আজকের পত্রিকা ডেস্ক

বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভো এখন ইঁদুরবাহিত রোগের সংক্রমণে বিপর্যস্ত। এ অবস্থায় শহরটির বাসিন্দারা সামাজিক যোগাযোগমাধ্যমে মিলজাকা নদীতে দল বেঁধে ইঁদুরের সাঁতার কাটার ভিডিও এবং শহরের বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনার ছবি শেয়ার করছেন। শিশুদের খেলার মাঠসহ অনেক এলাকায় মৃত প্রাণী পড়ে থাকার অভিযোগও রয়েছে।
বৃহস্পতিবার বিবিসি জানিয়েছে, সারায়েভো শহরে ইঁদুরের বিস্তার আশঙ্কাজনক হারে বেড়েছে। এর ফলে ছড়িয়ে পড়েছে লেপ্টোসপাইরোসিস বা ‘ইঁদুর জ্বর’ নামে পরিচিত একটি বিপজ্জনক রোগ। দেশটির বৃহত্তম হাসপাতাল মাত্র একদিনে ইঁদুর জ্বরে আক্রান্ত এক ডজন রোগী শনাক্ত করেছে—যা বিশেষজ্ঞদেরকে গভীর উদ্বেগে ফেলেছে। রোগটি সাধারণত ইঁদুরের মূত্র বা বিষ্ঠা দ্বারা দূষিত পানি কিংবা মাটি থেকে মানুষের শরীরে প্রবেশ করে। এর উপসর্গের মধ্যে মাথাব্যথা, পেশির যন্ত্রণা, ফুসফুসে রক্তক্ষরণ, জন্ডিস এবং কিডনি বিকল হওয়ার মতো জটিলতা দেখা দিতে পারে।
সারায়েভোর কর্তৃপক্ষ ইতিমধ্যে এই পরিস্থিতিকে ‘মহামারি’ হিসেবে ঘোষণা করেছে। শুরু হয়েছে জরুরি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। জীবাণুনাশক নিয়ে মাঠে নেমেছেন অতিরিক্ত পৌরকর্মীরা। শহরের সব স্কুলকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা খেলার মাঠ পরিষ্কার করে, ঘাস কাটে এবং বেজমেন্টে ইঁদুর আছে কি না তা পরীক্ষা করে। বাড়ানো হয়েছে আবর্জনা অপসারণও।
গত দুই বছরে সারায়েভোতে কোনো ধরনের কীটনাশক বা দমন কার্যক্রম না থাকার কারণেই পরিস্থিতি মারাত্মক হয়েছে। সরকারি কর্মকর্তারা এর জন্য দায়ী করছেন ব্যর্থ এক টেন্ডার প্রক্রিয়াকে, যার ফলে ইঁদুর ও বেওয়ারিশ কুকুর শহরের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী অ্যানিস হাসানোভিচ বলেছেন, ‘এটি আসলে স্বাস্থ্য সংকট নয়, বরং একটি সামগ্রিক পৌর সংকট।’ অন্যদিকে ইউনিভার্সিটি ক্লিনিক্যাল সেন্টারের সাবেক পরিচালক ও বর্তমান সংসদ সদস্য সেবিজা ইজেতবেগোভিচ সতর্ক করেছেন—পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সেবিজা বলেন, ‘শহরের ইঁদুরেরা এখন এতটাই ভালো খাওয়া-দাওয়া করছে যে, ভবিষ্যতে হান্টা ভাইরাস সংক্রমণের আশঙ্কাও দেখা দিতে পারে।’
তবে সৌভাগ্যবশত, এখন পর্যন্ত আক্রান্তদের মধ্যে কেউই গুরুতর অবস্থায় নেই। চিকিৎসকদের মতে, লেপ্টোসপাইরোসিস যদি চিকিৎসা না করা হয়, তবে এর মৃত্যুহার ৫০ শতাংশেরও বেশি হতে পারে।
সারায়েভো শহরবাসীর প্রত্যাশা, এবার অন্তত কর্তৃপক্ষ টনক নাড়বে এবং সারায়েভো আবার পরিচ্ছন্ন ও নিরাপদ শহর হয়ে উঠবে।

বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভো এখন ইঁদুরবাহিত রোগের সংক্রমণে বিপর্যস্ত। এ অবস্থায় শহরটির বাসিন্দারা সামাজিক যোগাযোগমাধ্যমে মিলজাকা নদীতে দল বেঁধে ইঁদুরের সাঁতার কাটার ভিডিও এবং শহরের বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনার ছবি শেয়ার করছেন। শিশুদের খেলার মাঠসহ অনেক এলাকায় মৃত প্রাণী পড়ে থাকার অভিযোগও রয়েছে।
বৃহস্পতিবার বিবিসি জানিয়েছে, সারায়েভো শহরে ইঁদুরের বিস্তার আশঙ্কাজনক হারে বেড়েছে। এর ফলে ছড়িয়ে পড়েছে লেপ্টোসপাইরোসিস বা ‘ইঁদুর জ্বর’ নামে পরিচিত একটি বিপজ্জনক রোগ। দেশটির বৃহত্তম হাসপাতাল মাত্র একদিনে ইঁদুর জ্বরে আক্রান্ত এক ডজন রোগী শনাক্ত করেছে—যা বিশেষজ্ঞদেরকে গভীর উদ্বেগে ফেলেছে। রোগটি সাধারণত ইঁদুরের মূত্র বা বিষ্ঠা দ্বারা দূষিত পানি কিংবা মাটি থেকে মানুষের শরীরে প্রবেশ করে। এর উপসর্গের মধ্যে মাথাব্যথা, পেশির যন্ত্রণা, ফুসফুসে রক্তক্ষরণ, জন্ডিস এবং কিডনি বিকল হওয়ার মতো জটিলতা দেখা দিতে পারে।
সারায়েভোর কর্তৃপক্ষ ইতিমধ্যে এই পরিস্থিতিকে ‘মহামারি’ হিসেবে ঘোষণা করেছে। শুরু হয়েছে জরুরি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। জীবাণুনাশক নিয়ে মাঠে নেমেছেন অতিরিক্ত পৌরকর্মীরা। শহরের সব স্কুলকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা খেলার মাঠ পরিষ্কার করে, ঘাস কাটে এবং বেজমেন্টে ইঁদুর আছে কি না তা পরীক্ষা করে। বাড়ানো হয়েছে আবর্জনা অপসারণও।
গত দুই বছরে সারায়েভোতে কোনো ধরনের কীটনাশক বা দমন কার্যক্রম না থাকার কারণেই পরিস্থিতি মারাত্মক হয়েছে। সরকারি কর্মকর্তারা এর জন্য দায়ী করছেন ব্যর্থ এক টেন্ডার প্রক্রিয়াকে, যার ফলে ইঁদুর ও বেওয়ারিশ কুকুর শহরের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী অ্যানিস হাসানোভিচ বলেছেন, ‘এটি আসলে স্বাস্থ্য সংকট নয়, বরং একটি সামগ্রিক পৌর সংকট।’ অন্যদিকে ইউনিভার্সিটি ক্লিনিক্যাল সেন্টারের সাবেক পরিচালক ও বর্তমান সংসদ সদস্য সেবিজা ইজেতবেগোভিচ সতর্ক করেছেন—পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সেবিজা বলেন, ‘শহরের ইঁদুরেরা এখন এতটাই ভালো খাওয়া-দাওয়া করছে যে, ভবিষ্যতে হান্টা ভাইরাস সংক্রমণের আশঙ্কাও দেখা দিতে পারে।’
তবে সৌভাগ্যবশত, এখন পর্যন্ত আক্রান্তদের মধ্যে কেউই গুরুতর অবস্থায় নেই। চিকিৎসকদের মতে, লেপ্টোসপাইরোসিস যদি চিকিৎসা না করা হয়, তবে এর মৃত্যুহার ৫০ শতাংশেরও বেশি হতে পারে।
সারায়েভো শহরবাসীর প্রত্যাশা, এবার অন্তত কর্তৃপক্ষ টনক নাড়বে এবং সারায়েভো আবার পরিচ্ছন্ন ও নিরাপদ শহর হয়ে উঠবে।

ইরানে আন্দোলনকারীদের ওপর দেশটির নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। এর পর থেকেই মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে কাতারে অবস্থিত মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন বিমানঘাঁটি ‘আল-উদেইদ’ থেকে কিছু...
১ ঘণ্টা আগে
ইরানে চলমান কঠোর দমন–পীড়নের মধ্যে দেশটি ছেড়ে তুরস্কে প্রবেশ করছেন বহু ইরানি নাগরিক। বুধবার ইরান–তুরস্ক সীমান্তের কাপিকয় সীমান্ত ফটক দিয়ে ডজনখানেক ইরানি পরিবার ও ব্যক্তি তুরস্কের পূর্বাঞ্চলীয় ভান প্রদেশে প্রবেশ করেন।
১ ঘণ্টা আগে
মার্কিন দূতাবাসের এক পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতার ঢেউ তুলেছেন মালয়েশীয়রা। অনেকেই ঠাট্টা করে বলছেন, ‘আমাদের দেশে কোনো তেল নেই, ট্রাম্প প্রশাসন যেন মালয়েশিয়ায় কুনজর না দেয়।’
১ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার অপসারিত ও অভিশংসিত সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ বা বিদ্রোহের অভিযোগে মৃত্যুদণ্ড দাবি করেছেন দেশটির বিশেষ কৌঁসুলিরা। সিউলের একটি আদালতে তাঁরা এই শাস্তির আবেদন জানান। ২০২৪ সালের শেষ দিকে ব্যর্থ সামরিক আইন জারির মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখল চেষ্টার অভিযোগে
২ ঘণ্টা আগে