাসনের জন্য প্রস্তাবিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদে যোগ দিতে ইচ্ছুক দেশগুলোর কাছে ১ বিলিয়ন ডলার অর্থ জোগানোর শর্ত দিচ্ছেন। এই অর্থের নিয়ন্ত্রণ থাকবে ট্রাম্পের হাতেই। এমনটি জানা গেছে মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে।
২ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলের চালানো গণহত্যামূলক যুদ্ধ বন্ধে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অংশ হিসেবে ট্রাম্প প্রথম এই বোর্ডের কথা প্রকাশ করেন। সে সময় তিনি বলেছিলেন, এই সংস্থাটি গাজায় ‘শাসনব্যবস্থা গড়ে তোলা, আঞ্চলিক সম্পর্ক উন্নয়ন, পুনর্গঠন, বিনিয়োগ আকর্ষণ, বৃহৎ তহবিল সংগ্রহ এবং মূলধন ব্যবস্থাপনা’ তদারকি করবে।
৩ ঘণ্টা আগে
গাজায় প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য গঠিত নতুন ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটি শান্তি, অর্থনৈতিক উন্নয়ন এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। এমনটি বলা হয়েছে কমিটির শীর্ষ কর্মকর্তা ড. আলী শাথ প্রকাশিত এক মিশন স্টেটমেন্টে।
৪ ঘণ্টা আগে