Ajker Patrika

সীমান্তে গোলার আঘাতে ইউক্রেনের সেনা নিহত

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১০: ২৬
সীমান্তে গোলার আঘাতে ইউক্রেনের সেনা নিহত

ইউক্রেন-রাশিয়ার পূর্বাঞ্চলীয় সীমান্তে গোলার আঘাতে ইউক্রেনীয় এক সেনাসদস্য নিহত হয়েছেন। এই অঞ্চল রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের দখলে রয়েছে। 

ইউক্রেনের সেনাবাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, গোলার আঘাতে এক সেনাসদস্য নিহত ও আরেকজন আহত হয়েছেন। তবে হামলার স্থান সম্পর্কে বিস্তারিত জানায়নি ইউক্রেনের সেনাবাহিনী।

এএফপির হিসাব অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে সীমান্তে ইউক্রেনের ৯ সেনাসদস্য নিহত হয়েছেন। এঁদের মধ্যে ছয়জনই গত চার দিনে নিহত হয়েছেন।

ইউক্রেনের দুটি অঞ্চলকে গত মঙ্গলবার স্বাধীন ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পরে ওই অঞ্চলে সেনা পাঠায় রাশিয়া। এর পরই ইউক্রেন-রাশিয়ার মধ্যকার সংকট আরও বেড়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...