
ঢাকা: ভারতে দেখা দিয়েছে করোনার টিকা সংকট। এই অজুহাতে দেশটি থেকে সব করোনা টিকা রপ্তানি বন্ধ রয়েছে। কিন্তু ভারত সরকারের তথ্য অনুযায়ী, গত মাসে দেশটির সরকারি হাসপাতালগুলোর কাছে ১ কোটি ৩০ লাখ ডোজ ভ্যাকসিন দেওয়া হলেও প্রয়োগ হয়েছে মাত্র ২২ লাখ ডোজ।
বিশেষজ্ঞরা মনে করছেন, বেসরকারি পর্যায়ের ভ্যাকসিনের চড়া মূল্যের কারণে সরকারি হাসপাতালের চেয়ে বেসরকারি হাসপাতালে ভ্যাকসিন কম প্রয়োগ হয়েছে।
গত ৪ জুন ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পুরো ভারতে ৭ কোটি ৪ লাখ ভ্যাকসিন বরাদ্দ করা হয়েছিল। এর মধ্যে ১ কোটি ৮৫ লাখ ডোজ ভ্যাকসিন বরাদ্দ ছিল ভারতের বেসরকারি সরকারি হাসপাতালগুলোর জন্য। এর মধ্যে বেসরকারি হাসপাতালগুলো ১ কোটি ২৯ লাখ ভ্যাকসিন সংগ্রহ করে। যার মধ্যে মাত্র ২২ লাখ ভ্যাকসিন প্রয়োগ হয়েছে।
এই মাসের শুরুতে ভারতের বেসরকারি হাসপাতালগুলোর জন্য ভ্যাকসিনের দাম বেঁধে দেয় ভারত সরকার। ওই দাম অনুযায়ী, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড প্রতি ডোজের দাম নির্ধারণ করা হয় ৭৮০ রুপি, রাশিয়া স্পুতনিক ভ্যাকসিনের প্রতি ডোজের দাম নির্ধারণ করা হয় ১১৪৫ রুপি এবং দেশে তৈরি কোভ্যাকসিনের প্রতি ডোজের দাম ১৪১০ রুপি। আর বেসরকারি হাসপাতালে প্রত্যেক ডোজ ভ্যাকসিন দিতে একজন গ্রাহককে সার্ভিস চার্জ ১৫০ রুপি দিতে হবে বলে জানান ভারত সরকার।
বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, কিছু হাসপাতালে ভারতে তৈরি কোভিশিল্ডের একটি ডোজের দাম রাখা হচ্ছে ১ হাজার ৮০০ রুপি।
করোনার টিকা নিয়ে নতুন নীতি ঘোষণা করেছে ভারতের নরেন্দ্র মোদি সরকার। যা এই মাসের ২১ জুন থেকে কার্যকর হবে। এই নীতি অনুযায়ী, দেশে উৎপাদিত টিকার ৭৫ শতাংশই কিনবে কেন্দ্র। বাকি ২৫ শতাংশ যাবে বেসরকারি খাতে। মানুষ চাইলে টাকা দিয়েও বেসরকারি হাসপাতাল থেকে নিতে পারবেন টিকা।
সম্প্রতি করোনা সংক্রমণ কমে আসায় ভারতের বিভিন্ন রাজ্যে বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, বিধিনিষেধ উঠে যাওয়ার কারণে এই সংক্রমণ আবার বেড়ে যেতে পারে। এই জন্য টিকা প্রয়োগ কর্মসূচি আরও ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন তাঁরা।

ঢাকা: ভারতে দেখা দিয়েছে করোনার টিকা সংকট। এই অজুহাতে দেশটি থেকে সব করোনা টিকা রপ্তানি বন্ধ রয়েছে। কিন্তু ভারত সরকারের তথ্য অনুযায়ী, গত মাসে দেশটির সরকারি হাসপাতালগুলোর কাছে ১ কোটি ৩০ লাখ ডোজ ভ্যাকসিন দেওয়া হলেও প্রয়োগ হয়েছে মাত্র ২২ লাখ ডোজ।
বিশেষজ্ঞরা মনে করছেন, বেসরকারি পর্যায়ের ভ্যাকসিনের চড়া মূল্যের কারণে সরকারি হাসপাতালের চেয়ে বেসরকারি হাসপাতালে ভ্যাকসিন কম প্রয়োগ হয়েছে।
গত ৪ জুন ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পুরো ভারতে ৭ কোটি ৪ লাখ ভ্যাকসিন বরাদ্দ করা হয়েছিল। এর মধ্যে ১ কোটি ৮৫ লাখ ডোজ ভ্যাকসিন বরাদ্দ ছিল ভারতের বেসরকারি সরকারি হাসপাতালগুলোর জন্য। এর মধ্যে বেসরকারি হাসপাতালগুলো ১ কোটি ২৯ লাখ ভ্যাকসিন সংগ্রহ করে। যার মধ্যে মাত্র ২২ লাখ ভ্যাকসিন প্রয়োগ হয়েছে।
এই মাসের শুরুতে ভারতের বেসরকারি হাসপাতালগুলোর জন্য ভ্যাকসিনের দাম বেঁধে দেয় ভারত সরকার। ওই দাম অনুযায়ী, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড প্রতি ডোজের দাম নির্ধারণ করা হয় ৭৮০ রুপি, রাশিয়া স্পুতনিক ভ্যাকসিনের প্রতি ডোজের দাম নির্ধারণ করা হয় ১১৪৫ রুপি এবং দেশে তৈরি কোভ্যাকসিনের প্রতি ডোজের দাম ১৪১০ রুপি। আর বেসরকারি হাসপাতালে প্রত্যেক ডোজ ভ্যাকসিন দিতে একজন গ্রাহককে সার্ভিস চার্জ ১৫০ রুপি দিতে হবে বলে জানান ভারত সরকার।
বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, কিছু হাসপাতালে ভারতে তৈরি কোভিশিল্ডের একটি ডোজের দাম রাখা হচ্ছে ১ হাজার ৮০০ রুপি।
করোনার টিকা নিয়ে নতুন নীতি ঘোষণা করেছে ভারতের নরেন্দ্র মোদি সরকার। যা এই মাসের ২১ জুন থেকে কার্যকর হবে। এই নীতি অনুযায়ী, দেশে উৎপাদিত টিকার ৭৫ শতাংশই কিনবে কেন্দ্র। বাকি ২৫ শতাংশ যাবে বেসরকারি খাতে। মানুষ চাইলে টাকা দিয়েও বেসরকারি হাসপাতাল থেকে নিতে পারবেন টিকা।
সম্প্রতি করোনা সংক্রমণ কমে আসায় ভারতের বিভিন্ন রাজ্যে বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, বিধিনিষেধ উঠে যাওয়ার কারণে এই সংক্রমণ আবার বেড়ে যেতে পারে। এই জন্য টিকা প্রয়োগ কর্মসূচি আরও ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন তাঁরা।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘যদি কোনো দেশ গ্রিনল্যান্ড ইস্যুতে আমাদের সঙ্গে একমত না হয়, তবে আমি তাদের ওপর শুল্ক বসাতে পারি। কারণ জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন।’ তবে কোন কোন দেশের ওপর এই শুল্ক আরোপ হতে পারে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
৭ ঘণ্টা আগে
ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি দাবি করেছেন, দেশটিতে চলমান গণজাগরণ এখন একটি পূর্ণাঙ্গ বিপ্লবে রূপ নিয়েছে। আজ শুক্রবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের পতন হবেই—প্রশ্নটি এখন ‘হবে কি না’ তা নয়, বরং ‘কখন হবে’ তা নিয়ে।
৭ ঘণ্টা আগে
গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনায় বলা হয়েছিল—অবিলম্বে সব ধরনের সামরিক হামলা বন্ধ করতে হবে; ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে; গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সুনির্দিষ্ট সীমা নির্ধারণ করতে হবে; পূর্ণমাত্রায় মানবিক সহায়তা...
১১ ঘণ্টা আগে
এনডিটিভি জানিয়েছে, সীতামাড়ির ঝাঝিহাট গ্রামে সপ্তম শ্রেণির ছাত্র রিতেশ কুমার (ডাকনাম গোলু) সকালে যখন কোচিং ক্লাসে যাচ্ছিল, সে সময় এক দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই ছাত্র। খবর পেয়ে রিতেশের পরিবার ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যায়।
১৩ ঘণ্টা আগে