
ইউক্রেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর ইভানো-ফ্রাংকিভস্কে রুশ বাহিনী গোলাবর্ষণ শুরু করেছে। এর আগে এই শহরে রুশ বাহিনী আক্রমণ করেনি। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
একটি ফেসবুক বার্তায় ইভানো-ফ্রাংকিভস্কের মেয়র বলেছেন, শত্রু ফ্রাংকিভস্কে আঘাত করেছে। তিনি ক্রাইখিভতসি, চুকালিভকা, ওপ্রিশিভসি ও গোরোডোক জেলার বাসিন্দাদের বাড়িঘর ছেড়ে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন। মেয়র বিস্ফোরণের ছবি ও ভিডিও শেয়ার না করার জন্যও অনুরোধ করেছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আজ শুক্রবার সকালে নতুন দুটি শহর লুতস্ক ও দিনিপ্রোতে হামলা করার পর নতুন আরেকটি শহর ইভানো-ফ্রাংকিভস্কে হামলা করল রুশ বাহিনী। ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিসেস (এসইএস) জানিয়েছে, আজ সকালের হামলায় দিনিপ্রোর নোভোকডাতস্কি জেলায় একজন নিহত হয়েছেন। শহরে তিনটি বিমান হামলা হয়েছে। একটি কিন্ডারগার্টেন ও একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া একটি দোতলা জুতার কারখানায়ও আগুন লেগেছে।
ইউক্রেনের পশ্চিমের শহরগুলো এর আগে রাশিয়ার লক্ষ্যবস্তু ছিল না। নতুন করে এসব শহরে হামলা শুরু করল রুশ সেনাবাহিনী।
এদিকে আজ শুক্রবার সকালে বন্দরনগরী মারিউপোলেও নতুন করে হামলা শুরু করেছে রুশ বাহিনী। স্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, রুশ বাহিনীর গোলার আঘাতে আধা ঘণ্টা পর পর মারিউপোল শহর কেঁপে উঠছে। গত দুই দিনে ইউক্রেনের এই বন্দরনগরী সাক্ষাৎ নরকে পরিণত হয়েছে।
ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, রুশ সেনারা গত ১০ দিন ধরে মারিউপোল শহর অবরুদ্ধ করে রেখেছে। দফায় দফায় বিমান হামলায় এই শহরের অন্তত ১ হাজার ৩০০ মানুষ মারা গেছে।

ইউক্রেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর ইভানো-ফ্রাংকিভস্কে রুশ বাহিনী গোলাবর্ষণ শুরু করেছে। এর আগে এই শহরে রুশ বাহিনী আক্রমণ করেনি। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
একটি ফেসবুক বার্তায় ইভানো-ফ্রাংকিভস্কের মেয়র বলেছেন, শত্রু ফ্রাংকিভস্কে আঘাত করেছে। তিনি ক্রাইখিভতসি, চুকালিভকা, ওপ্রিশিভসি ও গোরোডোক জেলার বাসিন্দাদের বাড়িঘর ছেড়ে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন। মেয়র বিস্ফোরণের ছবি ও ভিডিও শেয়ার না করার জন্যও অনুরোধ করেছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আজ শুক্রবার সকালে নতুন দুটি শহর লুতস্ক ও দিনিপ্রোতে হামলা করার পর নতুন আরেকটি শহর ইভানো-ফ্রাংকিভস্কে হামলা করল রুশ বাহিনী। ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিসেস (এসইএস) জানিয়েছে, আজ সকালের হামলায় দিনিপ্রোর নোভোকডাতস্কি জেলায় একজন নিহত হয়েছেন। শহরে তিনটি বিমান হামলা হয়েছে। একটি কিন্ডারগার্টেন ও একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া একটি দোতলা জুতার কারখানায়ও আগুন লেগেছে।
ইউক্রেনের পশ্চিমের শহরগুলো এর আগে রাশিয়ার লক্ষ্যবস্তু ছিল না। নতুন করে এসব শহরে হামলা শুরু করল রুশ সেনাবাহিনী।
এদিকে আজ শুক্রবার সকালে বন্দরনগরী মারিউপোলেও নতুন করে হামলা শুরু করেছে রুশ বাহিনী। স্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, রুশ বাহিনীর গোলার আঘাতে আধা ঘণ্টা পর পর মারিউপোল শহর কেঁপে উঠছে। গত দুই দিনে ইউক্রেনের এই বন্দরনগরী সাক্ষাৎ নরকে পরিণত হয়েছে।
ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, রুশ সেনারা গত ১০ দিন ধরে মারিউপোল শহর অবরুদ্ধ করে রেখেছে। দফায় দফায় বিমান হামলায় এই শহরের অন্তত ১ হাজার ৩০০ মানুষ মারা গেছে।

ইন্টারনেট সেন্সরশিপ পর্যবেক্ষণকারী সংস্থা ফিল্টারওয়াচের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে ইন্টারনেট ব্যবহার আর সাধারণ নাগরিক অধিকার নয়, বরং সরকারের দেওয়া ‘বিশেষ সুযোগ’ হিসেবে গণ্য হবে। ফিল্টারওয়াচের প্রধান আমির রাশিদি জানান, নতুন পরিকল্পনা অনুযায়ী, যাঁদের নিরাপত্তা ছাড়পত্র আছে বা যাঁরা সরকারি যাচাই
২ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত করার পরিকল্পনায় বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর শুল্কের খড়্গ চালিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্কসহ উত্তর ইউরোপ ও পশ্চিম ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের অভিযানের কয়েক মাস আগেই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছিল ট্রাম্প প্রশাসন। অভিযানের পরও এই যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত একাধিক ব্যক্তি।
৫ ঘণ্টা আগে
আল-জাজিরার তেহরান প্রতিনিধি রেসুল সেরদার জানান, খামেনির বক্তব্যে আগের অবস্থান পুনর্ব্যক্ত হলেও একটি গুরুত্বপূর্ণ ও নতুন তথ্য উঠে এসেছে। সেটা হলো, প্রাণহানির সংখ্যা। তিনি বলেন, ‘এই প্রথম খামেনি নিহতের সংখ্যা নিয়ে ইঙ্গিত দিলেন। তিনি বলেছেন, সহিংস বিক্ষোভকারীরা হাজার হাজার মানুষকে হত্যা করেছে।’
৬ ঘণ্টা আগে