Ajker Patrika

ফুটবলার থমাস পার্টের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

অনলাইন ডেস্ক
আপডেট : ০৪ জুলাই ২০২৫, ২০: ৩২
ফুটবলার থমাস পার্টে। ছবি: বিবিসি
ফুটবলার থমাস পার্টে। ছবি: বিবিসি

আর্সেনালের সাবেক ফুটবলার থমাস পার্টের বিরুদ্ধে পাঁচটি ধর্ষণ এবং একটি যৌন নিপীড়নের অভিযোগ গঠন করা হয়েছে। মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে এসব ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। অভিযোগগুলোর মধ্যে এক নারীর ক্ষেত্রে দুবার ধর্ষণ, দ্বিতীয় এক নারীর ক্ষেত্রে তিনবার ধর্ষণ এবং তৃতীয় এক নারীর সঙ্গে একটি যৌন নিপীড়নের ঘটনা রয়েছে।

শুক্রবার বিবিসি জানিয়েছে, থমাস পার্টে ২০২০ সাল থেকে আর্সেনাল দলের হয়ে খেলেছেন। গত সোমবার তাঁর ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বিবিসি নিউজ আর্সেনাল দলের কাছে মন্তব্য চেয়েছে।

এ ঘটনার তদন্তের দায়িত্বে থাকা ডিটেকটিভ সুপারিনটেনডেন্ট অ্যান্ডি ফারফি বলেন, ‘আমাদের অগ্রাধিকার হচ্ছে, যারা অভিযোগ করেছে, তাদের পাশে থাকা ও সহায়তা প্রদান। কেউ যদি এই মামলার সঙ্গে সম্পর্কিত হন বা কোনো তথ্য জানেন, তবে আমাদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করছি।’

থমাস পার্টে আগামী ৫ আগস্ট মঙ্গলবার ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটস কোর্টে হাজির হবেন বলে জানা গেছে।

থমাস পার্টের জন্ম ঘানায়। ২০১৬ সালে ঘানার জাতীয় দলে তাঁর অভিষেক ঘটে। খেলোয়াড় হিসেবে নাটকীয়ভাবে ইউরোপে উঠে আসেন তিনি এবং আটলেটিকো ও আর্সেনালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর খেলার ধরন, ব্যক্তিগত দায়বদ্ধতা ও আন্তর্জাতিক অবদান তাঁকে একজন সম্মানিত খেলোয়াড়ে পরিণত করেছিল। বর্তমানে নির্ভরযোগ্য এক ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে তাঁকে নিয়ে অনেক ক্লাবের আগ্রহ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২১ বছর বয়সেই ব্যবসায় বাজিমাত, দুই বছরে বিক্রি আড়াই কোটির বেশি

নিহতের ফোনের ভিডিওতে মিলল ৫ আগস্ট যাত্রাবাড়ীতে হত্যাকাণ্ডের ভয়াবহ চিত্র: বিবিসির অনুসন্ধান

ইন্টারনেট ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপের নতুন প্রতিদ্বন্দ্বী

জুলাইয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন হাসিনা, ফাঁস হওয়া অডিও বিশ্লেষণ করে জানাল বিবিসি

তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত