
ভারতের গুজরাট রাজ্যের উপকূল থেকে কিছুটা দূরে হিন্দুদের পবিত্র স্থান দ্বারকায় বিশেষ প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কৃষ্ণের পূজা দিতে আরব সাগরে অবস্থিত দ্বারকায় পানির নিচে ময়ূরের পালক নিয়ে ডুব দিয়েছেন তিনি। হিন্দু ধর্মাবলম্বীদের মতে, ভগবান শ্রী কৃষ্ণের সঙ্গে দ্বারকার একটি সম্পর্ক রয়েছে। এ কারণে তাঁদের কাছে স্থানটি অতি পবিত্র। তাঁদের বিশ্বাস, বহু বছর আগে সমৃদ্ধ এ শহরটি পানির নিচে তলিয়ে গেছে।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে, বেইত দ্বারকা দ্বীপের কাছাকাছি দ্বারকার উপকূলে স্কুবা ডাইভিংয়ের ব্যবস্থা রয়েছে। এখান থেকে দর্শনার্থীরা প্রাচীন দ্বারকার ডুবে যাওয়া অবশেষ দেখতে পান। এর অনেক কিছুই প্রত্নতাত্ত্বিকেরা খনন করে বের করেছেন।
আজ প্রধানমন্ত্রী মোদি স্কুবা গিয়ার পরে নীল পানিতে নেমে ধর্মীয় তাৎপর্যপূর্ণ স্থানে প্রার্থনা করেন। সেই ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী মোদি পানির নিচে গিয়ে তলদেশে ময়ূরের পালক নিবেদন করে শ্রদ্ধা জানান। ময়ূরের পালক নিবেদন ভগবান শ্রীকৃষ্ণের প্রতীকী শ্রদ্ধাঞ্জলি।
এক্স প্ল্যাটফর্মে নিজের অভিজ্ঞতা বর্ণনা করে প্রধানমন্ত্রী মোদি লেখেন, ‘পানিতে নিমজ্জিত দ্বারকা শহরে প্রার্থনা করা অত্যন্ত স্বর্গীয় অভিজ্ঞতা। আমি আধ্যাত্মিক মহিমা এবং কালজয়ী ভক্তির একটি প্রাচীন যুগের সঙ্গে সংযোগ অনুভব করেছি। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলকে আশীর্বাদ করুন।’
এর আগে আজ প্রধানমন্ত্রী মোদি আরব সাগরে গুজরাটের দেবভূমি দ্বারকা জেলার বেইত দ্বারকা দ্বীপের সঙ্গে ওখার সংযোগকারী, দেশের দীর্ঘতম কেবল–স্টেড সেতুর উদ্বোধন করেন। সেতুটি একটি অনন্য নকশা দিয়ে তৈরি। এতে গীতার শ্লোক এবং উভয় পাশে ভগবান কৃষ্ণের চিত্র দিয়ে সজ্জিত একটি ফুটপাত রয়েছে। ২ দশমিক ৩২ কিলোমিটার দীর্ঘ এ সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ৯৭৯ কোটি রুপি।

ভারতের গুজরাট রাজ্যের উপকূল থেকে কিছুটা দূরে হিন্দুদের পবিত্র স্থান দ্বারকায় বিশেষ প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কৃষ্ণের পূজা দিতে আরব সাগরে অবস্থিত দ্বারকায় পানির নিচে ময়ূরের পালক নিয়ে ডুব দিয়েছেন তিনি। হিন্দু ধর্মাবলম্বীদের মতে, ভগবান শ্রী কৃষ্ণের সঙ্গে দ্বারকার একটি সম্পর্ক রয়েছে। এ কারণে তাঁদের কাছে স্থানটি অতি পবিত্র। তাঁদের বিশ্বাস, বহু বছর আগে সমৃদ্ধ এ শহরটি পানির নিচে তলিয়ে গেছে।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে, বেইত দ্বারকা দ্বীপের কাছাকাছি দ্বারকার উপকূলে স্কুবা ডাইভিংয়ের ব্যবস্থা রয়েছে। এখান থেকে দর্শনার্থীরা প্রাচীন দ্বারকার ডুবে যাওয়া অবশেষ দেখতে পান। এর অনেক কিছুই প্রত্নতাত্ত্বিকেরা খনন করে বের করেছেন।
আজ প্রধানমন্ত্রী মোদি স্কুবা গিয়ার পরে নীল পানিতে নেমে ধর্মীয় তাৎপর্যপূর্ণ স্থানে প্রার্থনা করেন। সেই ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী মোদি পানির নিচে গিয়ে তলদেশে ময়ূরের পালক নিবেদন করে শ্রদ্ধা জানান। ময়ূরের পালক নিবেদন ভগবান শ্রীকৃষ্ণের প্রতীকী শ্রদ্ধাঞ্জলি।
এক্স প্ল্যাটফর্মে নিজের অভিজ্ঞতা বর্ণনা করে প্রধানমন্ত্রী মোদি লেখেন, ‘পানিতে নিমজ্জিত দ্বারকা শহরে প্রার্থনা করা অত্যন্ত স্বর্গীয় অভিজ্ঞতা। আমি আধ্যাত্মিক মহিমা এবং কালজয়ী ভক্তির একটি প্রাচীন যুগের সঙ্গে সংযোগ অনুভব করেছি। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলকে আশীর্বাদ করুন।’
এর আগে আজ প্রধানমন্ত্রী মোদি আরব সাগরে গুজরাটের দেবভূমি দ্বারকা জেলার বেইত দ্বারকা দ্বীপের সঙ্গে ওখার সংযোগকারী, দেশের দীর্ঘতম কেবল–স্টেড সেতুর উদ্বোধন করেন। সেতুটি একটি অনন্য নকশা দিয়ে তৈরি। এতে গীতার শ্লোক এবং উভয় পাশে ভগবান কৃষ্ণের চিত্র দিয়ে সজ্জিত একটি ফুটপাত রয়েছে। ২ দশমিক ৩২ কিলোমিটার দীর্ঘ এ সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ৯৭৯ কোটি রুপি।

ইন্টারনেট সেন্সরশিপ পর্যবেক্ষণকারী সংস্থা ফিল্টারওয়াচের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে ইন্টারনেট ব্যবহার আর সাধারণ নাগরিক অধিকার নয়, বরং সরকারের দেওয়া ‘বিশেষ সুযোগ’ হিসেবে গণ্য হবে। ফিল্টারওয়াচের প্রধান আমির রাশিদি জানান, নতুন পরিকল্পনা অনুযায়ী, যাঁদের নিরাপত্তা ছাড়পত্র আছে বা যাঁরা সরকারি যাচাই
৬ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত করার পরিকল্পনায় বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর শুল্কের খড়্গ চালিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্কসহ উত্তর ইউরোপ ও পশ্চিম ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।
৭ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের অভিযানের কয়েক মাস আগেই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছিল ট্রাম্প প্রশাসন। অভিযানের পরও এই যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত একাধিক ব্যক্তি।
৯ ঘণ্টা আগে
আল-জাজিরার তেহরান প্রতিনিধি রেসুল সেরদার জানান, খামেনির বক্তব্যে আগের অবস্থান পুনর্ব্যক্ত হলেও একটি গুরুত্বপূর্ণ ও নতুন তথ্য উঠে এসেছে। সেটা হলো, প্রাণহানির সংখ্যা। তিনি বলেন, ‘এই প্রথম খামেনি নিহতের সংখ্যা নিয়ে ইঙ্গিত দিলেন। তিনি বলেছেন, সহিংস বিক্ষোভকারীরা হাজার হাজার মানুষকে হত্যা করেছে।’
১০ ঘণ্টা আগে