
ইন্দোর: এক নারী বিচারককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন তাঁরই আদালতে প্র্যাকটিস করা এক আইনজীবী। ই–মেইলের মাধ্যমে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন তিনি। কিন্তু সেটি মোটেও শালীন ছিল না।
এই এক এসএমএসের কারণেই তাঁকে যেতে হলো জেলে। দীর্ঘ চার মাস জেল খাটার পর অবশেষে হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন তিনি।
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোরের ঘটনা এটি। সম্প্রতি হাইকোর্টের ইন্দোর বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করেন।
বিজয় সিং যাদব নামে ওই আইনজীবীকে জামিন দেওয়ার সময় আদালত বলেন, এরপর যদি কখনো তিনি ওই নারী বিচারকের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যোগাযোগ করার চেষ্টা করেন বা তাঁকে বিরক্ত করেন তাহলে এই জামিন বাতিল হয়ে যাবে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৪ জুন বিজয় যাদবের দ্বিতীয় জামিন আবেদনের ভার্চুয়াল শুনানি চলাকালে বিচারপতি সুবোধ অভ্যাঙ্করের একক বেঞ্চ এই আদেশ দেন।
জেলা আদালতের এক কর্মকর্তার অভিযোগের ভিত্তিতে রতলাম পুলিশ তাঁর বিরুদ্ধে মামলা করেছিল। অভিযোগে বলা হয়, ওই আইনজীবী গত ২৯ জানুয়ারি তাঁর অফিশিয়াল ইমেইল ঠিকানা থেকে ওই নারী বিচারকের কাছে জন্মদিনের অশ্লীল শুভেচ্ছা পাঠিয়েছিলেন। তিনি ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিচারকের ছবি ডাউনলোড করে গ্রিটিং কার্ড তৈরি করেছিলেন। গত ২ ফেব্রুয়ারি তাঁকে গ্রেপ্তার করা হয়।
এর আগে হাইকোর্ট আইনজীবী বিজয় যাদবের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করার নির্দেশ দিয়েছিলেন। ওই আইনজীবী চার সন্তানের জনক হওয়া সত্ত্বেও ‘অনৈতিক কার্যকলাপে’ জড়িত ছিলেন এবং তাঁর এই কাজটি নারী বিচারকের জন্য অত্যন্ত বিব্রতকর ছিল বলে উল্লেখ করেন বিচারপতি।

ইন্দোর: এক নারী বিচারককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন তাঁরই আদালতে প্র্যাকটিস করা এক আইনজীবী। ই–মেইলের মাধ্যমে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন তিনি। কিন্তু সেটি মোটেও শালীন ছিল না।
এই এক এসএমএসের কারণেই তাঁকে যেতে হলো জেলে। দীর্ঘ চার মাস জেল খাটার পর অবশেষে হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন তিনি।
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোরের ঘটনা এটি। সম্প্রতি হাইকোর্টের ইন্দোর বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করেন।
বিজয় সিং যাদব নামে ওই আইনজীবীকে জামিন দেওয়ার সময় আদালত বলেন, এরপর যদি কখনো তিনি ওই নারী বিচারকের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যোগাযোগ করার চেষ্টা করেন বা তাঁকে বিরক্ত করেন তাহলে এই জামিন বাতিল হয়ে যাবে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৪ জুন বিজয় যাদবের দ্বিতীয় জামিন আবেদনের ভার্চুয়াল শুনানি চলাকালে বিচারপতি সুবোধ অভ্যাঙ্করের একক বেঞ্চ এই আদেশ দেন।
জেলা আদালতের এক কর্মকর্তার অভিযোগের ভিত্তিতে রতলাম পুলিশ তাঁর বিরুদ্ধে মামলা করেছিল। অভিযোগে বলা হয়, ওই আইনজীবী গত ২৯ জানুয়ারি তাঁর অফিশিয়াল ইমেইল ঠিকানা থেকে ওই নারী বিচারকের কাছে জন্মদিনের অশ্লীল শুভেচ্ছা পাঠিয়েছিলেন। তিনি ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিচারকের ছবি ডাউনলোড করে গ্রিটিং কার্ড তৈরি করেছিলেন। গত ২ ফেব্রুয়ারি তাঁকে গ্রেপ্তার করা হয়।
এর আগে হাইকোর্ট আইনজীবী বিজয় যাদবের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করার নির্দেশ দিয়েছিলেন। ওই আইনজীবী চার সন্তানের জনক হওয়া সত্ত্বেও ‘অনৈতিক কার্যকলাপে’ জড়িত ছিলেন এবং তাঁর এই কাজটি নারী বিচারকের জন্য অত্যন্ত বিব্রতকর ছিল বলে উল্লেখ করেন বিচারপতি।

স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি উচ্চগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ২১ জন নিহত এবং ৩০ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।
৮ মিনিট আগে
মিনেসোটায় মার্কিন সরকারের অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলাস্কাভিত্তিক সেনাবাহিনীর ১১তম এয়ারবোর্ন ডিভিশনের দুটি পদাতিক ব্যাটালিয়নকে ‘প্রিপেয়ার-টু-ডিপ্লয়’ বা মোতায়েনের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
৮ ঘণ্টা আগে
রয়টার্স নয়াদিল্লির একটি জ্যেষ্ঠ সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, ভারতকে এই বৈশ্বিক শান্তি উদ্যোগের অংশ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ভারত এই জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেবে কি না, তা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া জানায়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
৯ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ড দখলে বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই পদক্ষেপের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
১২ ঘণ্টা আগে