
দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় উদ্যাপন করতে প্রতি বছরই মস্কোর রেড স্কয়ারে প্যারেডে অংশ নেয় রুশ বাহিনী। আজ বৃহস্পতিবার সকালেও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে ৭৯ তম বিজয় দিবসের প্যারেড। তবে এই প্যারেডে গত বছরের মতো এবারও একটি মাত্র ট্যাংকের উপস্থিতি দেখা গেছে। দেশটির বিপুলসংখ্যক ট্যাংক বর্তমানে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে মোতায়েন রয়েছে।
দ্য ইনডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, অস্ত্রসজ্জিত ওই ট্যাংকটি সামনে এলে প্যারেডে অংশ নেওয়া অতিথিরা করতালির মধ্য দিয়ে এটিকে স্বাগত জানান।
২০২২ সালে ইউক্রেনে হামলা করার আগের বছরগুলোতে রেড স্কয়ার প্যারেডে সব সময় ২০ টির বেশি ট্যাংক প্রদর্শন করা হতো। এবারের প্যারেডে অংশ নেওয়া টি-৩৪ মডেলের একমাত্র ট্যাংকটি অন্তত ৮৩ বছরের পুরোনো বলে জানা গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির সঙ্গে লড়াইয়ে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এই মডেলের ট্যাংকগুলো।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অন্যান্য বারের তুলনায় এবারের প্যারেড কিছুটা ভিন্ন ছিল। কারণ এবার বসন্ত মৌসুমের বিশেষ এই দিনটিতে মস্কোতে তুষারপাত হয়েছে। এবার প্যারেডে রাশিয়ার ৯ হাজার সৈন্য নিয়েছে। তবে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার আগে এই সংখ্যাটি আরও অনেক বেশি হতো।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবার তাঁর রেড স্কয়ার ভাষণে বলেছেন, ‘আমরা এমন একটি সময়ে বিজয় দিবস উদ্যাপন করছি, যখন আমরা একটি বিশেষ সামরিক অভিযানে রয়েছি।’
গত কিছুদিন ধরেই রাশিয়া অভিযোগ করে আসছে—যুক্তরাজ্য ও ফ্রান্স সহ পশ্চিমা দেশগুলো তাদের হুমকি দিচ্ছে। সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ইউক্রেনে স্থল সেনা পাঠানোর কথা স্বীকার করেছেন।
পশ্চিমা হুমকির বিষয়ে প্যারেডের ভাষণে একটি সতর্কতাও জারি করেছেন পুতিন। পশ্চিমা দেশগুলোকে তিনি তাঁর পারমাণবিক অস্ত্রগুলোর কথা স্মরণ করিয়ে দিয়েছেন।
ক্রেমলিন নেতা বলেছেন, ‘বিশ্বজুড়ে যুদ্ধ এড়াতে রাশিয়া সবকিছু করবে। তবে একই সঙ্গে আমরা কাউকে আমাদের হুমকি দেওয়ার অনুমতি দেব না। আমাদের কৌশলগত বাহিনী সর্বদা যুদ্ধ সতর্ক অবস্থায় রয়েছে।’

দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় উদ্যাপন করতে প্রতি বছরই মস্কোর রেড স্কয়ারে প্যারেডে অংশ নেয় রুশ বাহিনী। আজ বৃহস্পতিবার সকালেও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে ৭৯ তম বিজয় দিবসের প্যারেড। তবে এই প্যারেডে গত বছরের মতো এবারও একটি মাত্র ট্যাংকের উপস্থিতি দেখা গেছে। দেশটির বিপুলসংখ্যক ট্যাংক বর্তমানে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে মোতায়েন রয়েছে।
দ্য ইনডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, অস্ত্রসজ্জিত ওই ট্যাংকটি সামনে এলে প্যারেডে অংশ নেওয়া অতিথিরা করতালির মধ্য দিয়ে এটিকে স্বাগত জানান।
২০২২ সালে ইউক্রেনে হামলা করার আগের বছরগুলোতে রেড স্কয়ার প্যারেডে সব সময় ২০ টির বেশি ট্যাংক প্রদর্শন করা হতো। এবারের প্যারেডে অংশ নেওয়া টি-৩৪ মডেলের একমাত্র ট্যাংকটি অন্তত ৮৩ বছরের পুরোনো বলে জানা গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির সঙ্গে লড়াইয়ে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এই মডেলের ট্যাংকগুলো।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অন্যান্য বারের তুলনায় এবারের প্যারেড কিছুটা ভিন্ন ছিল। কারণ এবার বসন্ত মৌসুমের বিশেষ এই দিনটিতে মস্কোতে তুষারপাত হয়েছে। এবার প্যারেডে রাশিয়ার ৯ হাজার সৈন্য নিয়েছে। তবে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার আগে এই সংখ্যাটি আরও অনেক বেশি হতো।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবার তাঁর রেড স্কয়ার ভাষণে বলেছেন, ‘আমরা এমন একটি সময়ে বিজয় দিবস উদ্যাপন করছি, যখন আমরা একটি বিশেষ সামরিক অভিযানে রয়েছি।’
গত কিছুদিন ধরেই রাশিয়া অভিযোগ করে আসছে—যুক্তরাজ্য ও ফ্রান্স সহ পশ্চিমা দেশগুলো তাদের হুমকি দিচ্ছে। সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ইউক্রেনে স্থল সেনা পাঠানোর কথা স্বীকার করেছেন।
পশ্চিমা হুমকির বিষয়ে প্যারেডের ভাষণে একটি সতর্কতাও জারি করেছেন পুতিন। পশ্চিমা দেশগুলোকে তিনি তাঁর পারমাণবিক অস্ত্রগুলোর কথা স্মরণ করিয়ে দিয়েছেন।
ক্রেমলিন নেতা বলেছেন, ‘বিশ্বজুড়ে যুদ্ধ এড়াতে রাশিয়া সবকিছু করবে। তবে একই সঙ্গে আমরা কাউকে আমাদের হুমকি দেওয়ার অনুমতি দেব না। আমাদের কৌশলগত বাহিনী সর্বদা যুদ্ধ সতর্ক অবস্থায় রয়েছে।’

ভারতের কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কয়েকটি পরিত্যক্ত এয়ারস্ট্রিপ পুনরুজ্জীবিত করার পরিকল্পনা নিয়েছে। সূত্র জানিয়েছে, বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোতে আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
১ ঘণ্টা আগে
হাসান আলী প্রশ্ন করেন—কেন তাঁর বাবাকে দুই দেশের মধ্যে এভাবে ছোড়াছুড়ি করা হচ্ছে। তিনি বলেন, ‘আমার দেশ আমার বাবাকে বাংলাদেশি বলে ঘোষণা করেছে। কিন্তু বাংলাদেশ তাঁকে দুইবার ফেরত পাঠিয়েছে। তাহলে আমাদের দেশ কোনটা? আমাদের দেশ আছে কি?’
২ ঘণ্টা আগে
লোহিত সাগর অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সব চুক্তি বাতিল করেছে সোমালিয়া সরকার। গতকাল সোমবার মোগাদিসু সরকার এই ঘোষণা দিয়ে পারস্য উপসাগরীয় দেশটিকে তাদের সামরিক ঘাঁটি ও প্রধান বন্দর অবকাঠামো থেকে বহিষ্কার করেছে।
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানে সামরিক হামলার হুমকি দেওয়া অব্যাহত রেখেছে। দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভের মুখে ইরানি সরকার যখন ক্রমবর্ধমান চাপের মুখে, তখন প্রশাসন জানিয়েছে যে সম্ভাব্য বিভিন্ন বিকল্পের মধ্যে ‘বিমান হামলা’ অন্যতম।
৪ ঘণ্টা আগে