
ভারতে গত পাঁচ দিনে চারবার পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে। দিল্লিতে আজ শনিবার পেট্রলের দাম লিটার প্রতি ৮০ পয়সা বেড়ে ৯৮ দশমিক ৬১ রুপি হয়েছে, এক দিন আগে যা ছিল ৯৭ দশমিক ৮১ রুপি। অন্যদিকে ডিজেলের দাম লিটারে ৮৯ দশমিক ০৭ রুপি থেকে বেড়ে ৮৯ দশমিক ৮৭ রুপি হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
ভারতের জ্বালানি তেলের ফার্মগুলো বলছে, কাঁচামালের দাম বেড়ে যাওয়ার কারণে তেলের দাম বাড়ছে।
ভারতে সাড়ে চার মাস পর গত ২২ মার্চ থেকে তেলের দাম বাড়তে থাকে এবং মাত্র পাঁচ দিনের ব্যবধানে চারবার বৃদ্ধি পায়। ২০১৭ সালে তেলের মূল্য সংশোধনের পর এবারই এক দিনে সর্বোচ্চ দাম বাড়ল। চার দফায় পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে প্রতি লিটারে ৩ দশমিক ২০ রুপি।
উত্তর প্রদেশ ও পাঞ্জাবে বিধানসভা নির্বাচনের আগে গত ৯ নভেম্বর থেকে ভারত সরকার জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছিল, যদিও সে সময় বিশ্বে অশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ৩০ মার্কিন ডলার বেড়ে গিয়েছিল। গত ১০ মার্চ ভারতের বিধানসভা নির্বাচন শেষ হয়েছে। ধারণা করা হয়েছিল, নির্বাচন শেষ হলে তেলের মূল্য সংশোধন করা হবে।
এদিকে নিউইয়র্কভিত্তিক প্রতিষ্ঠান মুদিস ইনভেস্টর সার্ভিসেস গত বৃহস্পতিবার জানিয়েছে, নির্বাচনের সময় জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার কারণে ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি তেলের খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ইন্ডিয়ান অয়েল করপোরেশন (আইওসি), ভারত পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেড (বিপিসিএল) এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেড (এইচপিসিএল) সম্মিলিতভাবে ২ দশমিক ২৫ বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব হারিয়েছে।
ভারতীয় প্রতিষ্ঠান কোটাক ইনস্টিটিউশনাল ইকুইটিস বলেছে, ডিজেলের দাম প্রতি লিটারে ১৩ দশমিক ১ রুপি থেকে ২৪ দশমিক ৯ রুপি পর্যন্ত বাড়ানো প্রয়োজন এবং পেট্রলের দাম প্রতি লিটারে ১০ দশমিক ৬ রুপি থেকে ২২ দশমিক ৩ রুপি পর্যন্ত বাড়ানো প্রয়োজন, যেহেতু প্রতি ব্যারেলে অশোধিত তেলের দাম হয়েছে ১০০ থেকে ১২০ মার্কিন ডলার।
প্রসঙ্গত, জ্বালানি তেলের চাহিদা মেটানোর জন্য ভারতকে ৮৫ শতাংশ তেল আমদানি করতে হয়। ফলে বিশ্ববাজারে তেলের দাম ওঠানামা করলে ভারতেও তেলের বাজার অস্থিতিশীল হয়ে ওঠে।

ভারতে গত পাঁচ দিনে চারবার পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে। দিল্লিতে আজ শনিবার পেট্রলের দাম লিটার প্রতি ৮০ পয়সা বেড়ে ৯৮ দশমিক ৬১ রুপি হয়েছে, এক দিন আগে যা ছিল ৯৭ দশমিক ৮১ রুপি। অন্যদিকে ডিজেলের দাম লিটারে ৮৯ দশমিক ০৭ রুপি থেকে বেড়ে ৮৯ দশমিক ৮৭ রুপি হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
ভারতের জ্বালানি তেলের ফার্মগুলো বলছে, কাঁচামালের দাম বেড়ে যাওয়ার কারণে তেলের দাম বাড়ছে।
ভারতে সাড়ে চার মাস পর গত ২২ মার্চ থেকে তেলের দাম বাড়তে থাকে এবং মাত্র পাঁচ দিনের ব্যবধানে চারবার বৃদ্ধি পায়। ২০১৭ সালে তেলের মূল্য সংশোধনের পর এবারই এক দিনে সর্বোচ্চ দাম বাড়ল। চার দফায় পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে প্রতি লিটারে ৩ দশমিক ২০ রুপি।
উত্তর প্রদেশ ও পাঞ্জাবে বিধানসভা নির্বাচনের আগে গত ৯ নভেম্বর থেকে ভারত সরকার জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছিল, যদিও সে সময় বিশ্বে অশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ৩০ মার্কিন ডলার বেড়ে গিয়েছিল। গত ১০ মার্চ ভারতের বিধানসভা নির্বাচন শেষ হয়েছে। ধারণা করা হয়েছিল, নির্বাচন শেষ হলে তেলের মূল্য সংশোধন করা হবে।
এদিকে নিউইয়র্কভিত্তিক প্রতিষ্ঠান মুদিস ইনভেস্টর সার্ভিসেস গত বৃহস্পতিবার জানিয়েছে, নির্বাচনের সময় জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার কারণে ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি তেলের খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ইন্ডিয়ান অয়েল করপোরেশন (আইওসি), ভারত পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেড (বিপিসিএল) এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেড (এইচপিসিএল) সম্মিলিতভাবে ২ দশমিক ২৫ বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব হারিয়েছে।
ভারতীয় প্রতিষ্ঠান কোটাক ইনস্টিটিউশনাল ইকুইটিস বলেছে, ডিজেলের দাম প্রতি লিটারে ১৩ দশমিক ১ রুপি থেকে ২৪ দশমিক ৯ রুপি পর্যন্ত বাড়ানো প্রয়োজন এবং পেট্রলের দাম প্রতি লিটারে ১০ দশমিক ৬ রুপি থেকে ২২ দশমিক ৩ রুপি পর্যন্ত বাড়ানো প্রয়োজন, যেহেতু প্রতি ব্যারেলে অশোধিত তেলের দাম হয়েছে ১০০ থেকে ১২০ মার্কিন ডলার।
প্রসঙ্গত, জ্বালানি তেলের চাহিদা মেটানোর জন্য ভারতকে ৮৫ শতাংশ তেল আমদানি করতে হয়। ফলে বিশ্ববাজারে তেলের দাম ওঠানামা করলে ভারতেও তেলের বাজার অস্থিতিশীল হয়ে ওঠে।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি জানুয়ারি মাসের মধ্যেই ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরিত হতে পারে। আজ সোমবার গুজরাটের আহমেদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ এই সম্ভাবনার কথা জানিয়ে...
৬ ঘণ্টা আগে
ইরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত বিক্ষোভকারীদের সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে—এমন আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে। ইন্টারনেট সম্পূর্ণভাবে বন্ধ থাকলেও মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ও ছবি বাইরে আসতে শুরু করেছে।
৭ ঘণ্টা আগে
ইরানের রাজধানী তেহরানের ফরেনসিক ডায়াগনস্টিক অ্যান্ড ল্যাবরেটরি সেন্টারের একটি ভিডিওতে বিপুলসংখ্যক মরদেহ দেখা যাওয়ার দাবি ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। গত কয়েক দিনে সামাজিক মাধ্যমে ওই কেন্দ্র থেকে ধারণ করা অন্তত ছয়টি ভিডিও প্রকাশিত হয়েছে।
৭ ঘণ্টা আগে
জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) সোমবার (১২ জানুয়ারি) গাম্বিয়া অভিযোগ করেছে, মিয়ানমার পরিকল্পিতভাবে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ধ্বংসের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এবং তাদের জীবনকে এক ভয়াবহ দুঃস্বপ্নে রূপ দিয়েছে।
৯ ঘণ্টা আগে