
করোনা মহামারির সময় দিনের পর দিন খবরের শিরোনাম হয়েছেন ভারতের বিলিয়নিয়ার ব্যবসায়ী আদর পুনেওয়ালা। কারণ কোভিড–১৯ ভাইরাসের বিরুদ্ধে কার্যকর ‘কোভিশিল্ড’ ভ্যাকসিন তৈরি করেছিল তাঁর নেতৃত্বাধীন সেরাম ইনস্টিটিউট। আলোচিত ওই প্রতিষ্ঠানটির সিইও আবারও খবরের শিরোনাম হলেন লন্ডনে একটি বাড়ি কিনে।
এ বিষয়ে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনের অভিজাত ‘মাইফেয়ার’ এলাকায় নতুন বাড়িটি কিনেছেন পুনেওয়ালা। গত শতাব্দীর বিশের দশকে নির্মিত ২৫ হাজার বর্গফুট আয়তনের ওই বাড়িটি পোলিশ ব্যবসায়ী জ্যান কুলচিকের কন্যা ডমিনিকা কুলচিকের কাছ থেকে ক্রয় করেছেন পুনেওয়ালা।
ফিন্যান্সিয়াল টাইমসের বরাত দিয়ে বলা হয়েছে, বাড়িটি কিনতে ভারতীয় ব্যবসায়ী ১৩ কোটি ৮০ লাখ পাউন্ড খরচ করেছেন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ হাজার ৯১০ কোটি টাকা। হাইডপার্কের কাছাকাছি এলাকায় অবস্থান করা ওই বাড়িটি চলতি বছর সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়ার রেকর্ড গড়েছে। শুধু তাই নয়, লন্ডনের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দামে বাড়িটি বিক্রি হয়েছে। লন্ডনের ইতিহাসে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া বাড়িটি ২০২০ সালে কিনেছিলেন সৌদি যুবরাজ সুলতান বিন আব্দুল আজিজ। বাংলাদেশি মুদ্রায় ওই বাড়িটির মূল্য ছিল প্রায় ৩ হাজার কোটি টাকা।
প্রতিবেদন অনুযায়ী, লন্ডনের ওই বাড়িটির দখল নেবে সেরাম লাইফ সায়েন্স। ভারতের সেরাম ইনস্টিটিউটেরই একটি শাখা প্রতিষ্ঠান এটি। প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত এক কর্মকর্তা ফিন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছেন, বিপুল দামে বাড়ি কেনার অর্থ এই নয় যে—পুনেওয়ালার পরিবার পাকাপোক্তভাবে লন্ডনে চলে যাবে। বরং যুক্তরাজ্যে অবস্থান করলে এই বাড়িটি পুনেওয়ালার পরিবার ও প্রতিষ্ঠানের বেজ ক্যাম্প হিসেবে ব্যবহৃত হবে।
ভারতের সেরাম ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সাইরাস পুনেওয়ালার ছেলে আদর পুনেওয়ালা। ২০০১ সালে তিনি পৈতৃক প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হন এবং ২০১১ সালে এর সিইও হয়ে পুরো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন।

করোনা মহামারির সময় দিনের পর দিন খবরের শিরোনাম হয়েছেন ভারতের বিলিয়নিয়ার ব্যবসায়ী আদর পুনেওয়ালা। কারণ কোভিড–১৯ ভাইরাসের বিরুদ্ধে কার্যকর ‘কোভিশিল্ড’ ভ্যাকসিন তৈরি করেছিল তাঁর নেতৃত্বাধীন সেরাম ইনস্টিটিউট। আলোচিত ওই প্রতিষ্ঠানটির সিইও আবারও খবরের শিরোনাম হলেন লন্ডনে একটি বাড়ি কিনে।
এ বিষয়ে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনের অভিজাত ‘মাইফেয়ার’ এলাকায় নতুন বাড়িটি কিনেছেন পুনেওয়ালা। গত শতাব্দীর বিশের দশকে নির্মিত ২৫ হাজার বর্গফুট আয়তনের ওই বাড়িটি পোলিশ ব্যবসায়ী জ্যান কুলচিকের কন্যা ডমিনিকা কুলচিকের কাছ থেকে ক্রয় করেছেন পুনেওয়ালা।
ফিন্যান্সিয়াল টাইমসের বরাত দিয়ে বলা হয়েছে, বাড়িটি কিনতে ভারতীয় ব্যবসায়ী ১৩ কোটি ৮০ লাখ পাউন্ড খরচ করেছেন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ হাজার ৯১০ কোটি টাকা। হাইডপার্কের কাছাকাছি এলাকায় অবস্থান করা ওই বাড়িটি চলতি বছর সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়ার রেকর্ড গড়েছে। শুধু তাই নয়, লন্ডনের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দামে বাড়িটি বিক্রি হয়েছে। লন্ডনের ইতিহাসে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া বাড়িটি ২০২০ সালে কিনেছিলেন সৌদি যুবরাজ সুলতান বিন আব্দুল আজিজ। বাংলাদেশি মুদ্রায় ওই বাড়িটির মূল্য ছিল প্রায় ৩ হাজার কোটি টাকা।
প্রতিবেদন অনুযায়ী, লন্ডনের ওই বাড়িটির দখল নেবে সেরাম লাইফ সায়েন্স। ভারতের সেরাম ইনস্টিটিউটেরই একটি শাখা প্রতিষ্ঠান এটি। প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত এক কর্মকর্তা ফিন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছেন, বিপুল দামে বাড়ি কেনার অর্থ এই নয় যে—পুনেওয়ালার পরিবার পাকাপোক্তভাবে লন্ডনে চলে যাবে। বরং যুক্তরাজ্যে অবস্থান করলে এই বাড়িটি পুনেওয়ালার পরিবার ও প্রতিষ্ঠানের বেজ ক্যাম্প হিসেবে ব্যবহৃত হবে।
ভারতের সেরাম ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সাইরাস পুনেওয়ালার ছেলে আদর পুনেওয়ালা। ২০০১ সালে তিনি পৈতৃক প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হন এবং ২০১১ সালে এর সিইও হয়ে পুরো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন।

মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট ন্যাটোর একাধিক পরামর্শমূলক গ্রুপে অংশগ্রহণ কমানোর পরিকল্পনা করছে। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক কর্মকর্তার মতে, ইউরোপে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ধীরে ধীরে কমিয়ে আনার যে উদ্যোগ ট্রাম্প প্রশাসন নিয়েছে, এটি তারই সর্বশেষ ইঙ্গিত।
২৩ মিনিট আগে
এক প্রতিবেদনে দ্য কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, নির্বাচন কমিশন আগামী ৫ মার্চের নির্বাচনের জন্য ২০ জানুয়ারিকে প্রার্থী নিবন্ধনের শেষ সময়সীমা নির্ধারণ করেছে। প্রচলিত আইন অনুযায়ী, কোনো নির্বাচিত প্রতিনিধি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলে তাঁকে অবশ্যই আগে পদত্যাগ করতে হবে।
২৬ মিনিট আগে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো বোর্ড অব পিস বা শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন। আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় নেতানিয়াহুর দপ্তর জানায়, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে...
১ ঘণ্টা আগে
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আগামী সপ্তাহের চীন সফর করবেন। এই সময়ে ব্রিটেন ও চীন ব্যবসায়িক সংলাপে এক ‘সোনালি যুগ’ পুনরুজ্জীবিত করার লক্ষ্য নিয়েছে। এ উদ্যোগ সম্পর্কে অবগত তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই জানিয়েছে। উভয় দেশের শীর্ষ নির্বাহীরা এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
৩ ঘণ্টা আগে