তরুণ চক্রবর্তী, কলকাতা

বিজেপি শাসিত উত্তরাখণ্ড এবং কংগ্রেস শাসিত পাঞ্জাবে শাসক দলের কোন্দল এখন তুঙ্গে। দুটি রাজ্যেই আগামী বছর ভোট। দুটি দলেরই কেন্দ্রীয় নেতারা অভ্যন্তরীণ বিরোধ মেটাতে হিমশিম খাচ্ছেন। উত্তরাখণ্ডে বিজেপিকে তাই চার মাসের মধ্যে তিন বার মুখ্যমন্ত্রী বদল করতে হলো। বিজেপি নেতারা অবশ্য বলছেন, করোনার কারণে উপনির্বাচন করতে না পারায় বর্তমান মুখ্যমন্ত্রী তিরত সিং রাওয়াতকে ইস্তফা দিতে হয়েছে। অন্যদিকে, পাঞ্জাবে কংগ্রেস আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
২০১৭ সালে ৭০ সদস্যের উত্তরাখণ্ডে ৫৬ আসনে জিতে ক্ষমতায় আসে বিজেপি। মুখ্যমন্ত্রী হন ত্রিবেন্দ্র সিং রাওয়াত। কিন্তু দলীয় কোন্দল ধামাচাপা দিতে গত ১০ মার্চ তাঁকে বদল করে বিজেপি মুখ্যমন্ত্রী করেছিল তিরতকে। শর্ত ছিল ১০ সেপ্টেম্বরের মধ্যে তাঁকে বিধানসভায় নির্বাচিত হয়ে আসতে হবে। কিন্তু করোনা পরিস্থিতিতে উপনির্বাচন সম্ভব নয় জানিয়ে গতকাল বিধায়ক পুস্কর সিং ধমীর নাম নতুন মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করেছে বিজেপি।
এ ঘটনায় কিছুটা চিন্তায় পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল। কারণ নভেম্বর মাসের মধ্যে উপনির্বাচন না হলে মমতাকেও ইস্তফা দিতে হবে। সে ক্ষেত্রে অবশ্য পুনরায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়ে ফের সুযোগ পাবেন আরও ৬ মাস পরে নির্বাচিত হওয়ার।
বিজেপির পাশাপাশি কংগ্রেসও বিভিন্ন প্রদেশে রাজ্য নেতাদের ক্ষোভ সামাল দিতে হিমশিম খাচ্ছে। পাঞ্জাবে মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং-এর সঙ্গে সাবেক ক্রিকেটার তথা কংগ্রেস নেতা নবজ্যোত সিং সিধুর মধ্যে লড়াই চলছে। রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী আলোচনা করেও এখনো কোনো সমাধান সূত্র বের করতে পারেনি।

বিজেপি শাসিত উত্তরাখণ্ড এবং কংগ্রেস শাসিত পাঞ্জাবে শাসক দলের কোন্দল এখন তুঙ্গে। দুটি রাজ্যেই আগামী বছর ভোট। দুটি দলেরই কেন্দ্রীয় নেতারা অভ্যন্তরীণ বিরোধ মেটাতে হিমশিম খাচ্ছেন। উত্তরাখণ্ডে বিজেপিকে তাই চার মাসের মধ্যে তিন বার মুখ্যমন্ত্রী বদল করতে হলো। বিজেপি নেতারা অবশ্য বলছেন, করোনার কারণে উপনির্বাচন করতে না পারায় বর্তমান মুখ্যমন্ত্রী তিরত সিং রাওয়াতকে ইস্তফা দিতে হয়েছে। অন্যদিকে, পাঞ্জাবে কংগ্রেস আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
২০১৭ সালে ৭০ সদস্যের উত্তরাখণ্ডে ৫৬ আসনে জিতে ক্ষমতায় আসে বিজেপি। মুখ্যমন্ত্রী হন ত্রিবেন্দ্র সিং রাওয়াত। কিন্তু দলীয় কোন্দল ধামাচাপা দিতে গত ১০ মার্চ তাঁকে বদল করে বিজেপি মুখ্যমন্ত্রী করেছিল তিরতকে। শর্ত ছিল ১০ সেপ্টেম্বরের মধ্যে তাঁকে বিধানসভায় নির্বাচিত হয়ে আসতে হবে। কিন্তু করোনা পরিস্থিতিতে উপনির্বাচন সম্ভব নয় জানিয়ে গতকাল বিধায়ক পুস্কর সিং ধমীর নাম নতুন মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করেছে বিজেপি।
এ ঘটনায় কিছুটা চিন্তায় পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল। কারণ নভেম্বর মাসের মধ্যে উপনির্বাচন না হলে মমতাকেও ইস্তফা দিতে হবে। সে ক্ষেত্রে অবশ্য পুনরায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়ে ফের সুযোগ পাবেন আরও ৬ মাস পরে নির্বাচিত হওয়ার।
বিজেপির পাশাপাশি কংগ্রেসও বিভিন্ন প্রদেশে রাজ্য নেতাদের ক্ষোভ সামাল দিতে হিমশিম খাচ্ছে। পাঞ্জাবে মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং-এর সঙ্গে সাবেক ক্রিকেটার তথা কংগ্রেস নেতা নবজ্যোত সিং সিধুর মধ্যে লড়াই চলছে। রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী আলোচনা করেও এখনো কোনো সমাধান সূত্র বের করতে পারেনি।

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো শিগগির দেশে ফেরার ঘোষণা দিয়েছেন এবং যুক্তরাষ্ট্র-সমর্থিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের কর্তৃত্ব প্রত্যাখ্যান করেছেন। নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে জোরপূর্বক সরিয়ে নেওয়ার পর রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যে দেওয়া
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান চাপ ও শুল্ক হুমকির মধ্যেও রাশিয়ার অপরিশোধিত তেল আমদানিতে ভারত এখনো শক্ত অবস্থানে। সাম্প্রতিক ছয় মাসে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি উল্লেখযোগ্যভাবে কমে গেলেও মোট আমদানির প্রায় এক-চতুর্থাংশ এখনো রুশ তেল থেকেই আসছে।
৩ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের পর লাতিন আমেরিকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্য চ্যালেঞ্জ জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। এক কড়া বক্তব্যে তিনি বলেছেন, ‘এসে ধরুন আমাকে। আমি এখানেই আপনাদের জন্য
৪ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে ‘ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোর মতো অপহরণ করতে পারেন কি না’—এমন মন্তব্য করে তীব্র বিতর্ক ও সমালোচনার মুখে পড়েছেন ভারতের কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চবন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এই মন্তব্যকে অনেকেই ‘অবাস্তব’, ‘হাস্যকর’ ও ‘দেশের জন্য অপমানজনক’ বলে
৬ ঘণ্টা আগে