
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর পদে পরিবর্তন আনছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বর্তমান প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর জায়গা নেবে অর্থনীতিবিদ আন্দ্রেই বেলোসভ। এক যুগ পর পুতিন রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ে একজন বেসামরিক ব্যক্তিত্বকে মন্ত্রী হিসেবে নিয়োগ দিতে যাচ্ছেন।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রোববার ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী হিসেবে সের্গেই শোইগুর জায়গায় আন্দ্রেই বেলোসভের নাম প্রস্তাব করেন। তবে বিষয়টি এখনো রুশ পার্লামেন্টের অনুমোদন পায়নি। তবে এই বিষয়টি কেবলই আনুষ্ঠানিকতা মাত্র। বেলোসভ এর আগে পুতিনের মন্ত্রিসভায় অর্থনীতিবিষয়ক উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন জানিয়েছে, ২০১২ সাল থেকে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করা সের্গেই শোইগু দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। নিরাপত্তা পরিষদের বর্তমান সচিব নিকোলাই পাত্রুশেভকে নতুন দায়িত্ব দেওয়া হবে। তবে পাত্রুশেভ কোন দায়িত্ব পাবেন তা এখনো নিশ্চিত নয়।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এ ধরনের পরিবর্তন জরুরি। কারণ, রাশিয়ার বর্তমান অর্থনীতি ১৯৮০-এর দশকের সোভিয়েত ইউনিয়নের অর্থনীতির মতো পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। যখন, রুশ সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী দেশটির মোট জিডিপির ৭ দশমিক ৪ শতাংশ খেয়ে ফেলত।
পেসকভ বলছেন, দেশের সামরিক বাজেটের সঙ্গে জাতীয় ব্যয়ের সামঞ্জস্য বজায় রাখা এবং দেশের সামগ্রিক অর্থনীতিকে আরও ভালোভাবে সংহত করার বিষয়টি নিশ্চিত করতেই পুতিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে একজন বেসামরিক অর্থনীতিবিদকে নিযুক্ত করার প্রস্তাব দিয়েছেন। বেলোসভের প্রশংসা করে পেসকভ বলেন, ‘যিনি অনেক বেশি উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন তিনিই যুদ্ধক্ষেত্রে বিজয়ী হবেন।’

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর পদে পরিবর্তন আনছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বর্তমান প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর জায়গা নেবে অর্থনীতিবিদ আন্দ্রেই বেলোসভ। এক যুগ পর পুতিন রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ে একজন বেসামরিক ব্যক্তিত্বকে মন্ত্রী হিসেবে নিয়োগ দিতে যাচ্ছেন।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রোববার ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী হিসেবে সের্গেই শোইগুর জায়গায় আন্দ্রেই বেলোসভের নাম প্রস্তাব করেন। তবে বিষয়টি এখনো রুশ পার্লামেন্টের অনুমোদন পায়নি। তবে এই বিষয়টি কেবলই আনুষ্ঠানিকতা মাত্র। বেলোসভ এর আগে পুতিনের মন্ত্রিসভায় অর্থনীতিবিষয়ক উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন জানিয়েছে, ২০১২ সাল থেকে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করা সের্গেই শোইগু দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। নিরাপত্তা পরিষদের বর্তমান সচিব নিকোলাই পাত্রুশেভকে নতুন দায়িত্ব দেওয়া হবে। তবে পাত্রুশেভ কোন দায়িত্ব পাবেন তা এখনো নিশ্চিত নয়।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এ ধরনের পরিবর্তন জরুরি। কারণ, রাশিয়ার বর্তমান অর্থনীতি ১৯৮০-এর দশকের সোভিয়েত ইউনিয়নের অর্থনীতির মতো পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। যখন, রুশ সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী দেশটির মোট জিডিপির ৭ দশমিক ৪ শতাংশ খেয়ে ফেলত।
পেসকভ বলছেন, দেশের সামরিক বাজেটের সঙ্গে জাতীয় ব্যয়ের সামঞ্জস্য বজায় রাখা এবং দেশের সামগ্রিক অর্থনীতিকে আরও ভালোভাবে সংহত করার বিষয়টি নিশ্চিত করতেই পুতিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে একজন বেসামরিক অর্থনীতিবিদকে নিযুক্ত করার প্রস্তাব দিয়েছেন। বেলোসভের প্রশংসা করে পেসকভ বলেন, ‘যিনি অনেক বেশি উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন তিনিই যুদ্ধক্ষেত্রে বিজয়ী হবেন।’

লোহিত সাগর অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সব চুক্তি বাতিল করেছে সোমালিয়া সরকার। গতকাল সোমবার মোগাদিসু সরকার এই ঘোষণা দিয়ে পারস্য উপসাগরীয় দেশটিকে তাদের সামরিক ঘাঁটি ও প্রধান বন্দর অবকাঠামো থেকে বহিষ্কার করেছে।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানে সামরিক হামলার হুমকি দেওয়া অব্যাহত রেখেছে। দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভের মুখে ইরানি সরকার যখন ক্রমবর্ধমান চাপের মুখে, তখন প্রশাসন জানিয়েছে যে সম্ভাব্য বিভিন্ন বিকল্পের মধ্যে ‘বিমান হামলা’ অন্যতম।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে বাণিজ্য করা যেকোনো দেশের ওপর বাড়তি ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। দেশটিতে বিক্ষোভ সহিংসভাবে দমনের কারণে তেহরান সরকারের ওপর চাপ বাড়াতে তিনি এই পদক্ষেপ নিয়েছেন।
২ ঘণ্টা আগে
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি জানুয়ারি মাসের মধ্যেই ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরিত হতে পারে। আজ সোমবার গুজরাটের আহমেদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ এই সম্ভাবনার কথা জানিয়ে...
১০ ঘণ্টা আগে