
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের নবম দিনে রাশিয়ার শীর্ষ সামরিক নেতা জেনারেল আন্দ্রেই সুখভেতস্কি নিহত হয়েছেন। বার্তা সংস্থা এপি ও ব্রিটিশ গণমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়, আন্দ্রেই সুখভেতস্কি ছিলেন রাশিয়ার সপ্তম এয়ারবর্ন ডিভিশনের কমান্ডিং জেনারেল এবং ৪১তম সম্মিলিত আর্মস আর্মির একজন ডেপুটি কমান্ডার। রাশিয়া-ইউক্রেন সংঘাতে এখন পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে আন্দ্রেই সবচেয়ে উচ্চপদস্থদের একজন ও প্রবীণ ব্যক্তিত্ব।
এপি জানায়, দক্ষিণ রাশিয়ার ক্রাসনোদর অঞ্চলের স্থানীয় কর্মকর্তাদের একটি সংগঠন তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে তা স্পষ্ট করেনি সংগঠনটি।
অন্যদিকে দ্য ইনডিপেনডেন্ট একটি সামরিক সূত্রের বরাত দিয়ে লিখেছে, মেজর জেনারেল সুখভেতস্কি একজন স্নাইপারের গুলিতে নিহত হয়েছেন।
ইনডিপেনডেন্টের ওই প্রতিবেদনের আরও বলা হয়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ জনগণকে যুদ্ধের অগ্রগতি জানাতে আজ এক বক্তৃতা দেন। সেই বক্তৃতায় তিনি একজন জেনারেল নিহত হওয়ার কথা উল্লেখ করেছেন। তবে জেনারেলের নাম বলেননি।
কমব্যাট ব্রাদারহুড রাশিয়ান ভেটেরান্স গ্রুপের একজন উপপ্রধান সের্গেই চিপিলেভ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, এটা অত্যন্ত দুঃখজনক সংবাদ যে আমাদের বন্ধু মেজর জেনারেল আন্দ্রেই সুখভেতস্কি যুদ্ধ চলাকালে ইউক্রেনের ভূখণ্ডে নিহত হয়েছেন। আমরা তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
৪৭ বছর বয়সী সুখভেতস্কি সিরিয়ায় রাশিয়ার সামরিক অভিযানে অংশ নিয়েছিলেন। তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে নভোরোসিস্কে।
এদিকে রুশ সংবাদপত্র প্রাভদা তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে লিখেছে, সুখভেতস্কি ১৯৯৫ সালে রিয়াজান হায়ার এয়ারবর্ন কমান্ড স্কুল থেকে স্নাতক সম্পন্ন করেছিলেন। তিনি একজন প্লাটুন কমান্ডার হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের নবম দিনে রাশিয়ার শীর্ষ সামরিক নেতা জেনারেল আন্দ্রেই সুখভেতস্কি নিহত হয়েছেন। বার্তা সংস্থা এপি ও ব্রিটিশ গণমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়, আন্দ্রেই সুখভেতস্কি ছিলেন রাশিয়ার সপ্তম এয়ারবর্ন ডিভিশনের কমান্ডিং জেনারেল এবং ৪১তম সম্মিলিত আর্মস আর্মির একজন ডেপুটি কমান্ডার। রাশিয়া-ইউক্রেন সংঘাতে এখন পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে আন্দ্রেই সবচেয়ে উচ্চপদস্থদের একজন ও প্রবীণ ব্যক্তিত্ব।
এপি জানায়, দক্ষিণ রাশিয়ার ক্রাসনোদর অঞ্চলের স্থানীয় কর্মকর্তাদের একটি সংগঠন তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে তা স্পষ্ট করেনি সংগঠনটি।
অন্যদিকে দ্য ইনডিপেনডেন্ট একটি সামরিক সূত্রের বরাত দিয়ে লিখেছে, মেজর জেনারেল সুখভেতস্কি একজন স্নাইপারের গুলিতে নিহত হয়েছেন।
ইনডিপেনডেন্টের ওই প্রতিবেদনের আরও বলা হয়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ জনগণকে যুদ্ধের অগ্রগতি জানাতে আজ এক বক্তৃতা দেন। সেই বক্তৃতায় তিনি একজন জেনারেল নিহত হওয়ার কথা উল্লেখ করেছেন। তবে জেনারেলের নাম বলেননি।
কমব্যাট ব্রাদারহুড রাশিয়ান ভেটেরান্স গ্রুপের একজন উপপ্রধান সের্গেই চিপিলেভ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, এটা অত্যন্ত দুঃখজনক সংবাদ যে আমাদের বন্ধু মেজর জেনারেল আন্দ্রেই সুখভেতস্কি যুদ্ধ চলাকালে ইউক্রেনের ভূখণ্ডে নিহত হয়েছেন। আমরা তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
৪৭ বছর বয়সী সুখভেতস্কি সিরিয়ায় রাশিয়ার সামরিক অভিযানে অংশ নিয়েছিলেন। তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে নভোরোসিস্কে।
এদিকে রুশ সংবাদপত্র প্রাভদা তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে লিখেছে, সুখভেতস্কি ১৯৯৫ সালে রিয়াজান হায়ার এয়ারবর্ন কমান্ড স্কুল থেকে স্নাতক সম্পন্ন করেছিলেন। তিনি একজন প্লাটুন কমান্ডার হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন।

ইন্টারনেট সেন্সরশিপ পর্যবেক্ষণকারী সংস্থা ফিল্টারওয়াচের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে ইন্টারনেট ব্যবহার আর সাধারণ নাগরিক অধিকার নয়, বরং সরকারের দেওয়া ‘বিশেষ সুযোগ’ হিসেবে গণ্য হবে। ফিল্টারওয়াচের প্রধান আমির রাশিদি জানান, নতুন পরিকল্পনা অনুযায়ী, যাঁদের নিরাপত্তা ছাড়পত্র আছে বা যাঁরা সরকারি যাচাই
৪ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত করার পরিকল্পনায় বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর শুল্কের খড়্গ চালিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্কসহ উত্তর ইউরোপ ও পশ্চিম ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের অভিযানের কয়েক মাস আগেই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছিল ট্রাম্প প্রশাসন। অভিযানের পরও এই যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত একাধিক ব্যক্তি।
৭ ঘণ্টা আগে
আল-জাজিরার তেহরান প্রতিনিধি রেসুল সেরদার জানান, খামেনির বক্তব্যে আগের অবস্থান পুনর্ব্যক্ত হলেও একটি গুরুত্বপূর্ণ ও নতুন তথ্য উঠে এসেছে। সেটা হলো, প্রাণহানির সংখ্যা। তিনি বলেন, ‘এই প্রথম খামেনি নিহতের সংখ্যা নিয়ে ইঙ্গিত দিলেন। তিনি বলেছেন, সহিংস বিক্ষোভকারীরা হাজার হাজার মানুষকে হত্যা করেছে।’
৭ ঘণ্টা আগে