Ajker Patrika

ভারতে বজ্রপাতে নিহত ৬৮

আপডেট : ১২ জুলাই ২০২১, ১৪: ০৪
ভারতে বজ্রপাতে নিহত ৬৮

ভারতে বজ্রপাতে কমপক্ষে ৬৮ জন নিহত হয়েছেন। গতকাল রোববার দেশটির উত্তর প্রদেশ, রাজস্থান ও মধ্যপ্রদেশ রাজ্যের বিভিন্ন স্থানে তীব্র বৃষ্টিপাতের মাঝে বজ্রপাতে এসব প্রাণহানির ঘটনা ঘটে। তাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, রোববার বজ্রপাতে উত্তর প্রদেশে নিহত হয়েছেন মোট ৪১ জন। এর মধ্যে সবচেয়ে বেশি নিহতের ঘটনা ঘটেছে রাজ্যটির প্রায়াগরাজ জেলায়। সেখানে ১৪ জন নিহত হয়েছেন। এ ছাড়া ফিরোজাবাদ জেলায় নিহত হয়েছেন তিনজন।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের পরিবারকে পাঁচ লাখ রুপি আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন। এ ছাড়া বজ্রপাতে যাঁরা গৃহপালিত পশু হারিয়েছেন, তাঁদেরও আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

এদিকে রোববার বজ্রপাতে দেশটির রাজস্থান রাজ্যে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৭ শিশু রয়েছে। এর মধ্যে রাজ্যটির রাজধানী জয়পুরে একটি ওয়াচ টাওয়ারে সেলফি তুলতে গিয়ে ১১ জন নিহত হয়েছেন। এ ছাড়া মধ্যপ্রদেশে বজ্রপাতে নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এ ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ৫ লাখ রুপি করে দেওয়ার ঘোষণা করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী  অশোক গেহলট।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। টুইট বার্তায় মোদি বলেন, রাজস্থানের কিছু জায়গায় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অনেকে। আমি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত