আজকের পত্রিকা ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথিত অবৈধ কন্যা এলিজাভেটা ক্রিভোনোগিখ ব্যক্তিগত একটি টেলিগ্রাম চ্যানেলে আবেগঘন পোস্ট করে আবারও আলোচনায় এসেছেন। তিনি এই পোস্টে একজন অজ্ঞাতনামা ব্যক্তির কথা উল্লেখ করে লিখেছেন, ‘যে লোক কোটি কোটি মানুষের জীবন নিয়েছে, সে আমার জীবনও শেষ করে দিয়েছে।’
ধারণা করা হয়, পুতিন ও তাঁর সাবেক পরিচারিকা সভেতলানা ক্রিভোনোগিখের সন্তান ২২ বছর বয়সী এলিজাভেটা। তিনি নিজের একটি সেলফি প্রকাশ করে ক্যাপশনে লেখেন, ‘আবারও সবার সামনে নিজের মুখ দেখাতে পারাটা মুক্তির মতো অনুভব হচ্ছে। এটা আমাকে মনে করিয়ে দেয়—আমি কী হতে জন্মেছিলাম, আর কে আমার জীবনটা শেষ করে দিয়েছে।’
এই পোস্টগুলোর খবর প্রকাশ করেছে জার্মান পত্রিকা বিল্ড। সংবাদমাধ্যমটি ‘আর্ট অব লুইজা’ নামে ব্যক্তিগত ওই টেলিগ্রাম চ্যানেলে অ্যাকসেস করতে পেরেছে।
বিল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, এলিজাভেটা সরাসরি পুতিনের নাম উল্লেখ করেননি, তবে প্রেক্ষাপট দেখে অনুমান করা যাচ্ছে, তাঁর এই ক্ষোভ মূলত পুতিনের বিরুদ্ধেই।
বিষয়টি নিয়ে আজ মঙ্গলবার (৫ আগস্ট) এক প্রতিবেদনে যুক্তরাজ্যভিত্তিক দ্য টাইমস জানিয়েছে, এলিজাভেটার মা সভেতলানা ক্রিভোনোগিখ একসময় সাধারণ পরিচারিকা ছিলেন। এখন তিনি রাশিয়ার ‘ব্যাংক রোজিয়া’-এর একজন অংশীদার। ২০২০ সালে সভেতলানার সম্পদের পরিমাণ অনুমান করা হয়েছিল প্রায় ১০ কোটি ডলার (প্রায় ১ হাজার ২২০ কোটি টাকা)।
২০২৪ সালের আগে জানা গিয়েছিল, এলিজাভেটা প্যারিসে বসবাস করছেন রুদনোভা নামে এবং ইউক্রেন যুদ্ধবিরোধী শিল্পীদের একটি গ্যালারিতে কাজ করছিলেন।
সে সময় এলিজাভেটার পরিচয়টি ফাঁস করে দেন রুশ শিল্পী নাস্তিয়া রোদিওনোভা। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর নাস্তিয়া দেশ ছেড়েছিলেন। তিনি প্যারিসের ওই গ্যালারির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন এই বলে যে—পুতিন পরিবারের কেউ এমন জায়গায় কাজ করছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
যুদ্ধ শুরুর পর অর্থাৎ ২০২২ সালের ফেব্রুয়ারির পর থেকে এলিজাভেটা সামাজিক মাধ্যমে অনেকটাই নিষ্ক্রিয় ছিলেন। নাস্তিয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি আত্মপক্ষ সমর্থন করে বলেছিলেন, ‘আমি কি সত্যিই আমার পরিবারের কর্মকাণ্ডের জন্য দায়ী? এমন এক পরিবার, যারা আমার কথা শুনতেই চায় না?’
একসময় নিজের বিলাসবহুল জীবনযাপন নিয়ে সামাজিক মাধ্যমে নিয়মিত পোস্ট করতেন এলিজাভেটা। বিশেষ করে, ব্যক্তিগত জেটে ভ্রমণ, ডিজাইনার পোশাক, অভিজাত জীবনধারা ইত্যাদি দেখা যেত তাঁর পোস্টগুলোতে।
ধারণা করা হয়, ২০২১ সালে মস্কোর ‘রোভেসনিক’ নামে একটি বারে তিনি ডিজে হিসেবে উপস্থিত ছিলেন। সেদিন ওই বারে নিরাপত্তাব্যবস্থা ছিল কঠোর এবং সেখানে চরমপন্থাবিরোধী গোয়েন্দাদের উপস্থিতিও লক্ষ করা গিয়েছিল। বার কর্তৃপক্ষ এমন দাবি অস্বীকার করলেও তারা একটি বিজ্ঞাপনে উল্লেখ করেছিল—উত্তরের রাজধানী থেকে আসা এক রহস্যময় তরুণী পারফর্ম করবেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথিত অবৈধ কন্যা এলিজাভেটা ক্রিভোনোগিখ ব্যক্তিগত একটি টেলিগ্রাম চ্যানেলে আবেগঘন পোস্ট করে আবারও আলোচনায় এসেছেন। তিনি এই পোস্টে একজন অজ্ঞাতনামা ব্যক্তির কথা উল্লেখ করে লিখেছেন, ‘যে লোক কোটি কোটি মানুষের জীবন নিয়েছে, সে আমার জীবনও শেষ করে দিয়েছে।’
ধারণা করা হয়, পুতিন ও তাঁর সাবেক পরিচারিকা সভেতলানা ক্রিভোনোগিখের সন্তান ২২ বছর বয়সী এলিজাভেটা। তিনি নিজের একটি সেলফি প্রকাশ করে ক্যাপশনে লেখেন, ‘আবারও সবার সামনে নিজের মুখ দেখাতে পারাটা মুক্তির মতো অনুভব হচ্ছে। এটা আমাকে মনে করিয়ে দেয়—আমি কী হতে জন্মেছিলাম, আর কে আমার জীবনটা শেষ করে দিয়েছে।’
এই পোস্টগুলোর খবর প্রকাশ করেছে জার্মান পত্রিকা বিল্ড। সংবাদমাধ্যমটি ‘আর্ট অব লুইজা’ নামে ব্যক্তিগত ওই টেলিগ্রাম চ্যানেলে অ্যাকসেস করতে পেরেছে।
বিল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, এলিজাভেটা সরাসরি পুতিনের নাম উল্লেখ করেননি, তবে প্রেক্ষাপট দেখে অনুমান করা যাচ্ছে, তাঁর এই ক্ষোভ মূলত পুতিনের বিরুদ্ধেই।
বিষয়টি নিয়ে আজ মঙ্গলবার (৫ আগস্ট) এক প্রতিবেদনে যুক্তরাজ্যভিত্তিক দ্য টাইমস জানিয়েছে, এলিজাভেটার মা সভেতলানা ক্রিভোনোগিখ একসময় সাধারণ পরিচারিকা ছিলেন। এখন তিনি রাশিয়ার ‘ব্যাংক রোজিয়া’-এর একজন অংশীদার। ২০২০ সালে সভেতলানার সম্পদের পরিমাণ অনুমান করা হয়েছিল প্রায় ১০ কোটি ডলার (প্রায় ১ হাজার ২২০ কোটি টাকা)।
২০২৪ সালের আগে জানা গিয়েছিল, এলিজাভেটা প্যারিসে বসবাস করছেন রুদনোভা নামে এবং ইউক্রেন যুদ্ধবিরোধী শিল্পীদের একটি গ্যালারিতে কাজ করছিলেন।
সে সময় এলিজাভেটার পরিচয়টি ফাঁস করে দেন রুশ শিল্পী নাস্তিয়া রোদিওনোভা। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর নাস্তিয়া দেশ ছেড়েছিলেন। তিনি প্যারিসের ওই গ্যালারির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন এই বলে যে—পুতিন পরিবারের কেউ এমন জায়গায় কাজ করছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
যুদ্ধ শুরুর পর অর্থাৎ ২০২২ সালের ফেব্রুয়ারির পর থেকে এলিজাভেটা সামাজিক মাধ্যমে অনেকটাই নিষ্ক্রিয় ছিলেন। নাস্তিয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি আত্মপক্ষ সমর্থন করে বলেছিলেন, ‘আমি কি সত্যিই আমার পরিবারের কর্মকাণ্ডের জন্য দায়ী? এমন এক পরিবার, যারা আমার কথা শুনতেই চায় না?’
একসময় নিজের বিলাসবহুল জীবনযাপন নিয়ে সামাজিক মাধ্যমে নিয়মিত পোস্ট করতেন এলিজাভেটা। বিশেষ করে, ব্যক্তিগত জেটে ভ্রমণ, ডিজাইনার পোশাক, অভিজাত জীবনধারা ইত্যাদি দেখা যেত তাঁর পোস্টগুলোতে।
ধারণা করা হয়, ২০২১ সালে মস্কোর ‘রোভেসনিক’ নামে একটি বারে তিনি ডিজে হিসেবে উপস্থিত ছিলেন। সেদিন ওই বারে নিরাপত্তাব্যবস্থা ছিল কঠোর এবং সেখানে চরমপন্থাবিরোধী গোয়েন্দাদের উপস্থিতিও লক্ষ করা গিয়েছিল। বার কর্তৃপক্ষ এমন দাবি অস্বীকার করলেও তারা একটি বিজ্ঞাপনে উল্লেখ করেছিল—উত্তরের রাজধানী থেকে আসা এক রহস্যময় তরুণী পারফর্ম করবেন।

ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ চাবাহার বন্দর নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। ট্রাম্প প্রশাসনের কড়া নিষেধাজ্ঞা এবং ইরানের সঙ্গে ব্যবসা-বাণিজ্যে জড়িত দেশগুলোর ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকির মুখে চাবাহার প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে।
১ ঘণ্টা আগে
ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকা গাজায় ‘শান্তি’ আনতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘বোর্ড অব পিস’ গঠন করেছেন। গাজায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অংশ ছিল এই ‘বোর্ড অব পিস’। গতকাল শুক্রবার এক বিবৃতির মাধ্যমে এই পর্ষদের সদস্যদের নাম ঘোষণা করেছে হোয়াইট হাউস।
১ ঘণ্টা আগে
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘যদি কোনো দেশ গ্রিনল্যান্ড ইস্যুতে আমাদের সঙ্গে একমত না হয়, তবে আমি তাদের ওপর শুল্ক বসাতে পারি। কারণ, জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন।’ তবে কোন কোন দেশের ওপর এই শুল্ক আরোপ হতে পারে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
১৩ ঘণ্টা আগে
ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি দাবি করেছেন, দেশটিতে চলমান গণজাগরণ এখন একটি পূর্ণাঙ্গ বিপ্লবে রূপ নিয়েছে। আজ শুক্রবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের পতন হবেই—প্রশ্নটি এখন ‘হবে কি না’ তা নয়, বরং ‘কখন হবে’ তা নিয়ে।
১৩ ঘণ্টা আগে