
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের ৫৭ বছরের দখলদারিত্ব নিয়ে শুনানি শুরু হয়েছে। নেদারল্যান্ডসের দ্য হেগে আজ সোমবার আইসিজের প্রধান কার্যালয়ে এই শুনানি শুরু হয়। শুনানিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি ইসরায়েলের বিরুদ্ধে জাতিবিদ্বেষের অভিযোগ এনেছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আজ সোমবার আন্তর্জাতিক মান সময় সকাল ৯টার একটু পর এই শুনানি শুরু হয়। এই শুনানিতে বিশ্বের ৫২টি দেশ ও ৩টি আন্তর্জাতিক সংস্থা অংশ নিয়েছে। ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি।
রিয়াদ আল-মালিকি শুনানিতে অংশ নিয়ে অভিযোগ করেছেন, ইসরায়েলি দখলদারিত্বের অধীনে ফিলিস্তিনি জনগণ উপনিবেশবাদ ও জাতিবিদ্বেষের শিকার হচ্ছে। তিনি বলেন, ‘ফিলিস্তিনিরা ঔপনিবেশিকতা ও বর্ণবাদের শিকার...।’ এ সময় তিনি ইসরায়েলকে ইঙ্গিত করে বলেন, ‘অনেকেই এই কথাগুলো শুনে ক্ষুব্ধ হয়েছেন হয়তো। কিন্তু তাদের মূলত ক্ষুব্ধ হওয়া উচিত আমরা যে বাস্তবতায় ভুগছি তা নিয়ে।’
এর আগে, ২০২২ সালের ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ আইসিজেকে অনুরোধ করে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে যে নীতি নিয়েছে ইসরায়েল, তার ফল কী হতে পারে সে বিষয়টি পর্যালোচনা করার জন্য। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতেই এই মৌখিক শুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
তবে আশঙ্কার বিষয় হলো, এই শুনানি শেষে আইসিজে যে উপদেশই দিক না কেন, তা ইসরায়েলের জন্য মানা বাধ্যতামূলক নয়। কারণ, আইসিজের উপদেশমূলক মতামত সদস্য দেশগুলোর জন্য প্রতিপালন করা বাধ্যতামূলক নয়। তবে এসব উপদেশের নৈতিক ও আইনি প্রেক্ষাপট আছ। যা পরবর্তী সময়ে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিন রাষ্ট্রের সঙ্গে করা অন্যায়ের বিষয়টি আইনিভাবে মোকাবিলার ক্ষেত্রে ভালো সুযোগ তৈরি করবে।

আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের ৫৭ বছরের দখলদারিত্ব নিয়ে শুনানি শুরু হয়েছে। নেদারল্যান্ডসের দ্য হেগে আজ সোমবার আইসিজের প্রধান কার্যালয়ে এই শুনানি শুরু হয়। শুনানিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি ইসরায়েলের বিরুদ্ধে জাতিবিদ্বেষের অভিযোগ এনেছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আজ সোমবার আন্তর্জাতিক মান সময় সকাল ৯টার একটু পর এই শুনানি শুরু হয়। এই শুনানিতে বিশ্বের ৫২টি দেশ ও ৩টি আন্তর্জাতিক সংস্থা অংশ নিয়েছে। ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি।
রিয়াদ আল-মালিকি শুনানিতে অংশ নিয়ে অভিযোগ করেছেন, ইসরায়েলি দখলদারিত্বের অধীনে ফিলিস্তিনি জনগণ উপনিবেশবাদ ও জাতিবিদ্বেষের শিকার হচ্ছে। তিনি বলেন, ‘ফিলিস্তিনিরা ঔপনিবেশিকতা ও বর্ণবাদের শিকার...।’ এ সময় তিনি ইসরায়েলকে ইঙ্গিত করে বলেন, ‘অনেকেই এই কথাগুলো শুনে ক্ষুব্ধ হয়েছেন হয়তো। কিন্তু তাদের মূলত ক্ষুব্ধ হওয়া উচিত আমরা যে বাস্তবতায় ভুগছি তা নিয়ে।’
এর আগে, ২০২২ সালের ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ আইসিজেকে অনুরোধ করে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে যে নীতি নিয়েছে ইসরায়েল, তার ফল কী হতে পারে সে বিষয়টি পর্যালোচনা করার জন্য। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতেই এই মৌখিক শুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
তবে আশঙ্কার বিষয় হলো, এই শুনানি শেষে আইসিজে যে উপদেশই দিক না কেন, তা ইসরায়েলের জন্য মানা বাধ্যতামূলক নয়। কারণ, আইসিজের উপদেশমূলক মতামত সদস্য দেশগুলোর জন্য প্রতিপালন করা বাধ্যতামূলক নয়। তবে এসব উপদেশের নৈতিক ও আইনি প্রেক্ষাপট আছ। যা পরবর্তী সময়ে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিন রাষ্ট্রের সঙ্গে করা অন্যায়ের বিষয়টি আইনিভাবে মোকাবিলার ক্ষেত্রে ভালো সুযোগ তৈরি করবে।

প্রায় সিকি শতাব্দী ধরে রাশিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন ভ্লাদিমির পুতিন। বিশ্ব রাজনীতির অন্যতম প্রভাবশালী এই নেতার মুখ ও বক্তব্য অহরহ দেখা গেলেও তাঁর ব্যক্তিগত জীবন আজও রয়ে গেছে কঠোর গোপনীয়তার আড়ালে। রাষ্ট্রীয় প্রচারণা যন্ত্রের ছাঁকনি পেরিয়ে পুতিনের পারিবারিক জীবনের খুব কম তথ্যই জনসমক্ষ
৫ ঘণ্টা আগে
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’ হিসেবে অভিহিত করে বলেন, ইরানি জাতি বরাবরের মতোই শত্রুদের হতাশ করবে।
৫ ঘণ্টা আগে
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মেয়র হিসেবে প্রথম দিনেই মামদানি তাঁর আসল চেহারা দেখিয়েছেন। তিনি ইহুদি-বিদ্বেষের আন্তর্জাতিক সংজ্ঞা (আইএইচআরএ) বাতিল করেছেন এবং ইসরায়েল বয়কটের ওপর থেকে বিধিনিষেধ তুলে নিয়েছেন। এটি নেতৃত্ব নয়, বরং এটি খোলা আগুনে ইহুদি-বিদ্বেষী ঘি ঢালার সমান।
৭ ঘণ্টা আগে
গত মাসে এসটিসি এই অঞ্চলটি দখলের পর সৌদি জোটের পক্ষ থেকে এটিই প্রথম সরাসরি প্রাণঘাতী হামলা। এর আগে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী হাজরামাউতের সামরিক স্থাপনাগুলো ‘শান্তিপূর্ণভাবে’ নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেয়। কিন্তু ওই ঘোষণা দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই বিমান হামলা শুরু হয়।
৮ ঘণ্টা আগে