Ajker Patrika

রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘে নিন্দা প্রস্তাব পাস

আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ১০: ২৯
রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘে নিন্দা প্রস্তাব পাস

ইউক্রেনের চারটি অঞ্চলকে নিজেদের সঙ্গে যুক্ত করার ঘোষণায় রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে। ১৪৩টি দেশ রাশিয়ার বিপক্ষে ভোট দেয়। ভারত ও চীনসহ ৩৫টি দেশ ভোটদানে বিরত থাকে। আর রাশিয়া, বেলারুশ, উত্তর কোরিয়া, সিরিয়া ও নিকারাগুয়া এই প্রস্তাবের বিরোধিতা করেছে। 

বিবিসির প্রতিবেদনে জানা যায়, গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালানোর পর রাশিয়ার বিরুদ্ধে এটি সর্বোচ্চ ভোট। নিন্দা প্রস্তাব গৃহীত হওয়ায় দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক টুইট বার্তায় তিনি বলেন, ইউক্রেনের অঞ্চল যুক্ত করার রুশ চেষ্টা মূল্যহীন। বিশ্বের স্বাধীন দেশগুলো কখনোই এতে স্বীকৃতি দেবে না। ইউক্রেন নিজের সব ভূখণ্ড ফিরিয়ে নেবে। 

সম্প্রতি ইউক্রেনের দোনেৎস্ক, খেরসন, লুহানস্ক ও জাপোরিঝিয়া অঞ্চলে গণভোটের মধ্য দিয়ে নিজেদের অন্তর্ভুক্ত করে রাশিয়া। এই গণভোট ও অন্তর্ভুক্তিকরণকে অবৈধ উল্লেখ করে আলবেনিয়ার উদ্যোগে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি নিন্দা প্রস্তাব আনা হয়। প্রস্তাবটিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, রাশিয়ার এই অন্তর্ভুক্তিকরণের দাবিকে যেন স্বীকৃতি দেওয়া না হয়। এ ছাড়া অবিলম্বে যেন প্রত্যাহার করা হয় এই দাবি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৮ প্রার্থী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত