
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ন্যাটোভুক্ত কোনো দেশকে আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার। পোল্যান্ড, বাল্টিক দেশ কিংবা চেক প্রজাতন্ত্রকেও আক্রমণ করবে না রাশিয়া। তবে পশ্চিমারা যদি ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করে, তবে রুশ বাহিনী সেগুলোকে গুলি করে নামাবে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
গতকাল বুধবার রুশ বিমানবাহিনীর পাইলটদের সঙ্গে আলাপকালে পুতিন বলেন, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে রাশিয়ার পূর্ব দিকে প্রসারিত হয়েছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট। কিন্তু ন্যাটোভুক্ত কোনো দেশকে আক্রমণের পরিকল্পনা নেই মস্কোর।
আজ বৃহস্পতিবার প্রকাশিত ক্রেমলিন ট্রান্সক্রিপ্টে পুতিন বলেছেন, ‘এই দেশগুলোর প্রতি আমাদের কোনো আক্রমণাত্মক উদ্দেশ্য নেই। পোল্যান্ড, বাল্টিক কিংবা এবং চেক প্রজাতন্ত্রকে আমরা আক্রমণ করব—এমনটি বলে দেশগুলোকে ভয় দেখানো হচ্ছে। এগুলো সম্পূর্ণ বাজে কথা। এগুলো উদ্দেশ্যপ্রণোদিত।’
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সমর্থন করে যুক্তরাষ্ট্র অর্থ, অস্ত্র এবং বুদ্ধিমত্তা দিচ্ছে বলে অভিযোগ ক্রেমলিনের। তারা বলেছে, এর আগে কখনোই হয়তো ওয়াশিংটনের সঙ্গে মস্কোর সম্পর্ক এত খারাপ ছিল না।
ইউক্রেনে পাঠানো পশ্চিমাদের এফ-১৬ যুদ্ধবিমান সম্পর্কে জানতে চাইলে পুতিন বলেন, এ ধরনের বিমান ইউক্রেনের পরিস্থিতির পরিবর্তন করবে না। তিনি বলেন, ‘তারা (পশ্চিমা দেশ) এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করলে এবং পাইলটদের প্রশিক্ষণ দিলেও তা যুদ্ধক্ষেত্রের পরিস্থিতির পরিবর্তন করবে না। আমরা যুদ্ধবিমানগুলোকে ধ্বংস করব ঠিক যেমন আমরা আজ ধ্বংস করেছি ট্যাংক, সাঁজোয়া যান এবং একাধিক রকেট লঞ্চার।’
এফ-১৬ পারমাণবিক অস্ত্রও বহন করতে পারে বলে জানান পুতিন। তিনি বলেন, ‘তৃতীয় কোনো দেশের বিমান ঘাঁটি ব্যবহার করা হলে সেসবও আমাদের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে, সেটা যেখানেই অবস্থিত হোক না কেন।’
এদিকে, রাশিয়ার জব্দ অর্থের মুনাফা দিয়ে ইউক্রেনকে সামরিক সহায়তার পরিকল্পনা এগিয়ে নিতে সম্মত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। গোলাবারুদের প্রচণ্ড সংকটের মধ্যে ২১ মার্চ এ সিদ্ধান্ত নেওয়া হয়। এই পরিকল্পনা চূড়ান্ত হলে রাশিয়ার সম্পদ থেকে ইউক্রেনের জন্য বছরে প্রায় ৩৩০ কোটি ডলারের ব্যবস্থা হতে পারে।
বেলজিয়াম, ডেনমার্ক, নরওয়ে ও নেদারল্যান্ডস এরই মধ্যে ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। দেশগুলোর একটি জোট যুদ্ধবিমানগুলো ব্যবহারের জন্য ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণে সহায়তা করার প্রতিশ্রুতিও দিয়েছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ন্যাটোভুক্ত কোনো দেশকে আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার। পোল্যান্ড, বাল্টিক দেশ কিংবা চেক প্রজাতন্ত্রকেও আক্রমণ করবে না রাশিয়া। তবে পশ্চিমারা যদি ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করে, তবে রুশ বাহিনী সেগুলোকে গুলি করে নামাবে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
গতকাল বুধবার রুশ বিমানবাহিনীর পাইলটদের সঙ্গে আলাপকালে পুতিন বলেন, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে রাশিয়ার পূর্ব দিকে প্রসারিত হয়েছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট। কিন্তু ন্যাটোভুক্ত কোনো দেশকে আক্রমণের পরিকল্পনা নেই মস্কোর।
আজ বৃহস্পতিবার প্রকাশিত ক্রেমলিন ট্রান্সক্রিপ্টে পুতিন বলেছেন, ‘এই দেশগুলোর প্রতি আমাদের কোনো আক্রমণাত্মক উদ্দেশ্য নেই। পোল্যান্ড, বাল্টিক কিংবা এবং চেক প্রজাতন্ত্রকে আমরা আক্রমণ করব—এমনটি বলে দেশগুলোকে ভয় দেখানো হচ্ছে। এগুলো সম্পূর্ণ বাজে কথা। এগুলো উদ্দেশ্যপ্রণোদিত।’
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সমর্থন করে যুক্তরাষ্ট্র অর্থ, অস্ত্র এবং বুদ্ধিমত্তা দিচ্ছে বলে অভিযোগ ক্রেমলিনের। তারা বলেছে, এর আগে কখনোই হয়তো ওয়াশিংটনের সঙ্গে মস্কোর সম্পর্ক এত খারাপ ছিল না।
ইউক্রেনে পাঠানো পশ্চিমাদের এফ-১৬ যুদ্ধবিমান সম্পর্কে জানতে চাইলে পুতিন বলেন, এ ধরনের বিমান ইউক্রেনের পরিস্থিতির পরিবর্তন করবে না। তিনি বলেন, ‘তারা (পশ্চিমা দেশ) এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করলে এবং পাইলটদের প্রশিক্ষণ দিলেও তা যুদ্ধক্ষেত্রের পরিস্থিতির পরিবর্তন করবে না। আমরা যুদ্ধবিমানগুলোকে ধ্বংস করব ঠিক যেমন আমরা আজ ধ্বংস করেছি ট্যাংক, সাঁজোয়া যান এবং একাধিক রকেট লঞ্চার।’
এফ-১৬ পারমাণবিক অস্ত্রও বহন করতে পারে বলে জানান পুতিন। তিনি বলেন, ‘তৃতীয় কোনো দেশের বিমান ঘাঁটি ব্যবহার করা হলে সেসবও আমাদের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে, সেটা যেখানেই অবস্থিত হোক না কেন।’
এদিকে, রাশিয়ার জব্দ অর্থের মুনাফা দিয়ে ইউক্রেনকে সামরিক সহায়তার পরিকল্পনা এগিয়ে নিতে সম্মত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। গোলাবারুদের প্রচণ্ড সংকটের মধ্যে ২১ মার্চ এ সিদ্ধান্ত নেওয়া হয়। এই পরিকল্পনা চূড়ান্ত হলে রাশিয়ার সম্পদ থেকে ইউক্রেনের জন্য বছরে প্রায় ৩৩০ কোটি ডলারের ব্যবস্থা হতে পারে।
বেলজিয়াম, ডেনমার্ক, নরওয়ে ও নেদারল্যান্ডস এরই মধ্যে ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। দেশগুলোর একটি জোট যুদ্ধবিমানগুলো ব্যবহারের জন্য ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণে সহায়তা করার প্রতিশ্রুতিও দিয়েছে।

ইরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত বিক্ষোভকারীদের সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে—এমন আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে। ইন্টারনেট সম্পূর্ণভাবে বন্ধ থাকলেও মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ও ছবি বাইরে আসতে শুরু করেছে।
৮ মিনিট আগে
ইরানের রাজধানী তেহরানের ফরেনসিক ডায়াগনস্টিক অ্যান্ড ল্যাবরেটরি সেন্টারের একটি ভিডিওতে বিপুলসংখ্যক মরদেহ দেখা যাওয়ার দাবি ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। গত কয়েক দিনে সামাজিক মাধ্যমে ওই কেন্দ্র থেকে ধারণ করা অন্তত ছয়টি ভিডিও প্রকাশিত হয়েছে।
৩৭ মিনিট আগে
জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) সোমবার (১২ জানুয়ারি) গাম্বিয়া অভিযোগ করেছে, মিয়ানমার পরিকল্পিতভাবে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ধ্বংসের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এবং তাদের জীবনকে এক ভয়াবহ দুঃস্বপ্নে রূপ দিয়েছে।
২ ঘণ্টা আগে
ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে এক ছাত্রীকে খুব কাছ থেকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে একটি মানবাধিকার সংগঠন। নিহত ওই শিক্ষার্থীর নাম রুবিনা আমিনিয়ান। বয়স ২৩ বছর। তিনি তেহরানের শারিয়াতি কলেজের শিক্ষার্থী ছিলেন এবং টেক্সটাইল ও ফ্যাশন ডিজাইন বিষয়ে পড়াশোনা করছিলেন।
৩ ঘণ্টা আগে