
প্রেমিক-প্রেমিকা মিলে গিয়েছিলেন যমুনার তীরে। ডেট করতে নয়, আত্মহত্যা করতে। তবে শেষ পর্যন্ত আত্মহত্যা আর করা হয়ে ওঠেনি তাঁদের। বিষয়টি এমন নয় যে কেউ তাঁদের বুঝিয়ে, ভুলিয়ে-ভালিয়ে সেখান থেকে ফিরিয়ে এনেছে।
ঘটনা উত্তর ভারতের এলাহাবাদ বা প্রয়াগরাজের। পরকীয়া সম্পর্কে জড়িত ওই জুটি গিয়েছিলেন প্রয়াগরাজের যমুনা ব্রিজে। তাঁদের ভয় ছিল, সমাজ তাঁদের সম্পর্ক মেনে নেবে না। তাই দুজন সিদ্ধান্ত নেন, যমুনায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন। সিদ্ধান্ত মোতাবেক নির্দিষ্ট দিনে যমুনার তীরে হাজিরও হন দুজন। কিন্তু ঝাঁপ দেওয়ার সময়ই কাহিনিতে শুরু হয় ‘টুইস্ট’!
প্রেমিকা নদীতে লাফিয়ে পড়লেও তীরে দাঁড়িয়ে থাকেন তাঁর প্রেমিক। গত্যন্তর না দেখে শেষ পর্যন্ত সাঁতার কেটে আবার তীরে ফিরে আসেন প্রেমিকা। ঘটনার এখানেই শেষ নয়। ওই নারী থানায় হাজির হয়ে প্রেমিকের বিরুদ্ধে ‘বিশ্বাসঘাতকতার’ অভিযোগ আনেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, ৩২ বছর বয়সী ওই নারী কয়েক বছর আগে স্থানীয় চান্দু নামক এক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। চান্দু বয়সে ওই নারীর চেয়ে দুই বছরের ছোট। এমতাবস্থায় বেশ কয়েক বছর প্রেম চললেও মাসখানেক আগে কিছুদিনের জন্য ছয় বছরের মেয়েকে নিয়ে পুনে বেড়াতে যান ওই নারী। আর তখনই তাঁকে না জানিয়ে বিয়ে করে ফেলেন চান্দু।
গত ১৮ মে প্রয়াগরাজে ফিরে বিষয়টি জানতে পারেন ওই নারী। দুজনের মধ্যে এ নিয়ে বেশ ঝামেলাও হয়। তবে শেষ পর্যন্ত তাঁরা সিদ্ধান্ত নেন একই সঙ্গে যমুনায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন। সেই মোতাবেক তাঁরা দুজনে মিলে যমুনার পাড়ে গেলেও আর তাঁদের আত্মহত্যা করা হয়ে ওঠেনি।
ওই নারীর অভিযোগ, একসঙ্গে আত্মহত্যা করবেন বলে যমুনা সেতুতে হাজির হন দুজন। কিন্তু তিনি লাফিয়ে পড়ার পর দেখেন তাঁর প্রেমিক লাফ না দিয়ে দাঁড়িয়ে আছেন। আর এটা দেখে তাঁর মেজাজ বিগড়ে যায় এবং তড়িঘড়ি সাঁতরে পাড়ে ফিরে আসেন তিনি। সেখান থেকে হাজির কয়েদগঞ্জ থানায়। প্রেমিক চান্দুর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা ও খুনের চেষ্টার অভিযোগ এনেছেন তিনি।
বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি রয়েছেন ওই নারী।

প্রেমিক-প্রেমিকা মিলে গিয়েছিলেন যমুনার তীরে। ডেট করতে নয়, আত্মহত্যা করতে। তবে শেষ পর্যন্ত আত্মহত্যা আর করা হয়ে ওঠেনি তাঁদের। বিষয়টি এমন নয় যে কেউ তাঁদের বুঝিয়ে, ভুলিয়ে-ভালিয়ে সেখান থেকে ফিরিয়ে এনেছে।
ঘটনা উত্তর ভারতের এলাহাবাদ বা প্রয়াগরাজের। পরকীয়া সম্পর্কে জড়িত ওই জুটি গিয়েছিলেন প্রয়াগরাজের যমুনা ব্রিজে। তাঁদের ভয় ছিল, সমাজ তাঁদের সম্পর্ক মেনে নেবে না। তাই দুজন সিদ্ধান্ত নেন, যমুনায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন। সিদ্ধান্ত মোতাবেক নির্দিষ্ট দিনে যমুনার তীরে হাজিরও হন দুজন। কিন্তু ঝাঁপ দেওয়ার সময়ই কাহিনিতে শুরু হয় ‘টুইস্ট’!
প্রেমিকা নদীতে লাফিয়ে পড়লেও তীরে দাঁড়িয়ে থাকেন তাঁর প্রেমিক। গত্যন্তর না দেখে শেষ পর্যন্ত সাঁতার কেটে আবার তীরে ফিরে আসেন প্রেমিকা। ঘটনার এখানেই শেষ নয়। ওই নারী থানায় হাজির হয়ে প্রেমিকের বিরুদ্ধে ‘বিশ্বাসঘাতকতার’ অভিযোগ আনেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, ৩২ বছর বয়সী ওই নারী কয়েক বছর আগে স্থানীয় চান্দু নামক এক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। চান্দু বয়সে ওই নারীর চেয়ে দুই বছরের ছোট। এমতাবস্থায় বেশ কয়েক বছর প্রেম চললেও মাসখানেক আগে কিছুদিনের জন্য ছয় বছরের মেয়েকে নিয়ে পুনে বেড়াতে যান ওই নারী। আর তখনই তাঁকে না জানিয়ে বিয়ে করে ফেলেন চান্দু।
গত ১৮ মে প্রয়াগরাজে ফিরে বিষয়টি জানতে পারেন ওই নারী। দুজনের মধ্যে এ নিয়ে বেশ ঝামেলাও হয়। তবে শেষ পর্যন্ত তাঁরা সিদ্ধান্ত নেন একই সঙ্গে যমুনায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন। সেই মোতাবেক তাঁরা দুজনে মিলে যমুনার পাড়ে গেলেও আর তাঁদের আত্মহত্যা করা হয়ে ওঠেনি।
ওই নারীর অভিযোগ, একসঙ্গে আত্মহত্যা করবেন বলে যমুনা সেতুতে হাজির হন দুজন। কিন্তু তিনি লাফিয়ে পড়ার পর দেখেন তাঁর প্রেমিক লাফ না দিয়ে দাঁড়িয়ে আছেন। আর এটা দেখে তাঁর মেজাজ বিগড়ে যায় এবং তড়িঘড়ি সাঁতরে পাড়ে ফিরে আসেন তিনি। সেখান থেকে হাজির কয়েদগঞ্জ থানায়। প্রেমিক চান্দুর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা ও খুনের চেষ্টার অভিযোগ এনেছেন তিনি।
বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি রয়েছেন ওই নারী।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি জানুয়ারি মাসের মধ্যেই ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরিত হতে পারে। আজ সোমবার গুজরাটের আহমেদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ এই সম্ভাবনার কথা জানিয়ে...
৫ ঘণ্টা আগে
ইরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত বিক্ষোভকারীদের সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে—এমন আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে। ইন্টারনেট সম্পূর্ণভাবে বন্ধ থাকলেও মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ও ছবি বাইরে আসতে শুরু করেছে।
৫ ঘণ্টা আগে
ইরানের রাজধানী তেহরানের ফরেনসিক ডায়াগনস্টিক অ্যান্ড ল্যাবরেটরি সেন্টারের একটি ভিডিওতে বিপুলসংখ্যক মরদেহ দেখা যাওয়ার দাবি ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। গত কয়েক দিনে সামাজিক মাধ্যমে ওই কেন্দ্র থেকে ধারণ করা অন্তত ছয়টি ভিডিও প্রকাশিত হয়েছে।
৬ ঘণ্টা আগে
জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) সোমবার (১২ জানুয়ারি) গাম্বিয়া অভিযোগ করেছে, মিয়ানমার পরিকল্পিতভাবে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ধ্বংসের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এবং তাদের জীবনকে এক ভয়াবহ দুঃস্বপ্নে রূপ দিয়েছে।
৭ ঘণ্টা আগে